General Knowledge

ভারতীয় দর্শনের সাধারণ বৈশিষ্ট্যসমূহ লিখ।

অথবা, ভারতীয় দর্শনের সাধারণ লক্ষণসমূহ লিখ।
অথবা, ভারতীয় দর্শনের সাধারণ লক্ষণগুলো কী কী?
অথবা, ভারতীয় দর্শনের সাধারণ বৈশিষ্ট্যগুলো কী কী?
উত্তরা৷ ভূমিকা :
ভারতীয় দর্শন হচ্ছে জীবন ও জগৎ থেকে উদ্ভূত কতকগুলো মৌলিক সমস্যা ও তার যৌক্তিক অনুসন্ধান। ভারতীয় দর্শনসমূহের মধ্যে সংস্কৃতি, সভ্যতা ও ঐতিহ্যগত যেসব সাদৃশ্য আছে তাই ভারতীয় দর্শনের সাধারণ লক্ষণ। এ লক্ষণগুলোকে ভারতীয় দর্শনে অস্বীকার করা যায় না।
ভারতীয় দর্শনের সাধারণ বৈশিষ্ট্য : ভারতীয় দর্শনের সাধারণ বৈশিষ্ট্যগুলো নিম্নে আলোচনা করা হলো :
১. ভারতীয় দর্শনগুলোর সবচেয়ে উল্লেখযোগ্য সাদৃশ্য হলো যে, সব ভারতীয় দর্শনই মনে করে যে, জীবনে দর্শনের ব্যবহারিক প্রয়োজনীয়তা আছে। সকলেই জীবনের সাথে দর্শনের নিগূঢ় সম্পর্ককে স্বীকার করে নিয়েছে। সকলেই দর্শনের ব্যবহারিক প্রয়োজনের উপর গুরুত্বারোপ করেছে।
২. সব ভারতীয় দর্শন বেদ সম্পর্কে আলোচনা করেছেন। যেসব দর্শনের আলোচনা বেদের সমর্থনসূচক তাদের ‘আস্তিক’ দর্শন বলা হয়। আর যেসব দর্শনের আলোচনা বেদের বিরোধী তাদের ‘নাস্তিক’ বলা হয়।
৩. ভারতবর্ষে সব দর্শনই বিচারবাদী। সব দর্শনই যুক্তিতর্কের উপর প্রতিষ্ঠিত। যারা বেদকে প্রমাণ রূপে গ্রহণ করেছে তারাও তাদের যুক্তি দিয়ে বিচার করার পর উক্ত প্রমাণকে গ্রহণ করেছে।
৪. ভারতীয় বৈদিক ও অবৈদিক সব দর্শনের উৎপত্তি হয়েছে এক প্রকার আধ্যাত্মিক অস্বস্তিকর থেকে। মানুষকে জীবনে নানাবিধ দুঃখকষ্ট দেখে ভারতীয় দার্শনিকগণ এর সমাধানের জন্য দর্শন চিন্তায় প্রবৃত্ত হন।
৫. সব ভারতীয় দর্শনের ক্ষেত্রে দেখা যায় যে, একটা আধ্যাত্মিক প্রশান্তি বা অতৃপ্তি ভারতীয় দার্শনিককে দার্শনিক চিন্তায় উদ্বুদ্ধ করেছে। জগৎকে তারা দুঃখময় দেখেছেন। প্রায় সব ভারতীয় দর্শনই কমবেশি দুঃখবাদী।
৬. সব ভারতীয় দার্শনিকরা এবং সর্বকালব্যাপী নৈতিক নিয়ম এবং শৃঙ্খলায় বিশ্বাসী। সর্বত্রই নিয়ম এবং শৃঙ্খলা। ঋগ্বেদে এ চিরন্তন জাগতিক শৃঙ্খলাকে ‘ঋণ’ নামে অভিহিত করা হয়েছে। এ শৃঙ্খলা জাগতিক ও নৈতিক উভয়ই।
৭. কর্মকালে বিশ্বাস করার জন্য ভারতীয় দার্শনিকরা এ বিশ্বসংসারকে এক নৈতিক রঙ্গমঞ্চরূপে কল্পনা করেছেন। যেভাবে জীব অভিনয় করার জন্য তার যোগ্যতানুযায়ী সাজ পোশাক ও ভূমিকা লাভ করেছেন।
৮. ভারতীয় দর্শনই অবিদ্যা বা অজ্ঞানতাকেই জীবের বন্ধনের ও দুঃখভোগের কারণ মনে করে এবং জগতের আত্মার যথার্থ স্বরূপ সম্পর্কে সম্যক জ্ঞান যে জীবকে দুঃখভোগের ও বন্ধনের হাত থেকে চিরমুক্তি এতে দিতে পারে এ বিশ্বাস করে।
উপসংহার : পরিশেষে বলা যায় যে, উপর্যুক্ত বিষয়গুলোই ভারতীয় দর্শনের সাধারণ বৈশিষ্ট্য তবে ভারতীয় দর্শনের সাধারণ বৈশিষ্ট্যগুলোর আলোচনার সময় দেখতে পাওয়া যায় যে, মূল ভারতীয় চিন্তায় চার্বাক দর্শনের বিষয় স্থান বা প্রভাব নেই। সুতরাং ভারতীয় দর্শনের সাধারণ বৈশিষ্ট্যের গুরুত্বকে অস্বীকার করা যায় না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!