“বিশাল বিশ্বের আয়োজন, মন মোর জুড়ে থাকে অতি ক্ষুদ্র তারি এক কোণ।”—ব্যাখ্যা কর।

অথবা, বিশ্ব সম্পর্কে কবির ধারণা কী?
উত্তর :
আলোচ্য অংশটুকু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ‘জন্মদিনে’ কাব্যগ্রন্থের অন্তর্গত ‘ঐকতান’ শীর্ষক কবিতা থেকে নেয়া হয়েছে। জীব ও জড়-বৈচিত্র্যের বিশাল সম্ভার নিয়ে এই বিশাল বিশ্বজগৎ। কিন্তু কবির মন জুড়ে রয়েছে তারই ছোট একটি কোণ । কবি এদেশের সাধারণ মানুষের উপযোগী লৌকিক সাহিত্য প্রসারের জন্য নবীন কবিদের আহ্বান জানিয়েছেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর পার্থিব জীবনে সাহিত্যের বিচিত্র শাখায় প্রবেশ করেছেন। কিন্তু জীবন সায়াহ্নে এসে অনুভব করেছেন যে তাঁর সাহিত্য বিশ্বায়ত হতে পারেনি। বিশ্বে যত জানার বস্তু আছে তা সারা জীবনেও কোন মানুষের পক্ষে জানা সম্ভবপর নয়। কারণ একজন মানুষ কতটুকুই বা জানতে পারে। এ বিশ্বে কত নগর রাজধানী মনুষ্য সৃষ্টি কীর্তি ও ভাষাভাষীর মানুষ রয়েছে তা আমাদের অদেখাই থেকে যায়। তাছাড়া কত নদী, কত সিন্ধু, কত মরু, কত না জানা জীব, অপরিচিত তরু আমাদের অগোচরে রয়ে যায়। বিশাল বিশ্বের আয়োজনে আমাদের মন কতটুকুই বা আয়ত্ত করতে পারে। কবি নিজেই স্বীকারোক্তি করেছেন এ বিশাল বিশ্বের আয়োজনের মধ্যে মনটা ক্ষুদ্র এক কোণে পড়ে থাকে। অর্থাৎ কবি নিজেই বলেছেন বিশাল এ ভাণ্ডারের জগতে তিনি সামান্য একটা নুড়ি গ্রহণ করেছেন মাত্র। বিশ্বায়ত এ পৃথিবী সম্পর্কে সম্যকজ্ঞান লাভ করা সম্ভব নয়। কবি অকপটে স্বীকার করেছেন জ্ঞান সাগরে একটি নড়ি তিনি গ্রহণ করেছেন মাত্র।

https://topsuggestionbd.com/%e0%a6%90%e0%a6%95%e0%a6%a4%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%95%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%b0%e0%a6%ac%e0%a7%80%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a8%e0%a6%be%e0%a6%a5-2/