• March 22, 2023

পঞ্চম অধ্যায়, উনিশ এবং বিশ শতকে বাংলাদেশ দর্শনের ধারাসমূহ

ক বিভাগ

মানব সভ্যতার ইতিহাসে উনিশ শতককে কী বলা হয়?
উত্তর : মানব সভ্যতার ইতিহাসে উনিশ শতককে সমাজ, দর্শন ও রাষ্ট্রচিন্তার উন্মেষকাল বলা হয়।
বাংলায় রেনেসাঁ কীসের প্রভাবে?
উত্তর : বাংলায় রেনেসাঁ হয় পশ্চাত্যের নবজাগরণের প্রভাবে।
পাশ্চাত্য শিক্ষা-সংস্কৃতির দ্বারা বাংলায় কী পরিবর্তন হয়?
উত্তর : পাশ্চাত্য শিক্ষা-সংস্কৃতির দ্বারা বাংলায় সামাজিক, অর্থনৈতিক ও রাষ্ট্রীয় জীবনে পরিবর্তন সূচিত হয়।
রেনেসাঁর প্রভাবে কী ঘটে?
উত্তর : রেনেসাঁর প্রভাবে বাঙালির চিন্তার জগতে অভাবিত ভাববিপ্লব সংঘটিত হয়।
বাঙালির নবজাগরণ কী?
উত্তর : পাশ্চাত্য জ্ঞানবিজ্ঞানের প্রভাবে বাঙালির চিন্তাজগতে যে ভাব বিপ্লব সংঘটিত হয় তাকে বাঙালির নবজাগরণ বলে।
রেনেসাঁর ইংরেজি প্রতিশব্দ কী?
উত্তর : রেনেসাঁর ইংরেজি প্রতিশব্দ হলো “Renaissance”।
রেনেসাঁ শব্দটি প্রথম ব্যবহার করেন কে?
উত্তর : রেনেসাঁ শব্দটি প্রথম ব্যবহার করেন ইতালির রেনেসাঁর ইতিহাস লেখক জর্জ ভাসারি।
রেনেসাঁ কথার অর্থ কী?
উত্তর : রেনেসাঁ কথার অর্থ হলো জীবনের নতুন জাগৃতি,নবজাগরণ, নবজন্ম প্রভৃতি।
রেনেসাঁ কী?
উত্তর : জীবন ও জগৎ জিজ্ঞাসা, অমিত কৌতূহল, সন্ধিৎসা, নিমিৎসা উপচিকীর্ষা, শ্রেয়চেতনা মর্ত প্রীতি,জীবনানুরাগ প্রভৃতির সামূহিক ও সামষ্টিক অভিব্যক্তিই হচ্ছে রেনেসাঁ।
Renaissance অর্থ কী?
উত্তর : Renaissance অর্থ নবজাগরণ।
বাংলার নবজাগরণের উৎস কী?
উত্তর : বাংলার নবজাগরণের উৎস হলো পাশ্চাত্য শিক্ষা গ্রহণের আগ্রহ।
ইউরোপীয় নবজাগরণের উৎস কী?
উত্তর : ইউরোপীয় নবজাগরণের উৎস হলো সৃজনশীলতা।
বাঙালির নবজাগরণ সীমাবদ্ধ ছিল কিসে?
উত্তর : বাঙালির নবজাগরণ সীমাবদ্ধ ছিল মনীষীদের স্বশ্রেণি ও স্বধর্মীয় স্বার্থ চেতনার মধ্যে।
বাংলার নবজাগরণের পরিব্যাপ্তি কত বছর?
উত্তর : বাংলার নবজাগরণের পরিব্যাপ্তি পঞ্চাশ বছরের পরিসরে সীমাবদ্ধ।
বাংলার নবজাগরণ কোনটিকে বেশি প্রাধান্য দিয়েছিল?
উত্তর : বাংলার নবজাগরণ সংস্কারকে বেশি প্রাধান্য দিয়েছিল।
বাংলার নবজাগরণ বাঙালিকে কিসে উদ্বুদ্ধ করে?
