অথবা, পর্যবেক্ষণ পদ্ধতির প্রয়োজনীয় আলোচনা কর।
অথবা, প্রয়োজনীয়তার নিরিখে পর্যবেক্ষণ পদ্ধতি ব্যাখ্যা কর।
অথবা, গুরুত্বের আলোকে পর্যবেক্ষণ পদ্ধতি আলোচনা কর।
উত্তর৷ ভূমিকা :
কোনকিছুকে পরীক্ষানিরীক্ষা ও যাচাই বাছাই করাই হচ্ছে বিজ্ঞানের প্রধান ধর্ম। একজন গবেষক কোন সত্যকে প্রতিষ্ঠা করার জন্য নির্দিষ্ট পদ্ধতি বেছে নিয়ে অগ্রসর হন এবং অভীষ্ট লক্ষ্যে পৌঁছে যান। তাই বলা যায়, পদ্ধতি হচ্ছে কোনকিছু বিশ্লেষণের মান নির্ণায়ক (A standard of judgement)।
পর্যবেক্ষণ পদ্ধতির গুরুত্ব : তথ্যসংগ্রহের জন্য প্রত্যেকটি পদ্ধতির একটা বিশেষ দিক আছে। সকল দিক বিবেচনা করে পর্যবেক্ষণ পদ্ধতির গুরুত্ব সম্পর্কে নিম্নে আলোচনা করা হলো :
১. সহজে তথ্যসংগ্রহ : পর্যবেক্ষণ পদ্ধতিতে তথ্যসংগ্রহ করার সময় অন্যান্য কৌশলের চেয়ে অনেকটা সহজেই তথ্যসংগ্রহ করা সম্ভব হয়।
২. স্বাভাবিক অবস্থায় তথ্যসংগ্রহ : এ পদ্ধতিতে তথ্য গ্রহণ করার সময় মানুষকে স্বাভাবিক অবস্থায় পাওয়া যায় এবং যথাযথ প্রয়োজনীয় তথ্যসংগ্রহ করা যায়। সাধারণ পরিবেশে মানুষের আচার আচরণ কোনপ্রকার কৃত্রিম অবস্থা ছাড়াই পর্যবেক্ষকের চোখে দৃশ্যমান হয়ে থাকে। যার ফলে কোন অবাস্তব বা মেকি জিনিসের আশ্রয় গ্রহণ করা দরকার হয় না।
৩. মানবীয় আচরণ সম্পর্কে তথ্যসংগ্রহ : অনেক মানবীয় আচরণ আছে, যা ভাষায় প্রকাশ করা যায় না। এসব ক্ষেত্রে পর্যবেক্ষণের মাধ্যমেই তথ্যসংগ্রহ করা সম্ভব।
৪. শিশুদের ভাষা বুঝতে : শিশু বা যারা কথা বলতে পারে না। অর্থাৎ যারা অন্যের প্রশ্নের উত্তর দিতে সক্ষম হয় না তাদের ক্ষেত্রে তথ্যসংগ্রহের উত্তম পদ্ধতি হচ্ছে পর্যবেক্ষণ।
৫. পর্যবেক্ষকের স্বাধীনতা : পর্যবেক্ষণ পদ্ধতিতে পর্যবেক্ষণাধীন ব্যক্তির মর্জি ও খেয়ালখুশির উপর কোনকিছু নির্ভর করে না। এক্ষেত্রে পর্যবেক্ষক স্বাধীনভাবে কাজ করতে পারে।
৬. সম্পর্ক স্থাপনে সুবিধা : পর্যবেক্ষক ব্যক্তি বা দলের সাথে প্রয়োজনবোধে দীর্ঘদিনের জন্য সম্পর্ক স্থাপন করে অনুসন্ধান কাজ চালিয়ে যেতে পারেন। দীর্ঘদিনের যোগসূত্রে পর্যবেক্ষক তার অভীষ্ট লক্ষ্য অর্জনে সমর্থ হতে পারেন।
৭. পরিবেশ উপযোগী : পর্যবেক্ষণকালে পর্যবেক্ষক প্রচলিত সমাজব্যবস্থা ও পরিবেশের সাথে নিজেকে খাপখাইয়ে নিয়ে সময়োপযোগী প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে থাকেন।
উপসংহার : উপর্যুক্ত আলোচনা শেষে বলা যায় যে, পর্যবেক্ষণ পদ্ধতি হলো তথ্যসংগ্রহের সর্বোৎকৃষ্ট পদ্ধতি। এ পদ্ধতির মাধ্যমে যেমন সহজেই তথ্যসংগ্রহ করা যায় তেমনি তথ্যসংগ্রহকারী পর্যবেক্ষকেরও সুবিধা হয়। তবে এ পর্যবেক্ষণ পদ্ধতি সকল ক্ষেত্রে যে সুবিধাজনক তা নিঃসন্দেহে বলা যায় না।

admin

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!