• March 22, 2023

তৃতীয় অধ্যায়, অখণ্ড স্বাধীন বাংলা রাষ্ট্র গঠনের প্রয়াস ও উপমহাদেশের বিভক্তি

ক-বিভাগ

কখন ভারতীয় উপমহাদেশে সাম্প্রদায়িকতার বীজ রোপিত হয়?
উত্তর: ইংরেজ শাসনামলে ভারতীয় উপমহাদেশে সাম্প্রদায়িকতার বীজ রোপিত হয়।
ঔপনিবেশিক শাসনামলে কোন ধর্মাবলম্বীরা বাংলায় সংখ্যাগরিষ্ঠ ছিল?
উত্তর: ঔপনিবেশিক শাসনামলে ইসলাম
ধর্মাবলম্বীরা বাংলায় সংখ্যাগরিষ্ঠ ছিল।
কোন শাসনামলের পূর্বে ভারতীয় উপমহাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় ছিল?
উত্তর: ব্রিটিশ শাসনের পূর্বে ভারতীয় উপমহাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় ছিল।
ব্রিটিশ সরকারের কোন পদক্ষেপ উপমহাদেশে সাম্প্রদায়িক দ্বন্দ্বের সূত্রপাত ঘটায়?
উত্তর: ব্রিটিশ সরকারের বঙ্গভঙ্গের পদক্ষেপ উপমহাদেশে সাম্প্রদায়িক দ্বন্দ্বের সূত্রপাত ঘটায়।
“সাম্প্রদায়িকতা” এর ইংরেজি প্রতিশব্দ কী?
উত্তর: “সাম্প্রদায়িকতা” এর ইংরেজি প্রতিশব্দ “Communalism”।
সাম্প্রদায়িকতা কী?
উত্তর: ধর্মের নামে যখন ধর্মাতিরিক্ত লক্ষ্য সিদ্ধির জন্য কোনো ধর্মীয় সম্প্রদায় কাজ করে তখন তাকে সাম্প্রদায়িক বলে।
ব্যুৎপত্তিগত অর্থে সাম্প্রদায়িকতা কী?
উত্তর: ব্যুৎপত্তিগত অর্থে যা কিছু সম্প্রদায়ের সাথে সংশ্লিষ্ট বা সম্প্রদায় সম্পর্কীয় সেগুলোর সমষ্টিই সাম্প্রদায়িকতা।
কত সালে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ১৮৮৫ সালের ২৭ ডিসেম্বর ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়।
কে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেন?
উত্তর: এ্যালান অক্টাভিয়ান হিউম ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেন।
ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন?
উত্তর: ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন ব্যারিস্টার উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়।
কারা উপমহাদেশে “ভাগ কর ও শাসন কর” নীতি চালু করে?
উত্তর: ইংরেজরা উপমহাদেশে “ভাগ কর ও শাসন কর” নীতি চালু করে।
চিরস্থায়ী বন্দোবস্তের প্রবক্তা কে?
উত্তর: চিরস্থায়ী বন্দোবস্তের প্রবক্তা লর্ড
কর্নওয়ালিস।
ভারতবর্ষ কত সালে ব্রিটিশ সাম্রাজ্যের অধীনে আসে?
উত্তর: ভারতবর্ষ ১৮৫৮ সালে ব্রিটিশ সাম্রাজ্যের অধীনে আসে।
ভারতীয় উপমহাদেশে কারা সূর্যাস্ত আইন চালু করে?
উত্তর: ভারতীয় উপমহাদেশে ইংরেজরা সূর্যাস্ত আইন চালু করে।