উত্তর : বাংলার নবজাগরণ বাঙালিকে স্বাজাত্যবোধে উদ্বুদ্ধ করে।
বাংলার নবজাগরণের ফলাফল কী?
উত্তর : বাংলার নবজাগরণ বাঙালিকে আধুনিক ইউরোপের অনুসারী করে এবং প্রাচীন ভারতীয় ঐতিহ্যের প্রতি অনুরাগী করে তোলে।
বাংলার নবজাগরণ কীসের ফলশ্রুতি?
উত্তর : বাংলার নবজাগরণ ইংরেজি শিক্ষার ফলশ্রুতি।
বাংলার নবজাগরণে প্রভাব বিস্তার করেছিল কী কী?
উত্তর : বাংলার নবজাগরণে প্রভাব বিস্তার করেছিল পাশ্চাত্যের ইতিহাস, দর্শন, সাহিত্য, সংস্কৃতি, বিজ্ঞান, ফরাসি বিপ্লৰ প্ৰভৃতি ।
বাঙালি দার্শনিকরা কাদের দ্বারা প্রভাবিত হয়েছিলেন?
উত্তর : বাঙালি দার্শনিকরা অগাস্ট কোৎ, বেন্থাম, মিল, রুশো, ভলটেয়ার, হবস, লক, এডাম স্মিথ প্রমুখ দার্শনিক দ্বারা প্রভাবিত হয়েছিলেন।
বাঙালি বা বাংলার নবজাগরণের প্রাণপুরুষ কে?
উত্তর : বাঙালি বা বাংলার নবজাগরণের প্রাণপুরুষ রাজা রামমোহন রায়।
ইতালির নবজাগরণে অসামান্য অবদান রয়েছে এমন দুজন দার্শনিকের নাম লেখ।
উত্তর : ইতালির নবজাগরণে অসামান্য অবদান রয়েছে এমন দুজন দার্শনিকের নাম হলো- ১. পেত্রার্ক এবং ২. বোকাচো।
বাঙালির নবজাগরণে অবদান রেখেছেন এমন তিনজন দার্শনিকের নাম লেখ।
উত্তর : বাঙালির নবজাগরণে অবদান রেখেছেন এমন তিনজন দার্শনিকের নাম হলো: ১. রামমোহন রায়, ২. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও ৩. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
উনিশ শতকের নবজাগরণের তিনটি স্তম্ভ কাদের বলা হয়?
উত্তর : উনিশ শতকের নবজাগরণের তিনটি স্তম্ভ হলো : ১. রামমোহন রায়, ২. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও ৩. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
বাঙালি নবজাগরণে অবদান রেখেছেন এমন তিনজন খ্রিস্টান বাঙালি দার্শনিকের নাম লেখ।
উ ত্তর : বাঙালি নবজাগরণে অবদান রেখেছেন এমন তিনজন খ্রিস্টান বাঙালি দার্শনিকের নাম হলো :
১. লালবিহারী দে;
২. কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় এবং
৩. মধুসূদন দত্ত।
কোন কলেজ বাঙালি নবজাগরণে বিশেষ অবদান রেখেছিল?
উত্তর : হিন্দু কলেজ বাঙালি নবজাগরণে বিশেষ অবদান রেখেছিল।
হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় কত সালে?
উত্তর : হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় ১৮১৭ সালে।
কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কত সালে?
