ভারতীয় দর্শনের বিরুদ্ধে অভিযোগসমূহ লিখ।
অথবা, ভারতীয় দর্শনের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলো কী কী?
অথবা,. ভারতীয় দর্শনের বিরুদ্ধে উত্থাপিত আপত্তিগুলো কী কী?
অথবা, ভারতীয় দর্শনের বিরুদ্ধে কী কী অভিযোগ উত্থাপিত হয়েছে?
উত্তর৷ ভূমিকা : মানুষ বুদ্ধিবৃত্তিসম্পন্ন জীব। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের এ জানার আগ্রহ চিরন্তন। মানুষ জানতে চায় বিচিত্র জগৎ ও জীবন সম্পর্কে। জানার এ আকাঙ্ক্ষা থেকেই সুদূর অতীতে জন্ম নিয়েছিল দর্শন। তাই ভারতীয় দর্শনও এর ব্যতিক্রম নয়। এর রয়েছে সুদীর্ঘ ইতিহাস ও বিকাশধারা।
ভারতীয় দর্শনের বিরুদ্ধে অভিযোগ: নিম্নে ভারতীয় দর্শনের বিরুদ্ধে আনীত অভিযোগসমূহ আলোচনা করা হলো :
১. ভারতীয় দর্শন নির্বিচারবাদী : এ অভিযোগ ভারতীয় দর্শনের বিরুদ্ধে অনেকেই করেছেন। যে দর্শন স্বাধীন চিন্তা ও বিচারবুদ্ধির সাহায্য না নিয়ে অর্থাৎ বিনা বিচারে কোন নীতিকে স্বতঃসিদ্ধরূপে গ্রহণ করে দার্শনিক সমস্যার সমাধানের চেষ্টা করে তাকে নির্বিচারবাদী দর্শন বলা হয়। ভারতীয় দর্শনকে যারা নির্বিচারবাদী বলেছেন তাদের যুক্তি হলো, ভারতীয় দার্শনিকরা বেদের প্রাধান্য স্বীকার করেন এবং বেদকে অভ্রান্ত বলে মনে করেন।
২. ভারতীয় দর্শন দুঃখবাদী : কোন কোন দার্শনিক বিশেষ করে পাশ্চাত্য দার্শনিকগণ ভারতীয় দর্শনকে দুঃখবাদী বলেছেন। ভারতীয় দর্শন দুঃখবাদী এবং ব্যবহারিক জীবনে অনিষ্টকর এ অভিযোগ ভারতীয় দর্শনের রূপটিকে অঙ্কিত করেছে।
৩. ভারতীয় দর্শন কেবল নীতি ও ধর্মে সীমাবদ্ধ : কোন কোন দার্শনিক বিশেষ করে পাশ্চাত্য দার্শনিকগণ ভারতীয় দর্শনকে নীতি ও ধর্মশাস্ত্র বলে আখ্যা দিয়েছেন। তাঁদের মতে, ভারতীয় দর্শনের আলোচনা নীতি ও ধর্মের মধ্যে সীমাবদ্ধ এবং ভারতীয় দর্শনে জগৎ সম্বন্ধে কোন আলোচনা নেই।
৪. ভারতীয় দর্শন নীতিবিমুখতার দর্শন : কোন কোন পাশ্চাত্য দার্শনিকদের মতে, ভারতীয় দর্শন নীতিবিমুখতার দর্শন। কারণ ভারতীয় দার্শনিকগণ নৈতিক কর্মসম্পাদনের উপর গুরুত্বারোপ করেন নি। তারা অভিযোগ করেন ভারতীয় দর্শন মুক্তি দর্শন বলে তার প্রভাবে ভারতীয় নৈতিক কর্মে উদাসীন ছিলেন।
৫. ভারতীয় দর্শন গতিহীন বা নিশ্চল : ভারতীয় দর্শনের বিরুদ্ধে অন্যতম অভিযোগ হলো ভারতীয় দর্শন গতিহীন বা নিশ্চল। অভিযোগকারীরা বলেছেন, ভারতীয় দার্শনিকরা অতীত ও প্রাচীনের প্রতি বেশি শ্রদ্ধাশীল।
উপসংহার : পরিশেষে বলা যায় যে, ভারতীয় দার্শনিকরা শুধু জ্ঞানের পিপাসা নিবারণের জন্য দর্শন চর্চা করেন নি, বরং মানুষের ব্যবহারিক জীবনের চাহিদা পূরণ, আত্মার মুক্তি, মানবকল্যাণ সাধন ছিল তাদের উদ্দেশ্য। আর এ কারণেই ভারতীয় দর্শন তার নিজস্ব চরিত্রে উজ্জ্বল হয়ে আছে।