মার্কসীয় তত্ত্বের সমালোচনা কর ।
অথবা, কার্ল মার্কসের তত্ত্বের সমালোচনা আলোচনা কর।
অথবা, মার্কসীয় তত্ত্ব কেন সমালোচিত ব্যাখ্যা কর।
অথবা, পুঁজিবাদী সমাজে মার্কসীয় তত্ত্ব কেন সমালোচিত আলোচনা কর।
উত্তর৷ ভূমিকা : মানবসভ্যতার ক্রমবিকাশের সাথে সাথে মানুষের জীবন যেমন সরল থেকে জটিল হয়েছে, তেমনি মানুষের পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে এসেছে পরিবর্তন। সমাজের এ পরিবর্তনের ধারায় সৃষ্টি হয় শাসক শ্রেণি ও শোষিত শ্রেণি । যুগ যুগ ধরে দাসত্বের বা শোষণের শৃঙ্খলে আবদ্ধ শ্রমিক শ্রেণিকে মুক্ত করার প্রয়াসে আলোকবর্তিকারূপে হাজির হন জার্মান দার্শনিক Karl Marx. মার্কসীয় তত্ত্বের সমালোচনা :
১.মার্কসের ধারণা ছিল পুঁজিবাদী সমাজের ধ্বংস অবশ্যম্ভাবী কিন্তু পৃথিবীতে আজও অনেক পুঁজিবাদী সমাজ সফল ও সুশৃঙ্খলভাবে টিকে আছে।
২. মানব ইতিহাসের যে বস্তুবাদী ব্যাখ্যা প্রদান করেছেন তা সম্পূর্ণ সত্য নয়। কারণ সমাজ পরিবর্তনের ধারায় অর্থনৈতিক উপাদানই একমাত্র উপাদান নয়। রাজনৈতিক, ধর্মীয়, সাংস্কৃতিক প্রভৃতি উপাদানও ইতিহাসের এ বিবর্তনে প্রভাব বিস্তার করেছে।
৩.ধর্মীয় মূল্যবোধ নিয়ে তার ব্যাখ্যা স্বীকৃতি পায় নি। কেননা ধর্মকে কেন্দ্র করে শোষিত শ্রেণিও ঐক্যবদ্ধ হতে পারে।
৪.Marx শ্রেণিসংগ্রামকে সামাজিক পরিবর্তনের অন্যতম উপাদান বলে উলেখ করেন। কিন্তু শ্রেণিসংগ্রাম ছাড়াও যুগে যুগে বিভিন্ন সমাজসংস্কারক আইনের মাধ্যমেও সামাজিক উন্নতি সাধন করেছেন।
৫.Marx এর মতে, “শ্রমিকরা সংগ্রামের মাধ্যমেই পুঁজিপতির শৃঙ্খলমুক্ত হবে।” কিন্তু বর্তমানে দেখা যায়, মালিক শ্রেণি শ্রমিক শ্রেণিকে নানা কল্যাণমুখী সাহায্য দিয়ে থাকে, যার জন্য সংগ্রাম করতে হয় না।
উপসংহার : উপর্যুক্ত আলোচনার শেষে বলা যায় যে, Marx এর বিভিন্ন গ্রন্থ ও বিভিন্ন তত্ত্ব তাঁর জীবদ্দশায় ও জীবনান্তে সমগ্র বিশ্বে যেমন আলোচিত হয়েছে, তেমনি আবার সমালোচিতও হয়েছে। তিনি পারিবারিক জীবনে আর্থিক সংকটে থাকলেও গবেষণাকার্য থেকে বিচ্যুত হন নি। তিনি দরিদ্রদের জন্য বিপবী ভূমিকা পালন করেছেন। তার বিভিন্ন গ্রন্থ ও তত্ত্ব ব্যাপক সমালোচিত হলেও সমাজবিজ্ঞানের উদ্ভব ও বিকাশে তাঁর অবদান খুবই গুরুত্বপূর্ণ।