অথবা, ম্যাক্স ওয়েবারের Verstchen ও Ideal Type ব্যাখ্যা কর।
উত্তর৷ ভূমিকা :
ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে যখন সমাজ গবেষণায় বিজ্ঞানের প্রয়োগ নিয়ে তাত্ত্বিকদের মধ্যে ব্যাপক মতপার্থক্য দেখা দেয়, তখন প্রখ্যাত জার্মান তাত্ত্বিক ম্যাক্স ওয়েবার সমাজতাত্ত্বিক বিশ্লেষণে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি প্রয়োগের পক্ষে দৃঢ় মতামত ব্যক্ত করেন। তিনি সমাজতত্ত্বের বিভিন্ন দিক যেমন— পদ্ধতি, ধর্ম, রাজনীতি,
সমাজব্যবস্থা ও সামাজিক স্তরবিন্যাস ইত্যাদি নিয়ে আলোচনা করেন। এভাবে সমাজবিজ্ঞানের বিকাশে তাৎপর্যপূর্ণ অবদান রেখেছেন ম্যাক্স ওয়েবার।
পদ্ধতিগত বিশ্লেষণ : ম্যাক্স ওয়েবার এর পদ্ধতি বিষয়ক আলোচনা সমাজবিজ্ঞানে একটি বিশিষ্ট স্থান দখল করে আছে। প্রাকৃতিক বিজ্ঞানের পদ্ধতিসমূহ সামাজিক বিজ্ঞানের গবেষণায় প্রয়োগের প্রশ্নে নানা ধরনের বিতর্ক ও মতপার্থক্য থাকলেও এসব পদ্ধতিসমূহকে সামাজিক বিজ্ঞানে প্রয়োগের ব্যাপারে Weber যথেষ্ট যৌক্তিকতা ও সতর্কতার পরিচয় দিয়েছেন। ম্যাক্স ওয়েবার বলেছেন, প্রাকৃতিক বিজ্ঞানের পদ্ধতিকে ঢালাওভাবে সামাজিক বিজ্ঞানের গবেষণায় প্রয়োগ করলে তা অনেক ক্ষেত্রে ব্যর্থতায় পর্যবসিত হতে পারে। কারণ সামাজিক ঘটনাবলির ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি ব্যতিরেকে শুধুমাত্র প্রাকৃতিক বিজ্ঞানের পদ্ধতির সাহায্যে সকল সময় সাধারণীকরণ করা সম্ভব নয়। প্রকৃত প্রস্তাবে পদ্ধতিগত সমস্যার তাত্ত্বিক দিক ম্যাক্স ওয়েবার এর কাছে কখনো প্রধান প্রতিপাদ্য বিষয় হিসেবে বিবেচিত হয় নি, বরং বাস্তব অভিজ্ঞতা এবং অন্তর্দৃষ্টির আলোকেই সমাজবিজ্ঞানে বিভিন্ন পদ্ধতি প্রয়োগের উপর ম্যাক্স ওয়েবার গুরুত্ব আরোপ করেন নি। অবশ্যই পদ্ধতিগত প্রশ্নে ম্যাক্স ওয়েবার এর কোন রক্ষণশীলতা নেই, বরং তিনি মনে করেন যে, কোন কাজ অতি নিখুঁত ও দক্ষতার সাথে সম্পাদনের পূর্বশর্ত হচ্ছে পদ্ধতির কলাকৌশল। ম্যাক্স ওয়েবার স্পষ্টতই বলেছেন যে, পদ্ধতি হচ্ছে কোনকিছু জানার ক্ষেত্রে একটি বিশেষ কৌশল যেখানে অন্ধবিশ্বাস বা গোঁড়ামির কোন স্থান নেই। নিম্নে তার পদ্ধতিগত আলোচনা তুলে ধরা হলো :
ক. ম্যাক্স ওয়েবার সমাজবিজ্ঞানে ব্যাখ্যামূলক পদ্ধতি প্রয়োগের উপর গুরুত্বারোপ করেন। কিছু কিছু সমাজবিজ্ঞানী এ পদ্ধতিকে ব্যাখ্যামূলক সমাজবিজ্ঞান (Interpretive Sociology) বলেও আখ্যায়িত করেছেন। এ পদ্ধতি যেমন নানাভাবে সমালোচিত হয়েছে, তেমনি এর পক্ষে জোরালো সমর্থনও রয়েছে। Weber এর পূর্বগামী Dorysen মানব ইতিহাসের ব্যাখ্যায় এ পদ্ধতি প্রয়োগের চেষ্টা করেন এবং আরেকজন পূর্বসূরি Dilthey এ পদ্ধতিকে সামাজিক বিজ্ঞানের গবেষণায়
