অথবা, পাকিস্তানিরা বাংলা ভাষা বিনাশের জন্য কী কী পদক্ষেপ গ্রহণ করে?
অথবা, পশ্চিম পাকিস্তানি শাসকগণ বাঙালি ভাষার প্রতি কী ধরনের অবজ্ঞা ও অবহেলা করে?
উত্তর৷ ভূমিকা :
পাকিস্তান সৃষ্টির পর থেকে পশ্চিমের শাসকগোষ্ঠীরা বাঙালি জাতির হাজার বছরের পুরানো ঐতিহ্য সমৃদ্ধ ভাষার প্রতি প্রথম আঘাত আনে। বাঙালিদের সংস্কৃতি ও ভাষার প্রতি বৈষম্যমূলক আচরণের কারণে পরবর্তীতে বাঙালি জাতীয়তাবাদ পূর্ণ বিকাশ লাভ করে। পাকিস্তানের মোট জনগণের মধ্যে বাঙালিদের সংখ্যা ছিল প্রায় ৫৬%। এদের ভাষা ছিল বাংলা। কিন্তু মাত্র ৭.২% এর উর্দু ভাষাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করা নিয়ে দুটি অঞ্চলের বিরোধিতা সৃষ্টি হয় । বাংলা ভাষার প্রতি অবজ্ঞা নিয়ে তার প্রতি যেসব বৈষম্যনীতি প্রয়োগ ও বাংলা ভাষাকে বিনাশ করার জন্য যেসব পদক্ষেপ নেওয়া হয় তা নিচে দেওয়া হলো :
১. বাংলা ভাষাকে অবহেলা করে উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা : ১৯৪৭ সালে পাকিস্তান সৃষ্টি হওয়ার পর থেকে পাকিস্তান রাষ্ট্রের ভাষা কি হবে তা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। ১৯৪৭ সালের ২৭ নভেম্বর সর্বপ্রথম উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা ঘোষণা করা হয়। ১৯৪৮ সালে জিন্নাহ এবং ১৯৫২ সালে জানুয়ারিতে খাজা নাজিমউদ্দীনও একই ঘোষণা দেয়। পরবর্তীতে বাঙালিরা ৫২ সালের ২১ ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের জন্য প্রাণ বিসর্জন দেয় এবং ভাষা আন্দোলন তীব্র গতি লাভ করে। ১৯৫৬ সালের সংবিধানে বাংলাকে রাষ্ট্রভাষার স্বীকৃতি দেওয়া হয়।
২. বাংলা বর্ণমালা সংস্কার বা পবিত্রকরণ এর ষড়যন্ত্র : ১৯৪৯ সালে বাংলা বর্ণমালা সংস্কারের জন্য এবং হিন্দু প্রভাবিত বর্ণমালাকে পবিত্র করার জন্য একটি কমিটি গঠন করা হয় এবং এ কমিটি একটি প্রস্তাব পাস করে এতে বাংলা বর্ণমালা থেকে ঈ, ঊ, ঋ, ঐ, ঙ, ঞ, ম, ষ, ঢ়, ক্ষ, ৎ, বর্ণ বাদ দিয়ে অন্য বর্ণ যোগ করার প্রস্তাব দেন।
৩. রোমান হরফে বাংলা লেখার উদ্যোগ : পূর্ববর্তী পদক্ষেপ ব্যর্থ হলে আইয়ুব খান ১৯৫৯ সালে রোমান হরফে বাংলা লেখার পদক্ষেপ গ্রহণ করেন এবং একটি কমিটি গঠন করেন। তা ব্যর্থ হলে ১৯৬৮ সালে পুনরায় এ উদ্যোগ গ্রহণ করা হয়।
উপসংহার : পরিশেষে বলা যায় যে, বাঙালিরা পৃথক ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যপূর্ণ একটি জাতি যারা তাদের ভাষার প্রতি, সংস্কৃতির প্রতি অত্যন্ত আবেগপ্রবণ। বাঙালিরা পৃথিবীর একমাত্র জাতি যারা ভাষাকে মা হিসেবে অভিহিত করে। ভাষার প্রতি পশ্চিম পাকিস্তানের অবহেলা ও বৈষম্যমূলক আঘাতের কারণে তারা নিজের প্রাণ দিতে কুণ্ঠিত হয়নি।

https://topsuggestionbd.com/%e0%a6%9a%e0%a6%a4%e0%a7%81%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a5-%e0%a6%85%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%95%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be/
admin

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!