বরেন্দ্র জনপদ সম্পর্কে লিখ।
অথবা, বরেন্দ্র জনপদ সম্পর্কে টীকা লিখ।
উত্তর৷ ভূমিকা : প্রাচীন বাংলায় জনপদগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। বর্তমানে বাংলাদেশ বলতে আমরা যে ভূখণ্ডকে বুঝি, প্রাচীন যুগে এসব অঞ্চলের কোনো বিশেষ নাম ছিল না। তখন ভিন্ন ভিন্ন অঞ্চল ভিন্ন ভিন্ন নামে ও খণ্ডে বিভক্ত ছিল। এগুলোর মধ্যে বরেন্দ্র বা বরেন্দ্রী ছিল একটি গুরুত্বপূর্ণ জনপদ।
বরেন্দ্র জনপদের নামকরণ ও অবস্থান : বরেন্দ্র, বরেন্দ্রী বা বরেন্দ্র ভূমি ছিল প্রাচীন বাংলার তথা বর্তমান উত্তর বঙ্গের একটি প্রসিদ্ধ জনপদ। ধারণা করা হয় যে, পুণ্ড্রেরই একটা অংশ জুড়ে বরেন্দ্র জনপদ গড়ে উঠে। “ত্রিকান্তশেষ’ অভিধানে বরেন্দ্রী ও পুণ্ড্রকে অভিন্ন বলা হয়েছে। তাই বলা যায়, বরেন্দ্র পুণ্ড্রনগরের অন্তর্ভুক্ত ছিল। তবে সেন রাজাদের লিপিগুলো থেকে অনুমান করা যায় যে, বর্তমান বগুড়া, দিনাজপুর জেলা ও পাবনার কিছু অংশ প্রাচীন বরেন্দ্রীর অন্তর্ভুক্ত ছিল।
বরেন্দ্র বা বরেন্দ্রী : বরেন্দ্রী বা বরেন্দ্র মণ্ডল পুণ্ড্রবর্ধন জনপদের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ এলাকা। জনপদের প্রধান শহর মৌর্য ও গুপ্ত আমলে প্রাদেশিক শাসনকর্তার কেন্দ্র পুণ্ড্রবর্ধনপুরের অবস্থান ছিল এ বরেন্দ্রী এলাকায়। এ এলাকার অবস্থান সম্পর্কে বলতে গিয়ে সন্ধ্যাকর নন্দীর ‘রামচরিত’ গ্রন্থে বলা হয়েছে গঙ্গা আর করতোয়ার মধ্যে যে ভূখণ্ড বরেন্দ্রী ছিল তারই নাম। ‘তবকাত-ই-নাসিরি’ নামক গ্রন্থে এটি গঙ্গা নদীর পূর্ব ভাগে অবস্থিত লক্ষণাবতী রাজ্যের অংশ বলে বর্ণিত হয়েছে।
উপসংহার : পরিশেষে বলা যায় যে, প্রাচীন বাংলার জনপদগুলোর মধ্যে বরেন্দ্র ছিল খুবই সমৃদ্ধিশালী জনপদ। প্রাচীন কাল থেকে এ জনপদ ছিল ধনসম্পদে পরিপূর্ণ। বর্তমানে বৃহত্তম রাজশাহী অঞ্চল এ জনপদের অন্তর্ভুক্ত ছিল।