উত্তর : কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ১৮৫৭ সালে।
বাংলার নবজাগরণে অবদান রেখেছে এমন একটি সংগঠনের নাম লেখ।
উত্তর : বাংলার নবজাগরণে অবদান রেখেছে এমন একটি সংগঠনের নাম হলো ‘ইয়ং বেঙ্গল।
ইয়ং বেঙ্গলের তিনজন সদস্যের নাম লেখ।
উত্তর : ইয়ং বেঙ্গলের তিনজন সদস্যের নাম হলো : ১. প্যারীচাঁদ মিত্র, ২. কিশোরী চাঁদ মিত্র ও ৩. শিবচরণ দেব প্রমুখ।
ব্রাহ্ম আদর্শে বিশ্বাসী নবজাগরণে অবদান রেখেছেন এমন কয়েকজন দার্শনিকের নাম লেখ।
উত্তর : ব্রাহ্ম আদর্শে বিশ্বাসী নবজাগরণে অবদান রেখেছেন এমন কয়েকজন দার্শনিকের নাম হলো- দেবেন্দ্রনাথ ঠাকুর, রামতনু লাহিড়ী, রাজনারায়ণ বসু, কেশবচন্দ্র সেন, শিবনাথ শাস্ত্রী, দীননাথ সেন প্রমুখ।
বাঙালি নবজাগরণে অবদান রেখেছেন এমন তিনজন গোঁড়া হিন্দুধর্মের অনুসারীর নাম লেখ।
উত্তর : বাঙালি নবজাগরণে অবদান রেখেছেন এমন তিনজন গোঁড়া হিন্দুধর্মের অনুসারীর নাম হলো :
১. ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়, ২. মহারাজা দেব ও ৩. শশধর তর্কচূড়ামনি প্রমুখ।
বাঙালি নবজাগরণকে বেগবান করেছে এমন দুজন মানবতাবাদী দার্শনিকের নাম লেখ।
উত্তর : বাঙালি নবজাগরণকে বেগবান করেছে এমন দুজন মানবতাবাদী দার্শনিকের নাম হলো :
১. রামকৃষ্ণ পরমহংসদেব ও ২. স্বামী বিবেকানন্দ প্রমুখ।
বাংলার নবজাগরণের প্রতিফলন ঘটে কিসে?
উত্তর : বাংলার নবজাগরণের প্রতিফলন ঘটে সমাজ, সাহিত্য, শিক্ষা, সংস্কৃতি, রাজনীতি, সংবাদপত্র প্রভৃতিতে।
“মীরাৎ-উল- আখবার” পত্রিকাটি প্রকাশ করেন কে?
উত্তর : “মীরাৎ-উল- আখবার” পত্রিকাটি প্রকাশ করেন রামমোহন রায়।
‘Brahmunical Magazine’ পত্রিকা প্রকাশ করেন কে?
উত্তর : “Brahmunical Magazine” পত্রিকা প্রকাশ করেন রামমোহন রায়।
‘সম্বাদ কৌমুদী’ পত্রিকা প্রকাশ করেন কে?
উত্তর : ‘সম্বাদ কৌমুদী’ পত্রিকা প্রকাশ করেন রামমোহন রায়।
বিশ শতকের বাঙালি মুসলিমদের প্রগতিশীল সংগঠনের নাম কী?
উত্তর : বিশ শতকের বাঙালি মুসলিমদের প্রগতিশীল সংগঠনের নাম মুসলিম সাহিত্য সমাজ।
মুসলিম সাহিত্য সমাজ গঠন করা হয় কখন?
উত্তর : মুসলিম সাহিত্য সমাজ গঠন করা হয় বিশ শতকের গোড়ার দিকে।
বুদ্ধির মুক্তি আন্দোলন কী?
উত্তর : বুদ্ধির মুক্তি আন্দোলন বিশ শতকের গোড়ার দিকে বাঙালি মুসলমানদের মধ্যে প্রগতিশীল চিন্তার বিরাট ঢেউ বয়ে যায়, যা একটি দার্শনিক আন্দোলনে রূপ নেয়, এ আন্দোলনই বুদ্ধির মুক্তি আন্দোলন।
কত সালে মুসলিম সাহিত্য সমাজ আত্মপ্রকাশ করে?
উত্তর : ১৯২৬ সালে মুসলিম সাহিত্য সমাজ আত্মপ্রকাশ করে।
কাদের উদ্যোগে মুসলিম সাহিত্য সমাজ আত্মপ্রকাশ করে?
উত্তর : কাজী আব্দুল ওদুদ, কবি আব্দুল কাদির, আবুল হুসেন, ড. কাজী মোতাহার হোসেন প্রমুখের উদ্যোগে মুসলিম সাহিত্য সমাজ আত্মপ্রকাশ করে।
মুসলিম সাহিত্য সমাজের মুখপাত্র ছিল কোন পত্রিকা?
