মার্কসীয় তত্ত্বের মৌলনীতি কয়টি ও কী কী?
অথবা, কার্ল মার্কসের অবদানসমূহ লিখ?
অথবা, মার্কসবাদের মূলনীতি কয়টি ও কী কী?
অথবা, মার্কসীয় তত্ত্বের মৌলিক বিষয়গুলো কী কী?
উত্তরা৷ ভূমিকা : পৃথিবীর শোষণ মুক্তির ইতিহাসে মার্কস আজো অবিস্মরণীয়। তাঁর ধ্যানধারণা ও শিক্ষামালা সে সুসংহত তত্ত্ব গড়ে তোলে তাই মার্কসবাদ নামে খ্যাত। মার্কসীয় চিন্তাধারা জগৎ সম্পর্কে বৈজ্ঞানিক চিন্তাধারা উপস্থিত করে সমাজ বিকাশের নির্ণয়, রাষ্ট্র, শ্রেণিদ্বন্দ্ব, পুঁজিবাদী ও সমাজতান্ত্রিক সমাজের উদ্ভবের কারণ, প্রলেতারিয়েত শ্রেণি,
বৈপ্লবিক সংগ্রাম ও বিজয়ের অনিবার্য বিষয় আলোচনা করেছেন। বস্তুত মার্কসীয় তত্ত্ব অতীতে দার্শনিক ঐতিহ্য ও অবদানের ধারাবাহিক ইতিহাস।
মার্কসীয় তত্ত্ব : মার্কসীয় তত্ত্বের মৌলনীতি হিসেবে সাধারণত নিম্নোক্ত ৬টি নীতি বিশেষভাবে বিবেচিত হয় । যথা :
১. দ্বন্দ্বমূলক বস্তুবাদ (Dialectical Materialism),
২. ঐতিহাসিক বস্তুবাদ (Historical Materialism),
৩. শ্রেণি ও শ্রেণিসংগ্রাম তত্ত্ব (Theory of Class and Class Struggle),
৪. উদ্বৃত্ত মূল্যের তত্ত্ব (Theory of Surplus Value) ও
৫. বিপ্লব বিষয়ক তত্ত্ব (Theory of Revolution) ও
৬. রাষ্ট্রতত্ত্ব (Theory of State)।
উপসংহার : উপর্যুক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে, মার্কসীয় চিন্তাধারার মৌলিক সূত্রের সৃজনশীল
সমৃদ্ধি ও প্রয়োগের ক্ষেত্রে লেলিনের অবদান অনস্বীকার্য। লেনিন মার্কসবাদের মূল চিন্তাধারা ও সূত্রকে সমৃদ্ধ করে রাশিয়ায়
সমাজতান্ত্রিক বিপ্লব সংগঠিত করে সমাজতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করেন।