General Knowledge

ম্যাক্স ওয়েবারের কর্তৃত্বের গঠন লিখ।

অথবা, বেবার কর্তৃত্বের গঠন নিয়ে কী বলেছেন তা ব্যাখ্যা কর।
অথবা, ম্যাক্স বেবারের কর্তৃত্ব সম্পর্কে কী জান লিখ ।
অথবা, ওয়েবারীয় কর্তৃত্বের গঠন কাঠামো সম্পর্কে আলোচনা কর।
উত্তরা৷ ভূমিকা :
সমাজতাত্ত্বিক আলোচনার এক কিংবদন্তী হলেন সমাজবিজ্ঞানী ম্যাক্স ওয়েবার। তিনি বিজ্ঞ | সমাজের সভ্য এবং সামাজিক দার্শনিক ছিলেন। বিচিত্র বিষয়ে তাঁর গভীর জ্ঞান এবং প্রজ্ঞা মানুষ ও মানবসমাজ সম্পর্কে গভীর অন্তর্দৃষ্টি সৃষ্টি করেছে। ম্যাক্স ওয়েবার প্রদত্ত উল্লেখযোগ্য তত্ত্ব বা ধারণার একটি হলো কর্তৃত্বের গঠন।
কর্তৃত্বের গঠন : ম্যাক্স ওয়েবার বলেন, “কর্তৃত্ব হলো ক্ষমতাকে আইনসংগত করার যোগ্যতা। একজন মানুষ যখন তার ইচ্ছা অন্যদের উপর চাপিয়ে দিয়ে তার ইচ্ছা অনুযায়ী কর্মসম্পাদন করাতে পারে। যখন তার গুণাবলি ও সামাজিক অবস্থান তাকে তার ইচ্ছা চরিতার্থ করতে সাহায্য করে তখন বলা হয় তার কর্তৃত্ব আছে। ওয়েবার বলেন যে, সময়ের পরিবর্তনের ফলে মানুষের বিভিন্ন ইচ্ছা ও আবেগের পরিবর্তন ঘটে। ফলে সমাজ বিভিন্ন রূপ পরিগ্রহ করে এবং সমাজে বিচিত্র ধরনের গুণাবলিসম্পন্ন মানুষের আবির্ভাব হয়। মানুষ কেন কর্তৃত্ব চায় কিংবা আশা করে যে, অন্যরা তাকে মান্য করবে সে বিষয়টি বিশেষণের চেষ্টা করেন। এ বিশেষণের উপর ভিত্তি করে ওয়েবার তিন ধরনের কর্তৃত্বের কথা উল্লেখ করেন । যথা :
১. ঐতিহ্যগত কর্তৃত্ব,
২. ঐন্দ্রজালিক কর্তৃত্ব এবং
৩. যৌক্তিক আইনগত কর্তৃত্ব।
উপসংহার : আলোচনার শেষে বলা যায়, ওয়েবারের দৃষ্টিভঙ্গি ছিল স্বচ্ছ এবং সুদূরপ্রসারী। সমাজের বিভিন্ন রূপের ব্যাখ্যায় বা তার তত্ত্বে সে রকমই ইঙ্গিত দেয়। তাঁর কর্তৃত্ব সংক্রান্ত আলোচনা এবং কর্তৃত্বের গঠন ও বিশেষণ ছিল সময়োপযোগী এবং বাস্তবসম্মত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!