কত সালে ‘Britsh India Society’- গঠিত হয়?
উত্তর: ১৮৪৩ সালে ‘Britsh India Society’- গঠিত হয়।
British India Association সংগঠন কত সালে জন্মলাভ করে?
উত্তর: British India Association সংগঠন জন্মলাভ করে ১৮৫১ সালে।
কত সালে India Association সংগঠিত হয়?
উত্তর: ১৮৭৬ সালে India Association সংগঠিত হয়।
ব্রিটিশ সরকারের কী নীতি ছিল?
উত্তর: ব্রিটিশ সরকারের নীতি ছিল ‘ভাগ কর, শাসন কর’।
ইংরেজ লেখক হান্টারের বিখ্যাত গ্রন্থ কোনটি?
উত্তর: ইংরেজ লেখক হান্টারের বিখ্যাত গ্রন্থ The Indian Mussalmans.
কত সালে ঢাকা মুসলিম সুহৃদ সমিতি প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ১৮৮৩ সালে ঢাকা মুসলিম সুহৃদ সমিতি প্রতিষ্ঠিত হয়।
কত সালে ‘মুক্ত ভারতীয় দেশপ্রেমিক সংস্থা’ স্থাপিত হয়?
উত্তর: ১৮৮৯ সালে ‘মুক্ত ভারতীয় দেশপ্রেমিক সংস্থা’ স্থাপিত হয়।
কত সালে ‘ভারতীয় মুসলিম রক্ষা সংসদ’ স্থাপিত হয়?
উত্তর:১৮৯৩ সালে ‘ভারতীয় মুসলিম রক্ষা সংসদ’ স্থাপিত হয়।
কত সাল থেকে হিন্দু পুনর্জাগরণমূলক আন্দোলন শুরু হয়?
উত্তর:১৮৯২ সাল থেকে হিন্দু পুনর্জাগরণমূলক আন্দোলন শুরু হয়।
কাদের প্রচেষ্টায় ১৮৭৬ সালে India Association নামক সংগঠন জন্মলাভ করে?
উত্তর: সুরেন্দ্র নাথ ব্যানার্জী ও আনন্দমোহন রায়ের প্রচেষ্টায় ১৮৭৬ সালে India Association নামক সংগঠন জন্মলাভ
করে।
কত সালে ইংরেজিকে ভারতের রাজভাষা বা অফিস আদালতের ভাষা করা হয়?
উত্তর: ১৮৩৭ সালে।
১৮৩৭ সালের আগে ভারতের অফিস আদালতে কোন ভাষা প্রচলিত ছিল?
ফারসি।
উত্তর: ইংরেজরা কাদের পরাজিত করে ভারতের ক্ষমতা পায়?
উত্তর: মুসলমানদের।
মুসলমানরা ইংরেজদের সাথে কোন যুদ্ধে চূড়ান্তভাবে পরাজিত হয়?
উত্তর:১৭৫৭ সালে পলাশীর যুদ্ধে।
হিন্দু-মুসলমানদের সাম্প্রদায়িক দ্বন্দ্ব চরম আকার ধারণ করে কখন?
উত্তর: ১৯০৫ সালের বঙ্গভঙ্গের পর।
কোন ভূমি বন্দোবস্তের ফলে অনেক মুসলমান তাদের জমিদারি হারায়?
উত্তর: চিরস্থায়ী বন্দোবস্ত।
কত সালে চিরস্থায়ী বন্দোবস্ত করা হয়?
উত্তর: ১৭৯৩ সালে।
কোন বন্দোবস্তকে পরবর্তীতে চিরস্থায়ী করা হয়?
উত্তর: দশসালা বন্দোবস্তকে।
কখন নিখিল ভারত মুসলিম লীগ বা সর্বভারতীয় মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ১৯০৬ সালের ৩০ ডিসেম্বর নিখিল ভারত মুসলিম লীগ বা সর্বভারতীয় মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়।
কত সালে বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি গঠিত হয়?
