ম্যাক্স ওয়েবারের সামাজিক ক্রিয়া আলোচনা কর।
অথবা, সামাজিক ক্রিয়া সম্পর্কে ম্যাক্স ওয়েবার কী বলেছেন তা ব্যাখ্যা কর।
অথবা, সামাজিক ক্রিয়া কী? ম্যাক্সওয়েবারের দৃষ্টিতে তা ব্যাখ্যা কর।
উত্তর৷ ভূমিকা : সমাজতাত্ত্বিক আলোচনার এক অবিসংবাদিত কিংবদন্তী হলো জার্মান সমাজবিজ্ঞানী ম্যাক্স ওয়েবার। ম্যাক্স ওয়েবার কেবল সমাজবিজ্ঞানী নন, একাধারে অর্থনীতিবিদ, ঐতিহাসিক, দার্শনিক, রাষ্ট্রবিজ্ঞানী, প্রাচ্যতত্ত্ববিদ, ধর্ম ও ভাষার ছাত্র ছিলেন। এ সমস্ত বিষয়ে তাঁর গভীর জ্ঞান এবং প্রজ্ঞা মানুষ ও মানবসমাজ সম্পর্কে তাঁর
এক গভীর অন্তর্দৃষ্টির সৃষ্টি করেছে।
সামাজিক ক্রিয়া : ম্যাক্স ওয়েবার সামাজিক ক্রিয়া সম্পর্কে বিস্তারিত আলোকপাত করেছেন। প্রায়োগিক বিজ্ঞান সম্পর্কিত ধারণার পরিপ্রেক্ষিতে ওয়েবার সামাজিক ক্রিয়া বলতে মানুষের সেই আচার আচরণকে বুঝিয়েছেন যার উপর একটি ক্রিয়াকারী বিষয়ীগত অর্থ আরোপ করে। কোন ক্রিয়াকে সামাজিক বলা হয় যখন ক্রিয়াকারী ব্যক্তি সংশিষ্ট ক্রিয়াটির উপর বিষয়গত অর্থ আরোপ করে এবং ক্রিয়াটি অপরের আচরণকে মূল্য দেয় ও এর গতিপ্রকৃতি তার দ্বারা নিয়ন্ত্রিত হয়। সামাজিক ক্রিয়া সম্পর্কিত আলোচনার ক্ষেত্রে ওয়েবার তিনটি প্রধান পদ বা শব্দ ব্যবহার করেছেন। এ তিনটি পদ হলো :
১. ডিউটেন (Deuten),
২. ভেরস্টেহেন (Verstehen) এবং
৩. আরকালারেন (Erkalaren)।
তাছাড়া সামাজিক ক্রিয়াকলাপকে ম্যাক্স ওয়েবার চারটি প্রধান ভাগে বিভক্ত করেছেন । যথা :
১. যৌক্তিক মূল্যবোধ প্রভাবিত ক্রিয়া,
২. মৌক্তিক উদ্দেশ্য সাধক ক্রিয়া,
৩. উচ্ছ্বাসপূর্ণ ক্রিয়া এবং
৪. গতানুগতিক ক্রিয়া ।
উপসংহার : ম্যাক্স ওয়েবার সামাজিক ক্রিয়া সম্পর্কিত মতবাদটি সুস্পষ্ট এবং সুন্দরভাবে বিশেষণের মাধ্যমে সমাজবিজ্ঞানের শাখায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।