• June 1, 2023

ফোকাল পয়েন্ট কী?

অথবা, ফোকাল পয়েন্ট বলতে কী বুঝ?
অথবা, ফোকাল পয়েন্ট কাকে বলে?
অথবা, ফোকাল পয়েন্টের কার্য পরিধি উল্লেখ কর।
অথবা, ফোকাল পয়েন্টের কার্য পরিধি লিখ।
উত্তর৷ ভূমিকা :
বাংলাদেশে ১৯৯০ সালে বিভিন্ন সরকারি সংস্থা ও মন্ত্রণালয়ে উইড ফোকাল পয়েন্ট প্রতিষ্ঠিত হয়। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের “নীতি প্রণয়ন ও পরামর্শ দান” কর্মসূচির আওতায় এ পয়েন্ট গঠিত হয়েছে। ১৯৯৬ সালে বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি সংস্থার মোট ৩২ টি ফোকাল পয়েন্ট গঠিত হয়। উইড (WID) অর্থ হলো Women in Development বা উন্নয়ন কর্মসূচিতে নারীদের সম্পৃক্ততা সৃষ্টি করা।
উইড ফোকাল পয়েন্ট এর কার্য পরিধি : এর কার্যপরিধি নিম্নরূপ :
ক. সেক্টোরাল পরিকল্পনা প্রণয়নে সাহায্য করা।
খ. উইড সংশ্লিষ্ট প্রকল্পের অগ্রাধিকার তালিকা তৈরি করা।
গ. চলমান প্রকল্পগুলোতে জেন্ডার সম্পর্কিত বিষয় অন্তর্ভুক্ত করার জন্য প্রস্তাব পেশ করা।
ঘ. উইড কার্যক্রমের পরিবীক্ষণ ও মূল্যায়ন করা।
ঙ. উইড কার্যক্রমের লক্ষ্যমাত্রা অর্জনের জন্য বিভিন্ন সেক্টরের মধ্যে যোগাযোগ, সমন্বয় ও সহযোগিতা করা।
চ. উইড কার্যক্রমের উপর প্রতিবেদন প্রণয়ন করা।
উপসংহার : পরিশেষে বলা যায় যে, উইড ফোকাল পয়েন্ট গঠন উন্নয়নে নারীদের সম্পৃক্ততা বৃদ্ধি করতে ও নারী উন্নয়নে ভূমিকা রাখতে খুবই সময়োপযোগী একটি পদক্ষেপ। যদিও WID Focal Points এর কার্যপরিধি ক্রমেই বিস্তৃত ও সংশোধিত হচ্ছে তবুও যেসব উদ্দেশ্যে বাস্তবায়নের লক্ষ্যে কার্যক্রম চলছে সেগুলো নারী উন্নয়নে যথেষ্ট ইতিবাচক ভূমিকা রাখছে।

https://topsuggestionbd.com/%e0%a6%9a%e0%a6%a4%e0%a7%81%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a5-%e0%a6%85%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0%e0%a7%80-%e0%a6%93-%e0%a6%89%e0%a6%a8%e0%a7%8d/
হ্যান্ডনোট থেকে সংগ্রহীত
পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!