• March 28, 2023

বিশ্ব নারী সম্মেলনগুলো সালসহ উল্লেখ কর।

অথবা, কোনো সালে কোথায় বিশ্ব নারী সম্মেলনগুলো অনুষ্ঠিত হয়?
অথবা, বিশ্ব নারী সম্মেলনগুলোর বর্ণনা দাও।
অথবা, বিশ্ব নারী সম্মেলনসমূহের বিবরণ দাও।
অথবা, বিশ্ব নারী সম্মেলনগুলো সম্পর্কে
আলোচনা কর।
উত্তর৷ ভূমিকা :
বিশ্বে নারীর অধিকার ও তাদের মানবিক মর্যাদা রক্ষা করার জন্য ‘বিশ্ব নারী সম্মেলন’ অনুষ্ঠিত হয়। আর এ বিশ্ব নারী সম্মেলনের আয়োজক হচ্ছে জাতিসংঘ। জাতিসংঘ এ পর্যন্ত ৫টি বিশ্ব নারী সম্মেলনের আয়োজন করে। নিম্নে নারী সম্মেলনগুলো সালসহ উল্লেখ করা হলো :
ক. প্রথম বিশ্ব নারী সম্মেলন-১৯৭৫: ১৯৭৫ সালে মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে জাতিসংঘের তত্ত্বাবধানে প্রথম বিশ্ব নারী সম্মেলন অনুষ্ঠিত হয়। মেক্সিকোতে অনুষ্ঠিত এ সম্মেলন ‘সমতা, উন্নয়ন ও শান্তি’- এ স্লোগান ঘোষিত হয়। এ সম্মেলনে নারী উন্নয়নের লক্ষ্যে একটি বিশ্ব কর্মপরিকল্পনা (The World Plan Action) গৃহীত হয়। মেক্সিকো সিটি ঘোষণার প্রারম্ভে স্বীকার করা হয় যে, বিশ্বব্যাপী নারীরা নির্যাতিত। এ নির্যাতনকে অসমতা এবং অনুন্নয়নের সমস্যার সাথে সম্পর্কিত করে এবং নারীদেরকে যেকোনো ধরনের সহিংসতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানায়।
খ. দ্বিতীয় বিশ্ব নারী সম্মেলন-১৯৮০ : ১৯৮০ সালের ১৪ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে দ্বিতীয় বিশ্ব নারী সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সম্মেলনে প্রথম বিশ্ব নারী সম্মেলনে গৃহীত বিশ্ব
কর্মপরিকল্পনার অগ্রগতি পর্যালোচনা ও মূল্যায়ন করা হয়। এ সম্মেলন নারী দশকের (১৯৭৬-৮৫) দ্বিতীয়ার্ধের জন্য সমতা, উন্নয়ন ও শান্তি শীর্ষক কর্মপরিকল্পনা গৃহীত হয়। ১৯৮০ সালে অনুষ্ঠিত দ্বিতীয় বিশ্ব নারী সম্মেলন ‘কোপেনহেগেন সম্মেলন’ নামেও অভিহিত। কোপেনহেগেন সম্মেলনের উপ-বিষয় ছিল স্বাস্থ্য, শিক্ষা এবং কর্মসংস্থান।
গ. তৃতীয় বিশ্ব নারী সম্মেলন-১৯৮৫ : ১৯৮৫ সালের ৫ জুলাই থেকে ২৬ জুলাই পর্যন্ত কেনিয়ার রাজধানী নাইরোবিতে তৃতীয় বিশ্বনারী সম্মেলন অনুষ্ঠিত হয়। জাতিসংঘ নারী দশকের (১৯৭৫-১৯৮৫) সমাপ্তি পর্যায়ে অনুষ্ঠিত হওয়ার জন্য এ সম্মেলন অত্যধিক গুরুত্বপূর্ণ। এ সম্মেলনে নারী দশকের ঘোষিত তিনটি মূল বিষয় ‘সমতা, উন্নয়ন এবং শান্তি’ কতটুকু অর্জিত হয়েছে, সে বিষয়ের পর্যালোচনা ও মূল্যায়ন করা হয়। এ সম্মেলন আবার ‘নাইরোবি সম্মেলন’ নামেও সুপরিচিত। এতে লিঙ্গীয় সমতা, নারীর ক্ষমতা, মজুরিবিহীন কাজের স্বীকৃতি, মজুরিযুক্ত কাজের অগ্রগতি, নারীর জন্য স্বাস্থ্যসেবা ও পরিবার পরিকল্পনা, উন্নত শিক্ষার সুযোগ এবং শান্তি প্রতিষ্ঠার দাবি জানানো হয়।
ঘ. চতুর্থ বিশ্ব নারী সম্মেলন-১৯৯৫ : ১৯৯৫ সালের ৪ থেকে ১৫ সেপ্টেম্বর জাতিসংঘের প্রচেষ্টায় চীনের রাজধানী বেইজিং এ চতুর্থ বিশ্ব নারী সম্মেলন অনুষ্ঠিত হয়। বিংশ শতকের শেষ প্রান্তের এ বিশ্ব নারী সম্মেলনে অংশগ্রহণ করেছিল মোট ১৯০টি দেশের সর্বমোট ৩৫ হাজার নারী ও পুরুষ প্রতিনিধি। নারীসমাজের অগ্রগতির জন্য সমতা, উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ঐতিহাসিক এ সম্মেলনে গৃহীত হয় বেইজিং ঘোষণা।
উপসংহার : পরিশেষে বলা যায়, নারী সম্মেলন আয়োজন করার মূল কারণ হচ্ছে নারী অধিকার সম্পর্কে সচেতনতা সৃষ্টি ও সর্বক্ষেত্রে নারীর প্রতি সকল প্রকার বৈষম্য বিলোপ করার জন্য নিরবচ্ছিন্ন সংগ্রাম চালিয়ে যাওয়া বৈষম্যর সম্মেলনসমূহ বিশ্বে নারী অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের ইতিহাসে এক মাইলফলক হিসেবে চিহ্নিত।

https://topsuggestionbd.com/%e0%a6%9a%e0%a6%a4%e0%a7%81%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a5-%e0%a6%85%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0%e0%a7%80-%e0%a6%93-%e0%a6%89%e0%a6%a8%e0%a7%8d/
পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!