General Knowledge

বঙ্গভঙ্গের প্রেক্ষাপট কী ছিল?

অথবা, বঙ্গভঙ্গের পটভূমি উল্লেখ কর।
অথবা, বঙ্গভঙ্গ কী?
অথবা, বঙ্গভঙ্গ বলতে কী বুঝ?
অথবা, বঙ্গভঙ্গ সম্পর্কে একটি টীকা লিখ।
উত্তর৷ ভূমিকা :
১৮৫৭ সালের সিপাহিবিদ্রোহের পর ভারত শাসনের দায়িত্ব মহারানি নিজ হাতে গ্রহণ করেন। ফলে ক্রমান্বয়ে রানির রাজপ্রতিনিধি হিসেবে লর্ড এলগিনের পর লর্ড কার্জন ভাইসরয় নিযুক্ত হন। লর্ড কার্জনের সময় বিশাল আয়তন বিশিষ্ট বাংলা প্রেসিডেন্সি একজন ছোটলাটের দ্বারা শাসন করা ছিল কষ্টকর ব্যাপার। তাই প্রশাসনিক সুবিধার অজুহাত দেখিয়ে লর্ড কার্জন বাংলা প্রেসিডেন্সি বিভক্ত করেন। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও আসামকে নিয়ে পূর্ব বাংলা ও আসাম নামে একটি প্রদেশের সৃষ্টি করা হয়; যার রাজধানী করা হয় ঢাকা। অন্যদিকে, পশ্চিমবঙ্গ, বিহার ও উড়িষ্যাকে নিয়ে গঠিত হয় বাংলা প্রদেশ; যার রাজধানী করা হয় কলকাতা। আর এটাই ইতিহাসে বঙ্গভঙ্গ নামে পরিচিত। বিভিন্ন কারণে যেমন বঙ্গভঙ্গ কার্যকর হয় আবার বিভিন্ন কারণে তা রদ করা হয়। আর এর ফলাফলও ছিল সুদূরপ্রসারী।
বঙ্গভঙ্গ : বঙ্গভঙ্গের পূর্বে বাংলা ছিল সর্ববৃহৎ প্রদেশ। এর শাসনভার ন্যস্ত ছিল একজন গভর্নর বা ছোটলাটের উপর। স্যার উইলিয়াম গ্রে ১৮৬৭ সালে এবং স্যার জন ক্যাম্পবেল ১৮৭২ সালে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট অভিযোগ করে যে, বাংলার মতো বিশাল প্রদেশের শাসন পরিচালনা করা একজন গভর্নরের পক্ষে সম্ভব নয়। ফলে প্রশাসকদের মধ্যে দীর্ঘদিন যাবৎ বাংলাকে বিভক্ত করার আলাপ আলোচনা চলছিল। পরবর্তীতে লর্ড কার্জন এনড্রো ফ্রেজারের পরিকল্পনা ও তার পূর্ববঙ্গ অঞ্চল সফরের বাস্তব অভিজ্ঞতার প্রেক্ষিতে ১৯০৫ সালের ১৬ অক্টোবর বঙ্গভঙ্গ সম্পন্ন করেন। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, ত্রিপুরা ও আসামকে নিয়ে পূর্ববঙ্গ ও আসাম
নামে একটি প্রদেশ গঠন করা হয় এবং ঢাকাকে তার রাজধানী করা হয়। অন্যদিকে পশ্চিম বাংলা, বিহার ও উড়িষ্যা নিয়ে গঠিত হয় পশ্চিম বাংলা প্রদেশ। যার রাজধানী হয় কলকাতা। এটাই ইতিহাসে বঙ্গভঙ্গ নামে পরিচিত।
উপসংহার : পরিশেষে বলা যায় যে, ব্রিটিশ ভারতের শাসনতান্ত্রিক ইতিহাসে বঙ্গভঙ্গ ছিল এক একটি গুরুত্বপূর্ণ ঘটনা। বঙ্গভঙ্গ ছিল মুসলমানদের জন্য আশীর্বাদস্বরূপ। তবে ব্রিটিশ সরকার রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য প্রশাসনিক সুবিধার্থে ১৯০৫ সালে বঙ্গভঙ্গ কার্যকর করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!