উত্তর: ১৮৪৩ সালের ২০ এপ্রিল বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি গঠিত হয়।
মুসলিম লীগের সংসদ কোথায় ছিল?
উত্তর: কলকাতার আলীয়া মাদ্রাসায়।
‘হিন্দুসভা’ স্থাপিত হয় কত সালে?
উত্তর: ‘হিন্দুসভা’ স্থাপিত হয় ১৯০৭ সালে।
“One must never forget that communalism in India is a latter day phenomenon
which has grown up before our eyes”- এই উক্তিটি কার?
উক্তিটি পণ্ডিত জওহরলাল নেহেরুর।
মোহামেডান লিটারেরি সোসাইটির প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উত্তর: মোহামেডান লিটারেরি সোসাইটির প্রতিষ্ঠাতা ছিলেন নবাব আব্দুল লতিফ।
মোহামেডান লিটারেরি সোসাইটি কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: মোহামেডান লিটারেরি সোসাইটি ১৯৬৩ সালের ২ এপ্রিল প্রতিষ্ঠিত হয়।
ফরায়েজি আন্দোলনের অগ্রনায়ক কে ছিলেন?
উত্তর: ফরায়েজি আন্দোলনের অগ্রনায়ক ছিলেন হাজি শরীয়তুল্লাহ।
“দারুল হরব” শব্দের অর্থ কী?
উত্তর: “দারুল হরব” শব্দের অর্থ শত্রুকবলিত দেশ।
“ওহাবি” শব্দের অর্থ কী?
উত্তর: “ওহাবি” শব্দের অর্থ “নবজাগরণ”।
কে ভারতীয় উপমহাদেশে ওহাবি আন্দোলনের নেতৃত্ব দেন?
সৈয়দ আহমদ বেরেলভি ভারতীয় উপমহাদেশে ওহাবি আন্দোলনের নেতৃত্ব দেন।
১৯০৫ সালে কোন কোন এলাকা নিয়ে বাংলা প্রেসিডেন্সি গঠিত হয়?
উত্তর: ১৯০৫ সালে আসাম, ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগ, জলপাইগুড়ি, মালদহ ও পার্বত্য ত্রিপুরা নিয়ে পূর্ব বাংলা
ও আসাম নামে নতুন প্রদেশ গঠিত হয়।
১৯০৫ সাল পর্যন্ত ব্রিটিশ ভারতের সর্ববৃহৎ প্রদেশ ছিল কোনটি?
উত্তর: ‘বাংলা প্রেসিডেন্সি’।
বাংলা প্রেসিডেন্সির রাজধানী কোথায় ছিল?
বাংলা প্রেসিডেন্সির রাজধানী ছিল কলকাতায়।
বঙ্গভঙ্গ কী?
উত্তর: ভারতের সর্ববৃহৎ ‘বাংলা প্রদেশ’ নামক প্রদেশকে বিভক্ত করে পূর্ববঙ্গ ও আসাম প্রদেশ নামে নতুন এক প্রদেশ
সৃষ্টি করাই ইতিহাসে বঙ্গভঙ্গ নামে পরিচিত।
বঙ্গভঙ্গের সময় বাংলার শাসক ছিলেন?
উত্তর: বঙ্গভঙ্গের সময় বাংলার শাসক ছিলেন লর্ড কার্জন ।
‘বঙ্গভঙ্গ’ কত সালে হয়?
উত্তর: বঙ্গভঙ্গ’ ১৯০৫ সালে হয়।
কত সালে লর্ড কার্জন বঙ্গভঙ্গের পরিকল্পনা করেন?
উত্তর:১৯০৫ সালের ১০ জুলাই লর্ড কার্জন বঙ্গভঙ্গের পরিকল্পনা করেন।
১৯০৫ সালের কত তারিখে বঙ্গভঙ্গের ঘোষণা প্রদানকরা হয়?
উত্তর: ১৯০৫ সালের ১ সেপ্টেম্বর বঙ্গভঙ্গের ঘোষণা প্রদান করা হয়।

