General Knowledge

বিশ্বব্যবস্থা তত্ত্ব কী?

অথবা,ব্যবস্থা তত্ত্ব সংজ্ঞা দাও।
অথবা, ব্যবস্থা তত্ত্ব বলতে কী বুঝায়?
উত্তর ভূমিকা :
ব্যবস্থা তত্ত্বের উদ্ভব বহু পূর্বে ঘটলেও দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এর ব্যাপক ব্যবহার লক্ষ্য করা যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সমাজ ও রাজনীতি বিশ্লেষণে এ তত্ত্ব ছিল উপযোগী। বর্তমান সময়েও সমাজ ও রাজনীতি বিশ্লেষণে এ তত্ত্বের ব্যবহার লক্ষ্য করা যায়। ১৯৫৩ সালে প্রকাশিত ‘The Political System’ গ্রন্থে ইস্টর্ন এ তত্ত্ব
প্রয়োগ করেন। সামগ্রিক রাজনৈতিক বিশ্লেষণকে সামনে রেখে এ তত্ত্বের উদ্ভব ঘটানো হয়। তাই এ তত্ত্ব সমাজ ও রাজনীতি বিশ্লেষণে সফলতার দাবিদার।
ব্যবস্থা তত্ত্ব (System theory) : সাধারণত যে তত্ত্বের মাধ্যমে কোন একটি বিষয়কে সামাজিকভাবে পর্যালোচনা করা যায় তাকে ব্যবস্থা তত্ত্ব বলে। ব্যবস্থা তত্ত্ব একটি সমন্বিত তত্ত্ব। যেখানে অনেকগুলো একক একত্রে কাজ করে। এর এককসমূহ পরস্পর সংযুক্ত এবং একে অপরের সহযোগী। ব্যবস্থা তত্ত্বে কোন এককের পরিবর্তনের সাথে অপরাপর এককের পরিবর্তনকে নির্দেশ করা হয়।
প্রামাণ্য সংজ্ঞা : বিভিন্ন সমাজবিজ্ঞানী, অর্থনীতিবিদ, ব্যবস্থা তত্ত্ব সম্পর্কে বিভিন্ন সংজ্ঞা প্রদান করেছেন। নিম্নে তাঁদের প্রদত্ত কয়েকটি সংজ্ঞা উল্লেখ করা হলো :
জেমস কোলম্যান ( James Coleman) এ প্রসঙ্গে বলেছেন, “A system implies a set of ordered relationship having stable boudaries and a certain persistence over time.” SVR মরটন কাপলান (Marton Cuplan) এ প্রসঙ্গে বলেছেন, “A set of interrelated variables, as distinguished from the environment of the set.”
আনাতোল র‍্যাপোপার্ট বলেছেন, “A whole which functions as a whole by virtue of the independence of its parts is called a system.”
লাডউইপ বার্টালানফি (Luduip Bertalanffy) বলেছেন, “A set of elements standing interaction.” অ্যালমন্ড ও পাওয়েল (Almond ও Powell) বলেছেন, “ব্যবস্থা হচ্ছে বিভিন্ন অংশগুলোর পারস্পরিক নির্ভরশীলতা এবং ব্যবস্থার সাথে এর পরিবেশের মধ্যে কোন না কোন ধরনের সীমাবদ্ধতা।”
উপসংহার : উপর্যুক্ত সংজ্ঞার আলোকে বলা যায়, ব্যবস্থা তত্ত্ব কতিপয় এককের সমাহার। এখানে প্রতিটি এককের মধ্যে এক ধরনের নির্ভরশীলতার চিত্র ফুটে উঠে। এসব এককের মধ্যে মিথস্ক্রিয়ার প্রভাব প্রবল ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!