• March 28, 2023

ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) গঠনের প্রেক্ষাপট সংক্ষেপে আলোচনা কর।

অথবা, ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) গঠনের কারণ সংক্ষেপে আলোচনা কর।
উত্তর৷ ভূমিকা :
পাকিস্তানের রাজনীতিতে বিরোধী দলের বিকাশে ন্যাশনাল আওয়ামী পার্টি গঠন অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা। আওয়ামী মুসলিম লীগের অভ্যন্তরীণ দ্বন্দ্বের ফলাফল স্বরূপ দলের সভাপতি মওলানা
আব্দুল হামিদ খান ভাসানী দল থেকে বের হয়ে গিয়ে এ দল গঠন করেন। পরবর্তীতে এ রাজনৈতিক দলটি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।
ন্যাশনাল আওয়ামী পার্টি গঠনের প্রেক্ষাপট : প্রতিষ্ঠাকালীন সময় হতেই আওয়ামী লীগের অভ্যন্তরে একটি বামপন্থি গ্রুপ বিরাজ করছিল। এ গ্রুপটি সমাজতন্ত্রকে রাষ্ট্রীয় আদর্শ ও চীন ঘেঁষা পররাষ্ট্রনীতির কট্টর সমর্থক ছিল। ১৯৫৬ সালে আওয়ামী লীগের নেতৃত্বে যুক্তফ্রন্ট কেন্দ্রে ও প্রদেশে সরকার গঠন করে। তৎকালীন আওয়ামী লীগ সভাপতি হোসেন শহীদ সোহ্রাওয়ার্দী পাকিস্তানের প্রধানমন্ত্রী নিযুক্ত হন। তিনি তখন মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে মার্কিন-পাকিস্তানের মৈত্রী বন্ধনকে দৃঢ় করার ব্যাপারে সমর্থন দান করেন। ফলে আওয়ামী লীগের মধ্যকার বামপন্থি অংশ এতে অসন্তুষ্ট হন। মওলানা আব্দুল হামিদ খান ভাসানী এ দলের নেতৃত্ব দেন এবং বিষয়টি তিনি পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের কাউন্সিলে উত্থাপন করেন। তিনি এ ব্যাপারে অধিবেশনের সকলের সমর্থন লাভ করতে না পারলেও কয়েকজনের সমর্থন লাভে সমর্থ হন। ভাসানী সমর্থনকারী কার্যকরী কমিটির নয়জন সদস্য দল থেকে পদত্যাগ করেন। তাদের সকলের ইচ্ছায় ভাসানী নতুন দল গঠনে উদ্যোগী হন। মওলানা ভাসানী ১৯৫৭ সালের ১৮ মার্চ আওয়ামী লীগের সভাপতির পদ থেকে পদত্যাগ করেন এবং ২৪ জুলাই সম্পূর্ণরূপে দল ত্যাগ করেন। মওলানা ভাসানী ১৯৫৭ সালের ৯ সেপ্টেম্বর ঢাকায় সাম্রাজ্যবাদ বিরোধীদের এক সম্মেলন আহ্বান করেন। উক্ত সম্মেলনে গণতন্ত্রী দল ও ন্যাশনাল পার্টিও যোগদান করে। সম্মেলনে উক্ত দলগুলোর সমন্বয়ে ন্যাশনাল আওয়ামী পার্টি গঠিত হয়।
উপসংহার : পরিশেষে বলা যায় যে, আওয়ামী লীগের ভিতর উপদল সৃষ্টি ও অভ্যন্তরীণ কোন্দল ছিল ন্যাশনাল আওয়ামী পার্টি গঠনের মূল কারণ। যদিও পরবর্তীতে এ দলটি আবার বিভিন্ন উপদলে ভাগ হয়ে যায়।

https://topsuggestionbd.com/%e0%a6%aa%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9a%e0%a6%ae-%e0%a6%85%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b7%e0%a6%be-%e0%a6%86%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%8b/
পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!