• March 28, 2023

পাকিস্তানের পরবর্তীকালের রাজনীতিতে ১৯৫৪ সালের নির্বাচনের প্রভাব আলোচনা কর।

অথবা, ১৯৫৪ সালের নির্বাচনের প্রভাব আলোচনা কর।
উত্তর৷ ভূমিকা :
১৯৫৪ সালের পূর্ব বাংলার আইনসভার নির্বাচন পূর্ব বাংলার স্বাতন্ত্র্যবোধে এক বিরল দৃষ্টান্ত স্থাপন করে এবং পাকিস্তানের রাজনীতিতে সুদূরপ্রসারী প্রভাব রাখে। ধর্মীয় চিন্তা চেতনার আলোকে প্রতিষ্ঠিত পাকিস্তানের প্রতিনিধি রাজনৈতিক দল মুসলিম লীগের পরাজয় ঘটেছিল অসাম্প্রদায়িক চিন্তা চেতনায় বিশ্বাসী যুক্তফ্রন্টের কাছে।
পাকিস্তানের রাজনীতিতে ১৯৫৪ সালের নির্বাচনের প্রভাব : নিচে পাকিস্তানের রাজনীতিতে ১৯৫৪ সালের নির্বাচনের প্রভাব আলোচনা করা হলো :
১. এ নির্বাচনে মুসলিম লীগের পরাজয়ের মাধ্যমে পাকিস্তানের রাজনীতি থেকে মুসলিম লীগের একচেটিয়াত্বের অবসান ঘটে।
২. মুসলিম লীগের দালাল বাঙালি সদস্যরা এ নির্বাচনের মাধ্যমে বাংলার মানুষের নিকট চরমভাবে প্রত্যাখ্যাত হয়। এ নির্বাচনের মাধ্যমে প্রমাণিত হয় যে, মুসলিম লীগের বাঙালি সদস্যরা পূর্ব বাংলার মানুষের প্রতিনিধিত্ব করে না। এ নির্বাচনে আঞ্চলিক স্বায়ত্তশাসন ও স্বাধিকারের দাবির প্রতি বাঙালিদের সমর্থন সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়। তারা নিজেদের ঐক্যের গুরুত্ব ও শক্তি সম্পর্কে সচেতন হয়ে উঠে। এতে বাঙালি জাতীয়তাবোধ ক্রমশ জোরদার হয়।
৪. এ নির্বাচনের ফলাফলের উপর ভিত্তি করেই যুক্তফ্রন্ট সংবিধান প্রণয়নে অংশ নেওয়ার দাবি জানায়। যুক্তফ্রন্ট প্রথম গণপরিষদ ভেঙে দিয়ে দ্বিতীয় গণপরিষদ গঠনের দাবি জানায়। এ ভিত্তিতেই যুক্তফ্রন্ট সমর্থিত সদস্যরা পূর্ব বাংলার প্রতিনিধিরূপে দ্বিতীয় গণপরিষদে নির্বাচিত হয়।
৫. এ নির্বাচনের মধ্য দিয়ে পাকিস্তানের রাজনীতিতে যথার্থ বিরোধী রাজনৈতিক দলের বিকাশ ঘটে।
৬. এ নির্বাচনের ফলাফলের পরিপ্রেক্ষিতে পাকিস্তানি শাসকগোষ্ঠী বাংলাকে রাষ্ট্রভাষা করার ব্যাপারে বাঙালিদের ঐক্যবদ্ধ সমর্থনের দৃঢ়তা বুঝতে পারে। ফলে গণপরিষদে ১৯৫৪ সালে উর্দুর সাথে বাংলাও রাষ্ট্রভাষা হিসেবে
স্বীকৃতি পায়।
৭. এ নির্বাচনের ফলে পূর্ব বাংলার মানুষের প্রতি কেন্দ্রের মুসলিম লীগ সরকারের রেষ আরো বেড়ে যায়। কেন্দ্রীয় সরকারের সাথে পূর্ব বাংলার সম্পর্কের অবনতি ঘটে।
উপসংহার : পরিশেষে আমরা বলতে পারি, পাকিস্তানের পরবর্তীকালের রাজনীতিতে ১৯৫৪ সালের নির্বাচনের প্রভাব অপরিসীম । কেননা এ নির্বাচনের ফলাফল দ্বারাই পাকিস্তানের পরবর্তীকালের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারিত হয়েছিল ।

https://topsuggestionbd.com/%e0%a6%aa%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9a%e0%a6%ae-%e0%a6%85%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b7%e0%a6%be-%e0%a6%86%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%8b/
পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!