General Knowledge

দলের অসুবিধাসমূহ কী কী?

অথবা, দলের কী কী অসুবিধা থাকতে পারে বলে মনে কর ?
উত্তরা৷ ভূমিকা :
দল গঠনের প্রবণতা মানুষের মধ্যে চিরন্তন। যেহেতু মানুষ সমাজবদ্ধ জীব হিসেবে পরিচিত, সে কারণে সামাজিক নিয়মের প্রভাবে প্রভাবিত হয়ে মানুষ সহজাত প্রবৃত্তিতে দল গঠন করে। সমাজব্যবস্থার সর্বত্রই নানা ধরনের মানবগোষ্ঠী বা দলের উপস্থিতি দেখা যায়। বস্তুত সমাজব্যবস্থায় মানুষ পরস্পরের সাথে যে সম্পর্কে আবদ্ধ থাকে সে সম্পর্কই দল গঠনে মূল ভূমিকা রাখে । এসব দলের যেমন অনেক সুবিধা রয়েছে, তেমনি সুবিধার সমান্তরাল অনেক অসুবিধাও রয়েছে।
দলের অসুবিধাসমূহ : দল বা সামাজিক দলের সুবিধার পাশাপাশি বেশকিছু অসুবিধাও লক্ষণীয়। নিম্নে দলের
অসুবিধাসমূহ আলোচনা করা হলো :
১. দল কখনো কখনো উৎপাদনের এমন মানদণ্ড বা আদর্শ নির্ধারণ করে, যা সদস্যদের শারীরিক ক্ষমতার অনেক নিচে থাকে। ফলে সংগঠনের উৎপাদন সীমিত হয় এবং তা কাম্যমাত্রার নিচে নেমে আসে।
২. দল সর্বদা তার সদস্যদের উৎপাদনের নিয়ম মেনে চলার জন্য চাপ দেয়। এতে দলীয় উৎপাদনশীলতা ব্যাহত হয়।
৩. দলীয় সংযোগশীলতা কর্মক্ষেত্রে নতুন কর্মীদের গ্রহণযোগ্যতাকে জটিল করে এবং শূন্যপদ পূরণে ব্যবস্থাপনার জন্য নানাবিধ সমস্যার সৃষ্টি করে। ব্যবস্থাপনা সহজে শূন্যপদসমূহ পূরণ করতে পারে না।

  1. দল অনেক সময় অধিক উৎপাদনশীল সদস্যকে চাপের মুখে রাখে এবং তার উৎপাদন কমাতে বাধ্য করে। ব্যবস্থাপনা এদের জন্য তেমন কিছুই করতে পারে না।
    ৫. অনানুষ্ঠানিক দলের সদস্যরা কখনো কখনো সংগঠনের উদ্ভাবিত নতুন কর্মপদ্ধতিসমূহকে প্রতিরোধ করার জন্য
    ইচ্ছাকৃতভাবে তাদের উৎপাদনশীলতা কমিয়ে দেয়। অধিক সংযোগশীল দলগুলোর মধ্যে প্রচণ্ড দলীয় অনুভূতি থাকে, যার ফলে সদস্যরা সংগঠনের বিপক্ষে কার্যসম্পাদন করে। কর্মদলগুলো কখনো কখনো এত অনড় ও অনমনীয় হয় যে, ব্যবস্থাপনা এদের সাহায্যে উৎপাদন প্রযুক্তি, পদ্ধতি কিংবা প্রক্রিয়ায় পরিবর্তন আনতে পারে না।
    ৯. কর্মক্ষেত্রে গঠিত দলসমূহ কখনো কখনো ব্যবস্থাপনার নীতির বিরুদ্ধেও কাজ করে। হথর্ন গবেষণায় দেখা গেছে যে, দল বেশকিছু গুরুত্বপূর্ণ ব্যবস্থাপনীয় নীতিমালা অনুসরণ করে নি।
    ৮. দলীয় সংযোগশীলতার ফলে যে গ্রেপভাইনের সৃষ্টি হয়, তার ফলশ্রুতিতে সংগঠনে অনেক গুজবের উদ্ভব হতে
    দেখা যায়। দল কর্তৃক ইচ্ছাকৃতভাবে ব্যবস্থাপনার কাজে বাধা সৃষ্টির জন্য গুজব ছড়ানো হয় ।
    উপসংহার : উপর্যুক্ত আলোচনার পরিপেক্ষিতে বলা যায় যে, সমাজব্যবস্থার একটি অপরিহার্য এ অবিচ্ছেদ্য অংশ হলো দল। দলের সুবিধার পাশাপাশি যদিও এর কতগুলো অসুবিধা রয়েছে। দলের এই অসুবিধাসমূহ দলকে সুন্দর ও স্বচ্ছ করতে যথেষ্ট ভূমিকা পালন করে থাকে। সুতরাং আমরা বলতে পারি যে দলকে সুন্দরভাবে গড়তে হলে অসুবিধাগুলোর ভূমিকা অন্যতম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!