মাস্টার্স (নিয়মিত) কোর্সের ভর্তির অনলাইনে প্রাথমিক আবেদন করতে যা যা লাগবে

👉 অনার্স/প্রিলিমিনারী টু মাস্টার্স পরীক্ষার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর।

👉 এক কপি পাসপোর্ট সাইজের ছবি, সচল মোবাইল নং।

👉 দ্বৈত ভর্তি সংক্রান্ত অঙ্গীকারনামা।(অঙ্গীকারানামা হাতে ফরম পূরণ করে স্ক্যান করে আপলোড করতে হয়)

◾দ্বৈত ভর্তি সংক্রান্ত অঙ্গীকারনামায়,

🔹৬ নং এ স্নাতক (সম্মান) দিবেন,

🔹৭ নং এ যে সালে আপনি অনার্স/প্রিলিমিনারী টু মাস্টার্স পাশ করেছেন তা লিখবেন।

🔹৮ নং এ অনার্স ৪র্থ বর্ষের রোল নম্বর।

🔹১০ নং এ যে কলেজ থেকে অনার্স/ প্রিলিমিনারী টু মাস্টার্স পাস করেছেন সেই কলেজ এর নাম।

🔷১১ নং এ প্রাপ্ত সিজিপিএ দিবেন

🔹১২ নং এ সিজিপিএ ৪.০০ দিবেন।

✅ অনলাইনে প্রাথমিক আবেদন করা যাবে ০৫/০৯/২০২২ তারিখ বিকাল ৪ টা থেকে ২০/০৯/২০২২ তারিখ রাত ১২ টা পর্যন্ত।

⚠️ যেকোনো ১ টি কলেজে আবেদন করতে পারবেন। মেধা তালিকায় স্থান নাহ হলে রিলিজ স্লিপে ৩টি কলেজে আবেদন করার সুযোগ পাবেন। যে কলেজ থেকে অনার্স সম্পন্ন করেছেন সেই কলেজে আবেদন করলে তাদের অগ্রাধিকার দেয়া হবে।