General Knowledge

ম্যাক্স ওয়েবারের সামাজিক সম্পর্ক আলোচনা কর।

অথবা, সামাজিক সম্পর্ক সম্পর্কে ম্যাক্স ওয়েবারের ব্যাখ্যা আলোচনা কর।
অথবা, ম্যাক্স ওয়েবারের সামাজিক সম্পর্ক বিষয়ে আলোচনা কর।
অথবা, সামাজিক সম্পর্ক বিষয়ে ম্যাক্স ওয়েবার যা বলতে চেয়েছেন তা ব্যাখ্যা কর।
অথবা, সামাজিক সম্পর্কের তত্ত্বীয় ব্যাখ্যা কী?
উত্তর৷ ভূমিকা :
সমাজতাত্ত্বিক আলোচনার এক অবিসংবাদিত কিংবদন্তী হলো জার্মান সমাজবিজ্ঞানী ম্যাক্স ওয়েবার । তিনি কেবল সমাজবিজ্ঞানী নন, একাধারে অর্থনীতিবিদ, ঐতিহাসিক, দার্শনিক, রাষ্ট্রবিজ্ঞানী, প্রাচ্যতত্ত্ববিদ, ধর্ম ও ভাষার ছাত্র ছিলেন । তিনি বিজ্ঞ সমাজের সভ্য এবং সামাজিক দার্শনিক ছিলেন।
সামাজিক সম্পর্ক : ওয়েবারের অভিমত অনুযায়ী মানুষের আচারব্যবহার ব্যক্তিনিষ্ঠ বা বিষয়ীগত প্রকৃতির। মানুষের এ বিষয়ীগত আচারব্যবহার সম্যকভাবে অনুধাবন সমাজবিজ্ঞানীর বিশেষ ক্ষমতা সাপেক্ষ। মানবিক ক্রিয়াকলাপের কার্যকরণগত অর্থ ব্যাখ্যা বিশেষণের ক্ষমতা না থাকলে এক্ষেত্রে সমাজবিজ্ঞানীর পক্ষে সাফল্য অর্জন অসম্ভব। প্রকাশ্য ক্রিয়াকলাপ এবং মনোভাব এ দুটিকে সঠিকভাবে অনুধাবন করতে পারলে এবং সাথে সাথে তাদের মধ্যে সম্পর্ক অর্থবহভাবে বোধগম্য হলে সুনির্দিষ্ট কতকগুলো ক্রিয়ার সঠিক কার্যকারণ ব্যাখ্যা বিশেষণ সম্ভব। সামাজিক আচরণের মধ্যে যা কিছু অর্থবহ ক্রিয়ার উৎস হিসেবে পরিগণিত হয়, সমাজবিজ্ঞানীকে তা সুনির্দিষ্টভাবে চিহ্নিত ও ব্যাখ্যা বিশেষণ করতে হয়। ওয়েবার এ বিষয়টি বুঝানোর জন্য ‘সামাজিক সম্পর্ক’ নামক প্রত্যয়টি ব্যবহার করেন। তাঁর মতে, “সামাজিক সম্পর্ক হলো সামাজিক ক্রিয়াকে সম্পর্কন্বিতকরণের প্রক্রিয়া। অর্থাৎ সামাজিক সম্পর্ক হলো বঞ্চিত নিয়ম-নীতির স্বীকৃতিসূচক, মানবিক আকৃতির ধরন।
উপসংহার : সমাজতাত্ত্বিক আলোচনার ক্ষেত্রে ম্যাক্স ওয়েবার যে সকল বিষয় এবং বিশেষণধর্মী আলোচনার আলোকপাত করেছেন সেগুলোর মধ্যে সামাজিক সম্পর্ক একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে পরিগণিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!