উত্তর : মুসলিম সাহিত্য সমাজের মুখপাত্র ছিল ‘শিখা’ পত্রিকা।
শিখা কোন ধরনের পত্রিকা?
উত্তর : শিখা একটি বার্ষিক পত্রিকা।
শিখা পত্রিকার লেখকরা কী নামে পরিচিত?
উত্তর : শিখা পত্রিকার লেখকরা ‘শিখা গোষ্ঠী’ নামে পরিচিত।
শিখা পত্রিকার শিরোনামের নিচে কী লেখা থাকতো?
উত্তর : শিখা পত্রিকার শিরোনামের নিচে লেখা থাকতো “জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব।”
কোন পত্রিকার শিরোনামের নিচে লেখা থাকতো “জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব”?
উত্তর : ‘শিখা’ পত্রিকার শিরোনামের নিচে লেখা থাকতো “জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব।”
মুসলিম সাহিত্য সমাজ তরুণদের মধ্যে কোন ভাবধারা সৃষ্টির চেষ্টা করে?
উত্তর : মুসলিম সাহিত্য সমাজ তরুণদের মধ্যে উদারনৈতিক ভাবধারা সৃষ্টির চেষ্টা করে ।
মুসলিম সাহিত্য সমাজের প্রথম বার্ষিক সাধারণ সভা হয় কত সালে?
উত্তর : মুসলিম সাহিত্য সমাজের প্রথম বার্ষিক সাধারণ সভা হয় ১৯২৭ সালে।
মুসলিম সাহিত্য সমাজের প্রথম অধিবেশনে উপস্থিত ছিলেন এমন চারজন গুণী ব্যক্তির নাম লিখ।
উত্তর : মুসলিম সাহিত্য সমাজের প্রথম অধিবেশনে উপস্থিত ছিলেন এমন চারজন গুণীজন হলেন-
(ক) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়,
(খ) মোহিতলাল মজুমদার, দান
(গ) ড. রমেশচন্দ্র মজুমদার ও
(ঘ) চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায় ।
বুদ্ধির মুক্তি আন্দোলনের প্রধান প্রবক্তা কে?
উত্তর : বুদ্ধির মুক্তি আন্দোলনের প্রধান প্রবক্তা হলেন কাজী আব্দুল ওদুদ।
বুদ্ধির মুক্তি বলতে কী বুঝিয়েছেন?
উত্তর : বুদ্ধির মুক্তি বলতে বিচারবুদ্ধিকে অন্ধসংস্কার ও শাস্ত্রানুগত্য থেকে মুক্তিদানকে বুঝিয়েছেন।
বুদ্ধির মুক্তি আন্দোলনের অপর একজন শক্তিশালী প্রবক্তার নাম লিখ।
উত্তর : বুদ্ধির মুক্তি আন্দোলনের অপর একজন শক্তিশালী প্রবক্তার নাম হলো আবুল হুসেন।
জনগণের অর্থনৈতিক মুক্তির উপর গুরুত্বারোপ করেন কে?
উত্তর : জনগণের অর্থনৈতিক মুক্তির উপর গুরুত্বারোপ করেন আবুল হুসেন।
ভাবাবেগের চেয়ে যুক্তিকে বড় করে দেখেছেন কে?
উত্তর : ভাবাবেগের চেয়ে যুক্তিকে বড় করে দেখেছেন আবুল হুসেন।
আবুল হুসেন কোনটিকে বড় করে দেখেছেন?
উত্তর : আবুল হুসেন যুক্তিকে বড় করে দেখেছেন।
কার মধ্যে স্বাতন্ত্র্য চিন্তা লক্ষ্য করা যায়?
উত্তর : কাজী মোতাহার হোসেনের মধ্যে স্বাতন্ত্র্য চিন্তা লক্ষ্য করা যায়।
‘যাদের আল্লাহ শুধু ঠোঁটে আর তছবিহতে তাদের থেকে সাবধান’- উক্তিটি কার?