এক অনন্য পদ্ধতি হিসেবে বিবেচনা করেন। তবে ম্যাক্স ওয়েবার এর পক্ষে অন্তর্দৃষ্টি প্রদর্শন না করে, বরং এর সফল প্রয়োগের বিভিন্ন দিক সম্পর্কে আলোচনা করেছেন।
খ. ম্যাক্স ওয়েবার এর মতে,Comprehensive পদ্ধতি হচ্ছে মানুষের কার্যকারণ ব্যাখ্যার সবচেয়ে উপযোগী পদ্ধতি। তিনি বলেছেন, যখন কোন রাজনৈতিক, অর্থনৈতিক, ধর্মীয় বা অন্য কোন সামাজিক ঘটনার ব্যাখ্যা করা হয় তখন comprehensive পদ্ধতির সাহায্য নেয়া হয়। কারণ মানুষের কার্যকারণ নির্ভর করে ইচ্ছাশক্তি বা সামর্থ্যের উপর। কাজেই কোন বিষয়কে ব্যাখ্যা করার ক্ষেত্রে উপলদ্ধি যথেষ্ট গুরুত্বপূর্ণ।
অন্তর্দৃষ্টি : পদ্ধতিগত আলোচনায় (Verstehen) ম্যাক্স ওয়েবার এর একটি গুরুত্বপূর্ণ ধারণা। এটি একটি জার্মান শব্দ, যার অর্থ পারস্পরিক বোঝাপড়া (Understanding)। সাধারণভাবে গবেষকরা বলেছেন অন্তজ্ঞান (Intution), কিন্তু Weber বলেছেন, যে কোন সামাজিক প্রপঞ্চকে (Phenomena) রীতিসিদ্ধভাবে (Systematic way) ও গভীরভাবে অনুধাবন ও বিশ্লেষণ হচ্ছে Verstehen beyond sense perception.
আদর্শ নমুনা : এটি সমাজ গবেষণায় Weber উদ্ভাবিত একটি পদ্ধতিগত কৌশল। বস্তুত সামাজিক বাস্তবতার পূর্ণ প্রতিফলন গবে ষণায় কখনই সম্ভব নয়। তাই একে বিশ্লেষণ করতে তুলনামূলক পর্যালোচনা দরকার। এক্ষেত্রে Weber এর Ideal type তাৎপর্যপূর্ণ। Weber মনে করেন, প্রাত্যহিক অভিজ্ঞতা এবং প্রপঞ্চ কোনকিছুই বিচ্ছিন্ন নয়, তারা নির্দিষ্ট কাঠামোতে ধারাবাহিকভাবে সম্পর্কিত।
আদর্শ নমুনার বৈশিষ্ট্য : ম্যাক্স ওয়েবার বর্ণিত আদর্শ নমুনার বৈশিষ্ট্যসমূহ হলো নিম্নরূপ :
১. সামাজিক অবস্থার স্বরূপ উদঘাটন করে ও ঘটনার সাধারণীকরণ করে।
২. এটি প্রকল্প (Hypothesis) গঠনে সহায়তা করে কিন্তু নিজে কোন প্রকল্প নয়।
৩.এটি ঘটনার বাস্তবতা পরিমাপে সহায়তা করে।
৪. এটি একটি সামাজিক প্রক্রিয়া।
৫. এটি বিষয়বস্তুর গড় নয়, সহজবোধ্য সমষ্টিগত রূপ।
৬. এটি একটি Heuristic device, যা অনুসন্ধান করে।
৭. এটি নৈতিক অর্থে আদর্শ নয়, যৌক্তিক অর্থে আদর্শ
৮. এটি বাস্তব বিষয়বস্তু সম্পর্কে একটি মানসিক ধারণা।
উপসংহার : উপর্যুক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে, Weber এর পদ্ধতিগত আলোচনা সমাজতাত্ত্বিক গবেষণায় এক নতুন দিগন্তের সূচনা করেছে। পদ্ধতিগত সমস্যার তাত্ত্বিক দিক উপেক্ষা করে বাস্তব অভিজ্ঞতা ও
অন্তর্দৃষ্টির আলোকে কিভাবে সামাজিক ঘটনাবলি অনুসন্ধান করা যায় তা Weber এর এ পদ্ধতিগত আলোচনা থেকে পাওয়া যায়।

https://topsuggestionbd.com/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a5%e0%a6%ae-%e0%a6%85%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%be%e0%a6%9c%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%9e/
admin

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!