অথবা, পরিবারের উৎপত্তি সম্পর্কে ফ্রেডারিক এঙ্গেলস প্রদত্ত তত্ত্বটি আলোচনা কর।
অথবা, ফ্রেডারিক এঙ্গেলস পরিবারের উৎপত্তি সম্পর্কে কী ধারণা প্রদান করেছেন? লিখ। ।
উত্তর৷ ভূমিকা :
মানবসমাজের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যাবে যে, পরিবার হলো সবচেয়ে মৌলিক ও প্রাচীন সামাজিক সংগঠন। মানুষকে যেমন সমাজ ছাড়া কল্পনা করা যায় না, তেমনি সমাজকে পরিবার ছাড়া কল্পনা করা যায় না। বলা হয়ে থাকে যে, সমাজের সবচেয়ে মৌলিক ইউনিট হলো পরিবার। অর্থাৎ মানুষ সমাজে বাস করতে চাইলে স্বভাবতই তাকে পরিবার গঠন করতে হয়। পরিবারের বাইরে সামাজিক জীবনযাপন মানুষের পক্ষে সম্ভব হয় না। পরিবারের একটি সাধারণ বৈশিষ্ট্য হলো যৌন সম্পর্ক স্থাপন। বিবাহ তার একটি যুক্তিসংগত, স্বীকৃত বা অনুমোদিত পদ্ধতি। এর মাধ্যমে যেমন তাদের জৈবিক চাহিদা পূরণ হয়, তেমনি পারিবারিক জীবন ব্যবস্থাও সুসংহত হয়। তবে পরিবারের উৎপত্তি সম্পর্কে সমাজ দার্শনিকদের মধ্যে বিভিন্ন মতপার্থক্য দেখা দেয়।
ফ্রেডারিক এঙ্গেলস এর মর্তবাদ : ফ্রেডারিক এঙ্গেলস পরিবারের উৎপত্তি সম্পর্কে গুরুত্বপূর্ণ মত দেন। মতবাদ তিনি তাঁর ‘The Origin of Family, Private and State শীর্ষক গ্রন্থে লিপিবদ্ধ করেন। তাঁর মতে, অর্থনৈতিক অবস্থা বা কাঠামো হলো Structure আর এর ভিত্তিতে গড়ে উঠে অন্যান্য সংগঠন, সেগুলো হলো Superstructure. পরিবার এদের মধ্যে অন্যতম। উদাহরণ হিসেবে তিনি বলেছেন, উৎপাদন শক্তি ও সম্পর্কের পরিবর্তনের সাথে সাথে পরিবারের ধরনে পরিবর্তন দেখা দেয়। যেমন- সামন্ত সমাজে উৎপাদন পদ্ধতির ভিত্তিতে যৌথ পরিবার লক্ষ্য করা গেলেও পুঁজিবাদী উৎপাদন পদ্ধতিতে একক পরিবার দেখা যায়। তার মতে, পরিবার হলো একটি জৈবিক একক যেখানে নারী- পুরুষের মধ্যে যৌন সম্পর্ক একটি আনুষ্ঠানিক রূপ পরিগ্রহ করে।
সমালোচনা : পরিবারের উৎপত্তি সম্পর্কে যেসব মতবাদ আলোচনা করা হলো তার সবগুলো সমালোচনার ঊর্ধ্বে নয়। নিম্নে এ সম্পর্কে আলোচনা করা হলো :
১.অবাধ যৌনাচার থেকে নিয়ন্ত্রিত যৌনাচারে পৌঁছানোর মাধ্যমে মানুষ পরিবার গঠন করেছে এরূপ যুক্তির পিছনে কোন প্রত্যক্ষ বা ঐতিহাসিক প্রমাণ নেই। মর্গান এবং তাঁর সমর্থকদের এ মতবাদ সমালোচনা করে
ওয়েস্টারমার্কস প্রমুখ চিন্তাবিদগণ মনে করেন যে, প্রাক পারিবারিক জীবনে আদৌ যৌন সাম্যবাদ ছিল না। কারণ সে যুগের শ্রেণিবদ্ধকরণ রীতি অনুযায়ী পিতৃ-মাতৃ শ্রেণিভুক্ত কোন নরনারী বা পুত্র-কন্যা শ্রেণিভুক্ত কোন নর বা নারীর সাথে যৌন সম্পর্ক প্রতিষ্ঠা করতে পারত না।
বহুগামিতা হতে একগামিতায় পৌঁছার জন্য মানুষ পরিবার গঠন করে এ মতবাদের মধ্যে যথেষ্ট সত্য অনুপস্থিত যদিও এর যৌক্তিকতা রয়েছে। তাছাড়া পরিবার পূর্ব কোন পারিবারিক অবস্থা কল্পনা করা যায় না।
পরিবার সম্পর্কে মার্কসের মতবাদও পুরোপুরি গ্রহণ করা যায় না কেননা পরিবারের কাঠামোগত ভিত্তি যদি অর্থনৈতিক কাঠামোর উপর ভিত্তি করে গড়ে উঠে, তাহলে কেন আজও এ পুঁজিবাদী সমাজে গুটিকতক হলেও যৌথ পরিবার দেখা যায়।
উপসংহার : উপর্যুক্ত আলোচনার পরিশেষে বলা চলে যে, মানবসভ্যতার কোন বিশেষ স্তরে পরিবারের উৎপত্তি হয় নি। আদিম সমাজে কোন পরিবার ছিল না এরূপ বলা চলে না। মূলত মানুষের জৈবিক চাহিদা, অর্থনৈতিক ও মানসিক নিরাপত্তা, বংশরক্ষা প্রভৃতির কারণে পরিবার গঠিত হয়েছে।

https://topsuggestionbd.com/%e0%a6%aa%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9a%e0%a6%ae-%e0%a6%85%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%aa%e0%a7%8d/
admin

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!