General Knowledge

নেতৃত্ব একটি প্রক্রিয়া আলোচনা কর।

অথবা, নেতৃত্ব একটি নিরবচ্ছিন্ন প্রক্রিয়া বর্ণনা কর।
অথবা, নেতৃত্ব একটি ধারাবাহিক প্রক্রিয়া বর্ণনা কর।
উত্তরা৷ ভূমিকা :
নেতৃত্ব শব্দটির অর্থ ব্যাপক। Leadership শব্দটি এসেছে Lead থেকে, যার অর্থ পথ দেখানো (To guide), চালিত করা (To conduct), আদেশ করা (To direct) ইত্যাদি। যিনি নেতৃত্ব দেন তাকে বলা হয় নেতা (Leader)। যে কোন সংগঠনের নেতা প্রতিষ্ঠানে নিয়োজিত লোকজনের সামগ্রিক দলটিকে অভীষ্ট লক্ষ্যের দিকে পরিচালিত করেন। নেতা সকলকে তার কাজ দ্বারা প্রভাবিত করেন তাই নেতৃত্বকে একটি কলা (Art) বলা যেতে পারে।
নেতৃত্ব একটি প্রক্রিয়া : নেতৃত্ব কোন ব্যক্তি নয়, একটি প্রক্রিয়ামাত্র। নেতৃত্ব প্রক্রিয়ার তিনটি উপাদান রয়েছে। যথা : ১. নেতা (The leader), ২. অনুগামীবৃন্দ (The followers) এবং ৩. পরিস্থিতি (Situation)। অন্যান্য অনুগামীবৃন্দ এবং বিশেষ পরিস্থিতির চাহিদা ও বৈশিষ্ট্য নেতৃত্বের অবিচ্ছেদ্য অংশ। হল্যান্ডার (১৯৭৬) নিম্নোক্ত চিত্রের মাধ্যমে নেতৃত্বের অর্থ বিশেষণ করেছেন :
উপসংহার : পার্শ্বের চিত্রে দেখা যাচ্ছে যে, নেতার সকল বৈশিষ্ট্য যেমন— প্রেষণা, দৃষ্টিভঙ্গিসহ অন্যান্য গুণাবলি, যা দলের অর্জনে প্রাসঙ্গিক, অনুগামীদের বৈশিষ্ট্য এবং চাহিদা এবং পরিস্থতিমূলক বৈশিষ্ট্য অর্থাৎ ইপ্সিত লক্ষ্য, সামাজিক কাঠামো ও সমসাময়িক অবস্থা এ তিনটি উপাদানের সংমিশ্রণেই নেতৃত্বের সৃষ্টি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!