খ-বিভাগ

প্রশ্ন॥১॥সাম্প্রদায়িকতা বলতে কী বুঝ?
প্ৰশ্ন৷৷২৷৷সাম্প্রদায়িকতার বিকাশের ক্ষেত্রে ১৯০৫ সালের বঙ্গভঙ্গের ভূমিকা কী ছিল?

প্ৰশ্ন৷৩৷৷বঙ্গভঙ্গের প্রেখাপট কী ছিল?
প্ৰশ্ন৷॥৪॥বঙ্গভঙ্গের কারণসমূহ ব্যাখ্যা কর।
প্ৰশ্ন॥৫॥বঙ্গভঙ্গের ফলাফল বা তাৎপর্য ব্যাখ্যা কর।
প্ৰশ্ন৷৬৷৷বঙ্গভঙ্গ কেন রদ করা হয়েছিল?
প্ৰশ্ন৷॥৭॥পরবর্তী রাজনীতিতে বঙ্গভঙ্গ রদের প্রভাব বর্ণনা কর।
প্রশ্ন॥৮॥স্বদেশী আন্দোলন কী?
প্রশ্ন॥৯॥ভাগ কর শাসন কর নীতি ও এর ফলাফল কী?
প্ৰশ্ন৷১০৷দ্বিজাতি তত্ত্বে কী বলা হয়েছে?
প্রশ্ন॥১১৷৷দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা কাকে বলা হয়?
প্ৰশ্ন৷১২৷৷দ্বিজাতি তত্ত্বের গুরুত্ব আলোচনা কর।
প্ৰশ্ন৷৷১৩৷৷লাহোর প্রস্তাবের উপস্থাপক কে ছিলেন?
প্রশ্ন।১৪।লাহোর প্রস্তাবে কী বলা হয়েছে?
প্ৰশ্ন৷১৫৷লাহোর প্রস্তাবের পটভূমি ব্যাখ্যা কর।
প্রশ্ন॥১৬৷৷লাহোর প্রস্তাবের বৈশিষ্ট্যগুলো কী কী? সংক্ষেপে মূল্যায়ন কর।
প্ৰশ্ন৷৷১৭৷৷লাহোর প্রস্তাবের গুরুত্ব আলোচনা কর।
প্ৰশ্ন৷১৮৷৷লাহোর প্রস্তাবের প্রতিক্রিয়া আলোচনা কর।
প্রশ্ন৷১৯৷তুমি কী মনে কর লাহোর প্রস্তাবের মধ্যে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার বীজ নিহিত ছিল?
প্রশ্ন৷২০৷মন্ত্রিমিশন পরিকল্পনা কী? কেন ব্যর্থ হয়?
প্ৰশ্ন৷২১।মন্ত্রিমিশন পরিকল্পনা কী?
প্রশ্ন।২২।বিশাল কোলকাতা হত্যাযজ্ঞের কারণ বিশ্লেষণ কর।
প্রশ্ন৷২৩৷যুক্ত বাংলা রাষ্ট্রের গঠনের ধারণা গড়ে উঠার পিছনের কারণগুলো সংক্ষেপে আলোচনা কর।
প্রশ্ন৷২৪।১৯৪৭ সালে ভারত বিভক্তির প্রেক্ষাপট আলোচনা কর।
প্রশ্ন।২৫।স্বাধীন অবিভক্ত বাংলা গঠনের পরিকল্পনাটি সংক্ষেপে আলোচনা কর।
প্রশ্নঃ ২৬॥ ভারতকে স্বাধীনতা প্রদানে মাউন্ট ব্যাটেন কী পরিকল্পনা নেন?
প্ৰশ্ন৷২৭৷অখণ্ড বাংলা আন্দোলন পতন বা ব্যর্থতার কারণ কী?
প্ৰশ্ন৷২৮৷পাকিস্তান সৃষ্টির ঐতিহাসিক পটভূমি আলোচনা কর।
প্ৰশ্ন৷২৯৷চৌধুরী রহমত আলীর পরিচয় দাও।
প্রশ্ন।৩০৷১৯৪৭ সালে পাকিস্তান রাষ্ট্র কিভাবে গঠিত হয়?
প্রশ্ন৷৩১৷১৯৪৭ সালের আইন এর গুরুত্ব আলোচনা কর।

