মনুষ্যত্বের বিকাশই বড় কথা, চলার পথে যে স্খলন পতন তা থেকে রক্ষা পাওয়াটাই বড় কথা নয়।”- ব্যাখ্যা কর।

উৎস : ব্যাখ্যেয় গদ্যাংশটুকু মননশীল প্রাবন্ধিক মোতাহের হোসেন চৌধুরী বিরচিত ‘সংস্কৃতি কথা’ শীর্ষক প্রবন্ধ থেকে চয়ন
প্রসঙ্গ : এখানে প্রাবন্ধিক সংস্কৃতির উদ্দেশ্য ও লক্ষ্য সম্পর্কে এ মূল্যবান মন্তব্য করেছেন।
বিশ্লেষণ : সংস্কৃতি মানে শিব, সুন্দর ও সত্যের সাধনা। এ সাধনা করতে গিয়ে পতন আসতে পারে, স্খলন আসতে পারে। এ পতন থেকে রক্ষা পাওয়া সংস্কৃতিচর্চার উদ্দেশ্য নয়। দ্বন্দ্ব-সংঘাত ও উত্থান-পতনের ভিতর দিয়ে মনুষ্যত্বের বিকাশ সাধনই সংস্কৃতির লক্ষ্য। ধর্ম মানুষকে পাপ থেকে, পতন থেকে রক্ষা করতে চায়। বিকশিত করতে চায় না। জীবনের গোলাপ ফোটানোর দিকে তার নজর নেই, জীবনটাকে নিষ্কণ্টক রাখাই তার উদ্দেশ্য। অপরদিকে সংস্কৃতির উদ্দেশ্য হচ্ছে জীবনের বিকাশ, পতন বা পাপ থেকে রক্ষা করা নয়। গোলাপের সাথে যদি দু’একটা কাঁটা এসেই যায় তো আসুক না তাতে ক্ষতি নেই। দেখার বিষয় শুধু ফুল ফুটল কি না এটাই কালচারের লক্ষ্য। সংস্কৃতির কাজ হচ্ছে মনুষ্যত্বের বিকাশ সাধন করা, চলার পথে পতন থেকে রক্ষা পাওয়াটাই তার জন্য বড় কথা নয়। কারণ বড় যে জীবন, স্খলন-পতনের দ্বারা তার মর্যাদা বেড়ে যায়। এ বিকাশকে বড় করে দেখে না বলেই ধর্ম ইন্দ্রিয় সাধনার পরিপন্থী।
মন্তব্য : সংস্কৃতি মানুষের মনে মনুষ্যত্বের আলো জ্বালিয়ে দেয়। চলার পথে স্খলন পতন থেকে মানুষকে রক্ষা করার কোন তাগিদ নেই তার।

https://topsuggestionbd.com/%e0%a6%b8%e0%a6%82%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%95%e0%a7%83%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%95%e0%a6%a5%e0%a6%be-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7-%e0%a6%ae%e0%a7%8b%e0%a6%a4/