Download Our App


ডিগ্রী অনার্স মাস্টার্স পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে পেতে Whatsapp এ ম্যাসেজ করুন। Whatsapp 01979786079

ডিগ্রী অনার্স বই App এ পেতে Whatsapp এ nock করে User ID নিয়ে Login করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।

প্রশ্নের উত্তর

প্রথম বিশ্ব নারী সম্মেলন (মেক্সিকো সিটি ১৯৭৫)-এর কর্ম পরিকল্পনাগুলো লিখ।

অথবা, প্রথম বিশ্বনারী সম্মেলন (মেক্সিকো সিটি—১৯৭৫) এর সংক্ষেপে বর্ণনা কর।
অথবা, প্রথম বিশ্ব নারী সম্মেলনের কর্ম পরিকল্পনাগুলো তুলে ধর।
অথবা, প্রথম বিশ্ব নারী সম্মেলনের কর্মপরিকল্পনা সংক্ষেপে আলোচনা কর।
অথবা, ১৯৭৫ সালের বিশ্ব নারী সম্মেলনের কর্মপরিকল্পনা সম্পর্কে লিখ।
উত্তর ভূমিকা :
আজ বিশ্বের সমাজতান্ত্রিক, গণতান্ত্রিক ও প্রগতিশীল রাষ্ট্রসমূহ নারীদের অধিকার ও তাদের মানবিক মর্যাদা রক্ষার্থে সর্বোপরি সকল ক্ষেত্রে নারীর প্রতি বৈষম্য দূর করার লক্ষ্যে নিরবচ্ছিন্ন সংগ্রাম চালিয়ে যাচ্ছে। শুধু তাই নয় বিশ্বের অন্যতম আন্তর্জাতিক সংগঠন জাতিসংঘ ১৯৪৫ সালে নারী-পুরুষের মাঝে সমতার লক্ষ্যে জাতিসংঘ সনদ গ্রহণ থেকে শুরু করে অদ্যাবধি নিরলস কাজ করে যাচ্ছে।
মেক্সিকো>সিটি প্রথম নারী সম্মেলন ১৯৭৫ : মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে প্রথম বিশ্ব নারী সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সম্মেলনে পরবর্তী পাঁচ বছরের লক্ষ্য অর্জনে কিছু বিশ্ব কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। এগুলো নিম্নরূপ :
১. নারীদের সাক্ষরতা ও শিক্ষা বৃদ্ধির উপর বিশেষ গুরুত্ব আরোপ।
২. সুযোগের সমপ্রবেশকাম্যতা।
৩. চাকরির সুযোগ বৃদ্ধি।
৪. সকল ধরনের বৈষম্য বিলোপ ।
৫. নীতিনির্ধারণী অবস্থানে বেশিসংখ্যক নারীর অংশগ্রহণ উৎসাহিত ও নিশ্চিত করা।
৬. নারীর জন্য জনকল্যাণমূলক নীতির উপর বেশি গুরুত্ব দান।
৭. নাগরিক, সামাজিক এবং রাজনৈতিক অধিকারের সমতা নিশ্চিত করা।
৮. নারীর শ্রম মূল্যের অর্থনৈতিক স্বীকৃতি দেয়া।
৯. নারী সংগঠনকে উৎসাহিত এবং নিশ্চিত করা।
১০. গ্রামীণ প্রযুক্তি এবং সেবামূলক কার্যাবলির উন্নয়ন।
উপসংহার : পরিশেষে আমরা বলতে পারি, নারী অধিকার আদায়ে সারা বিশ্বে নিরবচ্ছিন্ন সংগ্রাম চালিয়ে যাওয়া হচ্ছে। যার বাস্তব প্রমাণ মেক্সিকো > সিটি প্রথম বিশ্ব নারী সম্মেলন। এই সম্মেলনে নারী উন্নয়নে যেসব পদক্ষেপ গ্রহণ করা হয় তা নারীর অধিকার আদায়ে মাইলফলক হিসেবে বিবেচিত।

হ্যান্ডনোট থেকে সংগ্রহীত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!