General Knowledge

দৃষ্টবাদ বলতে কী বুঝ?

অথবা, দৃষ্টবাদ কী?
অথবা, দৃষ্টবাদ কাকে বলে?
অথবা, দৃষ্টবাদের সংজ্ঞা দাও?
উত্তরা৷ ভূমিকা :
সমাজ বিশেষণে August Comte যে পদ্ধতি ব্যবহার করেছেন তাকে বলা হয় Positive method. অর্থাৎ দৃশ্যমান সকল বিষয় নিয়ে Positive দৃষ্টিভঙ্গিতে ব্যাখ্যা করার নামই হলো Positivism বা দৃষ্টবাদ।
দৃষ্টবাদ : ১৮৩০ থেকে ১৮৪২ সালের মধ্যে রচিত অগাস্ট কোঁৎ এর বিখ্যাত ‘Positive Philosophy’ গ্রন্থের ৬ খণ্ডের মধ্যে তিনি দৃষ্টবাদকে ব্যাখ্যা করেছেন সমাজ বিশেষণের ক্ষেত্রে। Positivism এর মূলকথা হলো প্রতিটি বিষয় একটা Social Phenomena নিয়ে উপস্থিত হয়। এ Social Phenomena আমাদের দৃশ্যপটে উপস্থিত হয়। অর্থাৎ
দৃশ্যমান বস্তু বিজ্ঞানসম্মত ভাবে বিচারবিশেষণ করলে সেটিই হবে দৃষ্টবাদ। সুতরাং পদ্ধতিগতভাবে দেখলে বুঝা যায়, দৃশ্যমান বস্তুকে একটা বৈজ্ঞানিক মাত্রায় বিচারবিশেষণ করাকে দৃষ্টবাদ বলা হয়।
নিশ্চিতভাবে August Comte সমাজবিজ্ঞানের বিশেষ ব্যক্তিত্ব। তার চিন্তা ও তত্ত্বসংগত কারণেই সমাজবিজ্ঞানের কাছে মৌলিকত্বে মূল্যায়িত। ফরাসি বিপবোত্তর বিরাজমান বিশৃঙ্খলা ও অস্থিতিশীলতাকে কিভাবে দূর করা যায় এবং সমাজে কিভাবে শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনা যায় তা তিনি দৃষ্টবাদ বা Positivism এর মধ্যে ব্যাখ্যা করেছেন। দৃষ্টিবাদের মূলকথা হলো অভিজ্ঞতালব্ধ জ্ঞান ও বিজ্ঞান এক নয়। তিনি মনে করেছেন যে, পৃথিবীটা বিভিন্ন ধরনের অপরিবর্তনীয় প্রাকৃতিক নিয়ম দ্বারা শৃঙ্খলার কাঠামো বাঁধা এবং এসব নিয়মকানুনকে বিজ্ঞানসম্মত ভাবেই জানা সম্ভব। দৃষ্টবাদ হলো বাস্তব ঘটনা বা প্রপঞ্চকে কেন্দ্র করে তৈরি। অলৌকিক প্রপঞ্চের অস্তিত্ব এখানে নেই।
উপসংহার : উপরের আলোচনা হতে বলা যায়, বিজ্ঞানের মর্মবাণী হলো কল্পনাকে দৃষ্টবাদ দ্বারা এবং বিচারকে সত্য দ্বারা প্রতিষ্ঠা করা । মূলত তার তাত্ত্বিক দৃষ্টিভঙ্গির সুস্পষ্ট প্রতিফলন লক্ষ্য করা যায় ‘দৃষ্টবাদ’ তত্ত্বের মধ্যে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!