উত্তর : ‘যাদের আল্লাহ শুধু ঠোঁটে আর তছবিহতে তাদের থেকে সাবধান’- উক্তিটি আবুল ফজলের।
বুদ্ধির যুক্তি আন্দোলনের অন্যতম একজন উদ্যোক্তার নাম লিখ।
উত্তর : বুদ্ধির যুক্তি আন্দোলনের অন্যতম একজন উদ্যোক্তার নাম কবি আব্দুল কাদির।
কবি আব্দুল কাদির বুদ্ধির যুক্তির ধারণা কোথায় বিকাশ ঘটাতে চেয়েছেন?
উত্তর : কবি আব্দুল কাদির বুদ্ধির যুক্তির ধারণা সমাজ মানসে বিকাশ ঘটাতে চেয়েছেন।
কবি আব্দুল কাদির কোন ধরনের উন্নয়নে বিশ্বাসী?
উত্তর : কবি আব্দুল কাদির ব্যক্তির ব্যক্তিত্বের উন্নয়ন এবং সে প্রভাবে সামাজিক উন্নয়নে বিশ্বাসী ছিলেন।
উনিশ ও বিশ শতকের পূর্ববাংলার সবচেয়ে উদারপন্থি আন্দোলন কোনটি? কী জাগতে
উত্তর : উনিশ ও বিশ শতকের পূর্ববাংলার সবচেয়ে উদারপন্থি আন্দোলন হলো মুসলিম সাহিত্য সমাজের আন্দোলন।
মুসলিম সাহিত্য সমাজের প্রধান সংগঠক কয়জন ও কে কে?
উত্তর : মুসলিম সাহিত্য সমাজের প্রধান সংগঠক তিন জন। যথা : ক. কাজী আব্দুল ওদুদ, খ. আবুল হুসেন ও ৩, কাজী মোতাহার হোসেন।
মুসলিম সাহিত্য সমাজের মস্তক কে?
উত্তর : মুসলিম সাহিত্য সমাজের মস্তক কাজী আব্দুল ওদুদ।
বুদ্ধির যুক্তি আন্দোলনের প্রাণশক্তি ও ভাবযোগী খ্যাত কে?
উত্তর : বুদ্ধির যুক্তি আন্দোলনের প্রাণশক্তি ও ভাবযোগী খ্যাত কাজী আব্দুল ওদুদ।
মুসলিম সাহিত্য সমাজের হস্ত-খ্যাত কে?
উত্তর : মুসলিম সাহিত্য সমাজের হস্ত-খ্যাত আব্দুল হুসেন।
মুসলিম সাহিত্য সমাজের হৃদয় খ্যাত কে? আমার
উত্তর : মুসলিম সাহিত্য সমাজের হৃদয় খ্যাত কাজী মোতাহার হোসেন।

খ বিভাগ

প্রশ্ন।।১।। বুদ্ধির মুক্তি আন্দোলন কী?
প্রশ্ন।।২।। বাঙালি দর্শনে বুদ্ধির মুক্তি আন্দোলনের অবদান কী?
প্রশ্না।।৩।। রেনেসাঁ বলতে কী বুঝ?
প্রশ্ন।।৪।। রেনেসাঁ দর্শনের বৈশিষ্ট্যগুলো সংক্ষেপে লিখ।
প্রশ্ন।।৫।। বাঙালি দর্শনের বৈশিষ্ট্যগুলো সংক্ষেপে ব্যাখ্যা কর।
প্রশ্ন।।৬।। আধুনিক যুগকে রেনেসাঁ বলা হয় কেন?
প্রশ্ন॥৭॥ প্রথম রেনেসাঁস পণ্ডিত সম্পর্কে লেখ।
প্রশ্ন।।৮।। বেঙ্গল রেনেসাঁর চারটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লিখ।
প্রশ্ন।।৯।। ফরায়েজি আন্দোলন বলতে কী বুঝ?
