General Knowledge

বিয়ের বয়স নির্ধারণকারী নিয়ামকগুলো লিখ।

বিয়ের বয়স নির্ধারণকারী নিয়ামকগুলো লিখ।
অথবা, বিয়ের বয়স নির্ধারণকারী উপাদানগুলো লিখ।
অথবা, বিয়ের বয়স নির্ধারণকারী উপাদানগুলো কী কী?
অথবা, বিয়ের বয়স নির্ধারণকারী নিয়ামকগুলো কী কী?
উত্তর৷ ভূমিকা : বিবাহ হচ্ছে আইনসম্মত সামাজিক বন্ধন বা চুক্তিবিশেষ। এটি একটি সামাজিক প্রতিষ্ঠান হিসেবে বিশ্বে পরিচিত। মানুষের বৈবাহিক মর্যাদা বলতে অবিবাহিত, বিবাহিত, বিধবা ও তালাকপ্রাপ্তদের অনুপাতকে
বুঝায়। মানুষের বৈবাহিক মর্যাদা স্থিতিশীল নয়। তা সময় ও অবস্থাভেদে পরিবর্তন হয়। তাই বিশ্বে বৈবাহিক অবস্থার মাত্রায় ভিন্নতা লক্ষ্য করা যায়।
বিয়ের বয়স নির্ধারণকারী নিয়ামক : বিয়ের বয়স নির্ধারণকারী বিভিন্ন নিয়ামক বা উপাদান রয়েছে। নিম্নে বিয়ের বয়স নির্ধারণকারী নিয়ামক বা উপাদানসমূহ আলোচনা করা হলো :
১. অর্থনৈতিক অবস্থা : অর্থনৈতিক অবস্থা একটি গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয়। সাধারণত দেখা যায়, ধনীরা তাদের ছেলেমেয়েদের দেরিতে বিয়ে দিতে চান এবং বিয়ের আগে পিতামাতা তাদের সন্তানদের জীবনে পূর্ণমাত্রা প্রতিষ্ঠা করতে ইচ্ছুক।
২. সামাজিক অবস্থা : সামাজিক অবস্থা দ্বিতীয় বিবেচ্য বিষয়। কোনো কোনো সমাজে মেয়েকে দ্রুত বিয়ে দেয়া হয়। আবার কোনো কোনো সমাজে মেয়ে সঠিকভাবে শিক্ষিত না হওয়া পর্যন্ত অপেক্ষা করে।
৩. চাকরি স্তর : চাকরি স্তর একটি বিবেচ্য বিষয়। গ্রামীণ এলাকায় প্রায় সবাই কৃষি ভূমিতে সকাল-সন্ধ্যা কাজ করেন সেক্ষেত্রে ছেলে-মেয়েদের বিয়ে দিয়ে দেন অতি দ্রুত। পক্ষান্তরে, শহর/নগর এলাকাগুলোতে ছেলেমেয়েরা ভালোভাবে কাজে নিযুক্ত হয়েছে দেখাটাই অভিভাবকের কাছে সবচেয়ে বেশি আকাঙ্ক্ষিত। অনেকক্ষেত্রে কেবলমাত্র
ভালভাবে কাজে নিযুক্ত ছেলে-মেয়ে না পাওয়ায় বিয়ে দিতে দেরি হয়।
৪. পরিবেশ : অনেক সময় পরিবেশ বিয়ের বয়স প্রভাবিত করে। যেসব ক্ষেত্রে পরিবেশ এমন যে, ছেলে বা মেয়ে নষ্টও ধ্বংস হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি, এরূপ ক্ষেত্রে অভিভাবকরা ছেলে ও মেয়েদের বিয়ে দিতে ব্যস্ত হয়ে উঠেন ।
উপসংহার : পরিশেষে বলা যায়, বিবাহ হচ্ছে সারাজীবনব্যাপী প্রক্রিয়া। এখানে বয়স একটি গুরুত্বপূর্ণ বিষয়। ছেলে বা মেয়ে ভেদে তাদের বয়স নির্ধারণকারী বিভিন্ন উপাদান রয়েছে যেগুলো পরবর্তীতে তাদের উপর প্রভাব বিস্তার করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!