গ-বিভাগ

প্রশ্ন॥১॥ব্রিটিশ শাসন আমলে সাম্প্রদায়িকতার উদ্ভব কিভাবে, কোন পরিস্থিতিতে হয় আলোচনা কর ।
প্রশ্ন৷২।ঔপনিবেশিক শাসনামলে সাম্প্রদায়িকতা উদ্ভবের কারণ ও ফলাফল পর্যালোচনা কর।
প্রশ্ন।৩।ব্রিটিশ ভারতে হিন্দু ও মুসলমানের মধ্যে সাম্প্রদায়িকতার উদ্ভব ও বিকাশে ব্রিটিশ সরকারের ভূমিকা আলোচনা কর।
প্রশ্ন॥৪॥সাম্প্রদায়িকতা বলতে কী বুঝ? ঔপনিবেশিক শাসনামলে সাম্প্রদায়িকতা উদ্ভবের কারণসমূহ বর্ণনা দাও ৷
প্রশ্ন॥৫॥বঙ্গভঙ্গের কারণ ও ফলাফল আলোচনা কর।
প্রশ্ন৷৬৷১৯৪০ সালে কেন লাহোর প্রস্তাব পেশ করা হয়?
প্রশ্ন॥৭॥লাহোর প্রস্তাব কী? এর বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।
প্ৰশ্ন৷৮৷৷লাহোর প্রস্তাব এর মূলধারা বা বৈশিষ্ট্য বর্ণনা কর।
প্রশ্ন॥৯॥লাহোর প্রস্তাবের মূল প্রতিপাদ্য বিষয় কী ছিল? এ প্রস্তাবের তাৎপর্য বিশ্লেষণ কর।
প্রশ্ন॥১০৷লাহোর প্রস্তাবের মূল প্রতিপাদ্য বিষয় কী ছিল? এ প্রস্তাবের তাৎপর্য বিশ্লেষণ কর।
প্রশ্ন॥১১৷ লাহোর প্রস্তাব কি পাকিস্তান প্রস্তাব ছিল? আলোচনা কর।
প্ৰশ্ন৷১২।লাহোর প্রস্তাবের ধারাগুলো কী ছিল? লাহোর প্রস্তাবের ফলে উপমহাদেশে রাজনৈতিক ক্ষেত্রে কী প্রতিক্রিয়া হয়েছিল বর্ণনা কর।
প্রশ্ন॥১৩৷১৯৪০ সালের লাহোর প্রস্তাবের গুরুত্ব ও ফলাফল বর্ণনা কর।
প্রশ্ন॥১৪৷তুমি কি মনে কর লাহোর প্রস্তাবে অস্পষ্টতা ও সীমাবদ্ধতা বিদ্যমান ছিল? এ প্রস্তাব কি পাকিস্তান প্রস্তাব ছিল? আলোচনা কর?
প্রশ্ন৷১৫৷ভারতের পরবর্তী রাজনীতিতে লাহোর প্রস্তাবের প্রভাব আলোচনা কর।
প্রশ্ন৷১৬।তুমি কী মনে কর লাহোর প্রস্তাবের মধ্যে বাংলাদেশের স্বাধীনতার বীজ নিহিত ছিল?
প্রশ্ন৷১৭৷লাহোর প্রস্তাব গৃহীত হওয়ার ফলে ভারত বিভক্তি অনিবার্য হয়ে উঠেছিল আলোচনা কর।
প্রশ্ন॥১৮৷৷অখণ্ড বাংলা’ নিয়ে একটি প্রবন্ধ রচনা কর।
প্রশ্ন৷১৯।অখণ্ড স্বাধীন বাংলা আন্দোলনে সোহরওয়ার্দীর ভূমিকা আলোচনা কর?
প্রশ্ন৷২০৷অখণ্ড স্বাধীন বাংলা সম্পর্কিত ১৯৪৭ সালের চুক্তিমালা সম্পর্কে কী জান?
প্ৰশ্ন৷২১৷১৯৪৭ সালে ভারত কেন বিভক্ত হয়? এটা কী অপরিহার্য ছিল?
প্ৰশ্ন৷৷২২৷১৯৪৭ সালের অবিভক্ত স্বাধীন বাংলা গঠনের সংবিধানের রূপরেখা উল্লেখ কর।
প্রশ্ন।২৩।অখণ্ড বাংলা প্রতিষ্ঠায় কেন ব্যর্থ হয়? ভারত শাসন আইনের ত্রুটিগুলো আলোচনা কর।
প্ৰশ্ন৷২৪৷অখণ্ড স্বাধীন বাংলা গঠনের পরিকল্পনা ব্যাখ্যা কর, এ পরিকল্পনা ব্যর্থ হয়েছিল কেন?
প্রশ্ন৷২৫।মাউন্ট ব্যাটেন পরিকল্পনা কী? মাউন্ট ব্যাটেন পরিকল্পনার বৈশিষ্ট্য উল্লেখ কর।
প্রশ্ন৷২৬৷মন্ত্রিমিশন পরিকল্পনা কী? এর ব্যর্থতার কারণ কী ছিল?
প্ৰশ্ন৷২৭৷যুক্ত পাকিস্তানের সমস্যাবলি সংক্ষেপে আলোচনা কর।
প্রশ্ন৷২৮৷১৯৪৭ সালের ভারত স্বাধীনতা আইনের মূল ধারা বা বৈশিষ্ট্যগুলো আলোচনা কর।

পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!