General Knowledge

বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে ছয়দফার গুরুত্ব সংক্ষেপে বর্ণনা কর।

অথবা, বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে ছয়দফার প্রভাব মূল্যায়ন কর।
অথবা, ছয়দফা দাবির মধ্যে কি বাংলাদেশের স্বাধীনতার বীজ নিহিত ছিল?
উত্তর৷ ভূমিকা :
পাকিস্তান রাষ্ট্র সৃষ্টির পর ধীরে ধীরে পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যকার বৈষম্য বাড়তে থাকে । এক পর্যায়ে অবস্থা এমন হয় যে পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তানের উপনিবেশে পরিণত হয়। বাঙালির অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমান এ শোষণ বৈষম্য থেকে মুক্তি পেতে ১৯৬৬ সালের ৫-৬ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে ছয়দফা দাবি উত্থাপন করেন।
বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে ছয়দফার গুরুত্ব : নিচে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে ছয়দফার গুরুত্ব আলোচনা করা হলো :
১. স্বাধিকার আন্দোলন : যেসব শর্তের উপর ভিত্তি করে পাকিস্তান রাষ্ট্রের সৃষ্টি হয়েছিল সেগুলোর একটিও বাস্তবায়নের কোন লক্ষণ পাকিস্তানি শাসকগোষ্ঠীর মধ্যে দেখা যাচ্ছিল না। এসব শর্তাবলি সঠিকভাবে বাস্তবায়ন না হওয়ায় বাঙালিরা ছয়দফার উপর ভিত্তি করে স্বাধিকারের জন্য ঝাঁপিয়ে পড়ে।
২. বাঙালির স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ : তৎকালীন সরকারের নিষেধাজ্ঞা ও ১৪৪ ধারা উপেক্ষা করে বাংলার জনগণ স্বতঃস্ফূর্তভাবে ছয়দফার পক্ষে আন্দোলন সংগ্রাম শুরু করে। ইতঃপূর্বে কোন আন্দোলনে, বাংলার জনগণ এত স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেনি।
৩. ঊনসত্তরের গণঅভ্যুত্থানে ভূমিকা পালন : ছয়দফা কর্মসূচি ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানে এক বিশেষ ভূমিকা পালন করে। বাঙালিরা স্বাধিকার আন্দোলনের এ দাবির উপরে ভিত্তি করেই ঊনসত্তরের গণআন্দোলনে ঝাঁপিয়ে পড়ে।
৪. ১৯৭০ সালের নির্বাচন : ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ ছয়দফাকে তাদের নির্বাচনী মেনিফেস্টো হিসেবে ঘোষণা করে। আর জনগণ এটাকে তাদের বাঁচার দাবি হিসেবে গ্রহণ করে নির্বাচনে আওয়ামী লীগকে নিরঙ্কুশভাবে বিজয়ী করে।
৫. জাতীয়তাবাদের চরম বিকাশ : ছয়দফা কর্মসূচির মূলসূত্র ধরেই বাংলার জনগণ তাদের জাতীয়তাবাদের চরম বিকাশ ঘটায় এবং স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠায় ১৯৭১ সালে এক রক্তক্ষয়ী সংগ্রামে অবতীর্ণ হয়। এ সংগ্রামের মাধ্যমে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা লাভ করে।
উপসংহার : উপর্যুক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে, ইংল্যান্ডের ইতিহাসে ম্যাগনাকার্টা যেমন উজ্জ্বল বাংলাদেশের স্বাধিকার আন্দোলনের ইতিহাসে ছয়দফা তেমনি উজ্জ্বল। কেননা ছয়দফাভিত্তিক আন্দোলনের মাধ্যমেই বাঙালি স্বাধিকার আন্দোলনে অংশগ্রহণ করে এবং ১৯৭১ সালে মহান স্বাধীনতা অর্জন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!