অথবা, ভারত স্বাধীনতা আইনে লর্ড মাউন্ট ব্যাটেনের পরিকল্পনা আলোচনা কর।
অথবা, ৩রা জুন পরিকল্পনা কী?
অথবা, মাউন্ট ব্যাটেন পরিকল্পনা কী?
উত্তর৷ ভূমিকা : ব্রিটিশ সরকারের ক্ষমতা হস্তান্তর পরিকল্পনার মধ্যে সর্বশেষ পরিকল্পনা হলো লর্ড মাউন্ট ব্যাটেনের পরিকল্পনা যার সুদূরপ্রসারী ফল হলো ভারত ও পাকিস্তান রাষ্ট্রের সৃষ্টি। মন্ত্রিপরিষদ পরিকল্পনার পর ভারতে সাম্প্রদায়িক দাঙ্গা চরম মাত্রায় পৌঁছায়। এ পর্যায়ে ১৯৪৭ সালে ব্রিটিশ প্রধানমন্ত্রী এটলি ২০ ফেব্রুয়ারি ভারতের ক্ষমতা হস্তান্তরের ঘোষণা প্রদান করে এবং লর্ড ওয়াভেলের স্থলে লর্ড মাউন্ট ব্যাটেনকে নতুন গভর্নর জেনারেল নিয়োগ করেন। লর্ড মাউন্ট ব্যাটেন কংগ্রেস ও মুসলিম লীগ এর সাথে আলোচনায় বসে ব্যর্থ হয়ে ঘোষণা করেন যে “ভারত বিভাগ ছাড়া দেশে শান্তি প্রতিষ্ঠার কোন উপায় নেই।” এ পরিপ্রেক্ষিতে ১৯৪৭ সালে ৩ জুন তিনি একটি পরিকল্পনা প্রকাশ করেন যা ৩ জুন পরিকল্পনা বা লর্ড মাউন্ট ব্যাটেন পরিকল্পনা নামে পরিচিত।
১৯৪৭ সালের ৩ জুন পরিকল্পনা বা মাউন্ট ব্যাটেন পরিকল্পনার বৈশিষ্ট্য :
১. ১৯৪৭ সালের ১৫ আগস্ট স্বাধীন হলে ভারত ও পাকিস্তান নামে দুটি রাষ্ট্র গঠিত হবে।
২. বাংলা ও পাঞ্জাব জেলাগুলো ধর্মের ভিত্তিতে বিভক্ত হবে।
৩. উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশ, বেলুচিস্তান, আসামের সিলেট জেলা পাকিস্তানের সাথে যোগ হবে কি না তা গণভোটের মাধ্যমে নির্ধারিত হবে।
৪. সংবিধান প্রণয়নের কাজ করবে দেশের নির্বাচিত প্রতিনিধিগণ ।
৫. ভারত ও পাকিস্তান কমনওয়েলথভুক্ত হবে কি না তা উভয় দেশের গণপরিষদ সিদ্ধান্ত গ্রহণ করবে।
৬. ভারতকে ডোমিনিয়ন এর মর্যাদা প্রদান এর জন্য ব্রিটিশ পার্লামেন্টে একটি সুনির্দিষ্ট আইন প্রণয়ন করা হবে।
৭. ভারত ও পাকিস্তানের সীমানা নির্ধারণের জন্য একটি আইন কমিশন গঠিত হবে।
৮. বাংলা ও পাঞ্জাব যদি বিভক্ত হয় তবে নতুন করে এসব প্রদেশের সীমানা নির্ধারণের জন্য একটি ‘সীমানা কমিশন’ গঠন করা হবে।
৯. ৩ জুনের পরিকল্পনা বাস্তবায়ন ও দ্রুত ক্ষমতা হস্তান্তরের জন্য ঐ বছরই ব্রিটিশ পার্লামেন্টে আইন পাস হবে। ১৯৪৭ সালের ৩ জুন পরিকল্পনার মাধ্যমে ১৯৪৭ সালে ১৮ জুলাই ভারত স্বাধীনতা আইন পাস হয় এবং ভারত ও পাকিস্তান নামে দুটি রাষ্ট্রের জন্ম হয়।
উপসংহার : পরিশেষে বলা যায় যে, ব্যাটেলের এ পরিকল্পনা ছিল সুদূরপ্রসারী। মুসলিম লীগ এবং কংগ্রেস বিভিন্ন শর্তে তার এ পরিকল্পনা গ্রহণ করেন। এ পরিকল্পনা পাস হওয়ায় দীর্ঘ ১৯০ বছরের ব্রিটিশ শাসনের অবসান হয় এবং পূর্ব বাংলাকে পাকিস্তানের অন্তর্ভুক্ত করে একটা স্বাধীন রাষ্ট্র করা হয়।

ডিগ্রী অনার্স মাস্টার্স পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে পেতে Whatsapp এ ম্যাসেজ করুন। Whatsapp 01979786079