General Knowledge

দুর্নীতি বলতে কী বুঝ?

অথবা, দুর্নীতির সংজ্ঞা দাও।
অথবা, দুর্নীতি কাকে বলে?
উত্তর৷ ভূমিকা :
২০০১ সালে বাংলাদেশ বিশ্বের এক নম্বর দুর্নীতিগ্রস্ত দেশে পরিণত হয়। ২০০১ সালের ২৭ জুন প্যারিসে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই) আনুষ্ঠানিকভাবে দুর্নীতির ধারণা সূচক তথ্য বিশ্লেষণের মাধ্যমে ৯১টি দেশের নাম প্রকাশ করে। এ সূচক অনুসারে বাংলাদেশ এক নম্বর দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে পরিচিতি লাভ করে। এক সময় বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে বন্যা ও ঘূর্ণিঝড়ের দেশ হিসেবে পরিচিত ছিল।
দুর্নীতি : সাধারণ অর্থে সমাজে প্রচলিত রীতিনীতি ও মূল্যবোধ পরিপন্থি কাজ করাকে দুর্নীতি বলা হয়। অন্যভাবে বলা যায়, ঘুষ বা অনুগ্রহ দ্বারা কার্যসম্পাদনে ন্যায়পরায়ণতাকে বিকৃত করা বা ক্ষমতা ও প্রভাব প্রতিপত্তির দ্বারা কোন কার্যসম্পাদন করাকে দুর্নীতি বলে। মোটকথা, আমাদের সমাজের রীতিনীতি মূল্যবোধের প্রেক্ষিতে সুষ্ঠু ও সুন্দর সামাজিক
জীবনধারা রক্ষার জন্য যেসব নীতি প্রণীত বা প্রচলিত রয়েছে সেসব রীতিনীতিকে অমান্য বা লঙ্ঘন করা হলো দুর্নীতি।
উপসংহার : উপরের আলোচনার আলোকে বলা চলে, দুর্নীতি একটি সামাজিক ব্যাধি, তৃতীয় বিশ্বের দেশগুলোতে এ দুর্নীতির হার তুলনামূলকভাবে বেশি। সাধারনত আইনবিরোধী সামাজিক রীতিনীতি ও মূল্যবোধ পরিপন্থি কার্যাবলিকে দুর্নীতি বলে। মানুষের মূল্যবোধের অবক্ষয়, অর্থনৈতিক অবনতি, স্বজনপ্রীতি প্রভৃতি নানাবিধ কারণে সমাজে দুর্নীতি বৃদ্ধি পাচ্ছে। সুন্দর সমাজ গঠনে দুর্নীতি রোধ করা খুবই জরুরি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!