প্রশ্ন।।১০।। বাঙালি দর্শনের গতি প্রকৃতি ব্যাখ্যা কর।
প্রশ্ন।।১১।। বাঙালি দর্শনের স্বরূপ নিরূপণ কর।
প্রশ্না।।১২।। বাঙালির দার্শনিক ঐতিহ্য সংক্ষেপে আলোচনা কর।
প্রশ্ন।।১৩।। বাঙালির দর্শন বলতে কী বুঝ?

গ বিভাগ

প্রশ্ন।।১।। বেঙ্গল রেনেসাঁ কী? রেনেসাঁর পটভূমি আলোচনা কর।
প্রশ্ন।।২।। রেনেসাঁ দর্শনের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।
প্রশ্না।।৩।। দর্শনে রেনেসাঁর প্রভাব আলোচনা কর।
প্রশ্ন॥৪॥ বাংলাদেশ দর্শনের দার্শনিক ঐতিহ্যের একটি ঐতিহাসিক রূপরেখা দাও।
প্রশ্ন।।৫।। বাংলাদেশ দর্শন কী? বাংলাদেশ দর্শনের উদ্ভব ও বিকাশ আলোচনা কর।
প্রশ্না।।৬।। বেঙ্গল রেনেসাঁ কাকে বলে? বেঙ্গল রেঁনেসার মূল বৈশিষ্ট্য আলোচনা কর।
প্রশ্ন।।৭।। বাঙালির দর্শন কী? এর বৈশিষ্ট্যগুলো আলোচনা কর।
প্রশ্ন॥৮॥ বাঙালি দর্শনের গতিপ্রকৃতি ও সাধারণ বৈশিষ্ট্য পর্যালোচনা কর।
প্রশ্ন।।৯।। দেবেন্দনাথ ঠাকুর এবং ইয়ং বেঙ্গলের বিশেষ উল্লেখপূর্বক বেঙ্গল রেনেসাঁর মূল বৈশিষ্ট্য আলোচনা কর।
প্রশ্ন।।১০।। বাউল দর্শনের মানবতাবাদী আদর্শ ব্যাখ্যা কর।
প্রশ্ন।।১১।। বাংলাদেশ দর্শন কী? বাংলাদেশ দর্শনের উৎপত্তি ও প্রকৃতি আলোচনা কর।
প্রশ্ন।।১২।। বাউল কারা? বাউল দর্শনের মূলতত্ত্ব আলোচনা কর।
প্রশ্ন।।১৩।। বাঙালি দর্শনের উৎসসমূহ আলোচ না কর।
প্রশ্ন।।১৪।। উনিশ শতকের বাংলায় নবজাগরণ ও সংস্কার আন্দোলন সম্পর্কে লিখ।
প্রশ্ন।।১৫।। বাঙালির দর্শন বলতে কী বুঝ? সমকালীন বাঙালির দর্শনের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।
প্রশ্ন।।১৬।। ব্রাহ্ম সমাজ আন্দোলনের দার্শনিক ভিত্তি আলোচনা কর।
প্রশ্ন।।১৭।। বাংলাদেশ দর্শনে ‘ইয়ং বেঙ্গল’ বলতে কাদের বুঝানো হয়েছে? বাংলাদেশ দর্শনে ইয়ং বেঙ্গলের সফলতা কতটুকু? ব্যর্থতাই বা কতটুকু? আলোচনা কর।
প্রশ্ন।।১৮।। ইয়ং বেঙ্গল কারা? ইয়ং বেঙ্গল প্রতিষ্ঠায় হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও’র ভূমিকা বর্ণনা কর।
প্রশ্ন।।১৯।। ইয়ং বেঙ্গলদের পরিচয় দাও। বাংলায় নবজাগরণ সূচনায় তাঁদের ভূমিকা বর্ণনা কর।
প্রশ্ন।।২০।। ইয়ং বেঙ্গল বলতে কাদেরকে বুঝানো হয়েছে? বাংলাদেশ দর্শনে ইয়ং বেঙ্গলদের ভূমিকা বর্ণনা কর।
প্ৰশ্ন৷।২১।। বুদ্ধির মুক্তি আন্দোলন বলতে কী বুঝ? বাংলাদেশ দর্শনে এর ভূমিকা বর্ণনা কর।

পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!