• May 28, 2023

“ভারানত আমরা শিকলে, শুনি না তোমার সুর, নিজেদেরি বিষাক্ত ছোবলে তনুমন করি যে আহত।”- ব্যাখ্যা কর।

উৎস : বক্ষ্যমাণ অংশটুকু ইসলামি ঐতিহ্যের কবি ফররুখ আহমদ রচিত ‘ডাহুক’ কবিতা থেকে নেয়া হয়েছে।
প্রসঙ্গ : শৃঙ্খলিত মানব জীবনের করুণ আর্তি এ চরণ কটিতে ফুটে উঠেছে।
বিশ্লেষণ : ডাহুক সাধারণ মানুষের কাছে শুধু একটি পাখি হলেও কবির কাছে তা আদর্শের প্রতীক, চেতনার প্রতীক। ডাহুক প্রেমনিষ্ঠ পাখি। কোন কারণে তার সঙ্গীবিচ্ছেদ ঘটলে শোণিত ফেনিল ডাকের মাধ্যমে সে তার সঙ্গীকে খুঁজে চলে। ডাকতে ডাকতে কখনো কখনো সে তার জীবনকে বিপন্ন করে তোলে। ডাহুকের সে বেদনাদীর্ণ ডাকে রাত্রির গভীরতা বিষাদময় হয়ে উঠে। কবি নিজের জীবনের শুদ্ধতার জন্য ডাহুককে অনুসরণ করতে চান। ডাহুক মুক্ত, একনিষ্ঠ। কোন পিছুটান তাকে তার কর্তব্য কর্ম থেকে দূরে সরিয়ে রাখতে পারে না। সে অবিশ্রান্ত ডেকে ডেকে মানুষকে মুক্তির আহ্বান জানিয়ে যায়। কিন্তু মানুষ ডাহুকের আহ্বান গ্রাহ্য করে না। কেননা তারা পার্থিব নানা স্বার্থে নিজের কোমল সত্তাকে রক্তাক্ত করে চলেছে প্রতিনিয়ত। মানুষ জৈবিকতার শিকলে বন্দী। কবি ব্যথাভারাতুর হৃদয়ে মানবতার এ চরম অবস্থাকে মেনে নিতে বাধ্য হন। মুক্ত স্বাধীন ডাহুকের তুলনায় মানুষের পরাধীন ক্লেদাক্ত জীবন কবিকে মর্মাহত করে।
মন্তব্য : সংসার শৃঙ্খলে বন্দী মানব জীবনের করুণ অসহায় দিকটি কবি এখানে তুলে ধরেছেন ।

হ্যান্ডনোট থেকে সংগ্রহীত
পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!