অথবা, ওয়েবারীয় আমলাতন্ত্র সম্পর্কে আলোচনা কর ।
অথবা, আমলাতন্ত্রের জনক ম্যাক্স ওয়েবার আমলাতন্ত্রের যে ব্যাখ্যা দিয়েছেন তা আলোচনা কর।
উত্তর৷ ভূমিকা : ম্যাক্স ওয়েবারের সমাজ, সমাজবিজ্ঞান এবং তৎসংশিষ্ট আলোচনার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বা উল্লেখযোগ্য বিষয় হলো ‘আমলাতন্ত্র’। আমলাতন্ত্রের প্রবক্তা হিসেবেই তিনি সমধিক পরিচিত 1
আমলাতন্ত্র : আমলাতন্ত্র সম্পর্কিত সমাজতাত্ত্বিক আলোচনার সূত্রপাত করেন ম্যাক্স ওয়েবার। তাঁর ‘Economy & Society’ নামক গ্রন্থে আমলাতন্ত্রের আধুনিক সমাজতত্ত্বে আলোচনার সূত্রপাত করেন এবং তাঁর ‘Essays or Sociology’ নামক গ্রন্থে আমলাতন্ত্র সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন । বস্তুত ম্যাক্স ওয়েবার আমলাতন্ত্রকে একটি আদর্শ নমুনার মাধ্যমে আধুনিক কালের রাজনৈতিক ও প্রশাসনিক ব্যবস্থার সাথে যুক্ত করে ব্যাখ্যা দেয়ার চেষ্টা করেছেন। তাঁর মতে, “আমলাতন্ত্র এমন একটি সংগঠন যার সুনির্দিষ্ট লক্ষ্য বা উদ্দেশ্য ও কার্যক্রম রয়েছে।” এটি নির্দিষ্ট পদ্ধতিতে সম্পন্ন হয় এবং সেখানে ক্ষমতা ব্যবহারের নির্দিষ্ট পর্যায়ক্রমবিশিষ্ট একটি কাঠামো আছে, যার অধীনস্থ কর্মরত সকল কর্মচারীই স্থায়ীভাবে নিয়োগপ্রাপ্ত । নিয়োগপ্রাপ্ত প্রত্যেক কর্মচারীর নির্দিষ্ট দায়িত্ব ও কর্তব্য রয়েছে। অর্থাৎ প্রশাসনের বিভিন্ন ধাপে বিভিন্ন কর্মকর্তা যারা প্রশাসনের নীতি নির্ধারণের কাজে বাস্তবায়নের জন্য কর্মতৎপর তাদেরকেই বলা হয় আমলা এবং এ কর্মতৎপরতার সামাজিক ব্যবস্থাকে বলা হয় আমলাতন্ত্র।
উপসংহার : একজন মানুষ তাঁর অসংখ্য সৃষ্টি থাকলেও যে কোন একটি থাকে তার পরিচিতির মুখ্য উপাদান. হিসেবে। আর ম্যাক্স ওয়েবারের ক্ষেত্রে পরিচিতির সেই মুখ্য উপাদানের ভূমিকা পালনকারী বিষয় ছিল আমলাতন্ত্র যা তাকে বিশেষ পরিচিতি এনে দিয়েছিল।

ডিগ্রী অনার্স মাস্টার্স পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে পেতে Whatsapp এ ম্যাসেজ করুন। Whatsapp 01979786079