General Knowledge

তুমি কী মনে কর বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে আমলাদের ভূমিকা নেতিবাচক? উত্তরের সপক্ষে যুক্তি দাও।

অথবা, বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে আমলাদের কী কী নেতিবাচক ভূমিকা রয়েছে?
উত্তর৷ ভূমিকা :
আমলাতন্ত্র আধুনিক রাজনৈতিক ব্যবস্থার একটি অপরিহার্য অঙ্গ । পৃথিবীতে রাষ্ট্র সৃষ্টির ঊষালগ্ন থেকেই আমলাতন্ত্র তার যাত্রা শুরু করে। কেননা রাষ্ট্রের প্রয়োজনে প্রতিষ্ঠিত হয়েছে শাসনতন্ত্র এবং তার প্রয়োজনে আমলাতন্ত্র। তাই রাষ্ট্রীয় প্রশাসনের অপরিহার্য অঙ্গ হিসেবে আমলাতন্ত্রের গুরুত্ব সম্পর্কে সন্দেহের অবকাশ নেই। বর্তমান বিশ্বের প্রতিটি রাষ্ট্রই কোন না কোন আমলাতান্ত্রিক ব্যবস্থা। আমলাতন্ত্র রাষ্ট্রের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। আর তাই আমলাতন্ত্রকে রাষ্ট্রের প্রাণ বলা হয়।
ম্যাক্স ওয়েবারের আমলাতন্ত্র (Bureaucracy of Max Weber) : ম্যাক্স ওয়েবার ১৮৬৪ সালে পশ্চিম জার্মানিতে জন্মগ্রহণ করেন। সুপ্রসিদ্ধ এ চিন্তাবিদ দীর্ঘকাল বিশ্বের ইতিহাসের বিভিন্ন পর্যায়ে সমাজব্যবস্থার উপর গবেষণা করার পর আমলাতন্ত্র সম্পর্কে নিজস্ব ধারণা প্রদান করেন এবং একটি আদর্শ প্রকৃতির আমলাতান্ত্রিক সংগঠন প্রতিষ্ঠা করেন। এজন্য তাঁকে আমলাতন্ত্রের জনক বলা হয়। ১৯২১ সালে তাঁর রচিত বিখ্যাত গ্রন্থ ‘Essays On Sociology’ এবং ১৯৬৪ সালে প্রকাশিত ‘Theory of Social & Economic Organization’ গ্রন্থে ম্যাক্স ওয়েবার আমলাতন্ত্র সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন এবং আধুনিক ধারণার সাথে পরিচয় করিয়ে দিয়ে আমলাতন্ত্রের আলাদা বৈশিষ্ট্য বা স্বকীয়তা নিয়ে আসেন, যা ওয়েবার এর ‘Ideal Type of Bureaucracy’ বা আদর্শ নমুনার আমলাতন্ত্র হিসেবে পরিচিত।
আমলাতন্ত্রের বৈশিষ্ট্য (Characteristics of bureaucracy) : আমলাতন্ত্রের কতকগুলো সাধারণ বৈশিষ্ট্য বিদ্যমান । ড. খুরশিদ আলমের মতে, আমলাতন্ত্রের বৈশিষ্ট্যসমূহ নিম্নরূপ :
অফিসার কর্তৃক শাসন অর্থাৎ যারা নিয়ম প্রয়োগ করে এবং সে অর্থে শাসন করে। নিয়ম প্রয়োগ করতে গিয়ে অযথা সময় নষ্ট করে এবং সে কারণে একে ‘লাল ফিতার দৌরাত্ম্য’ বলা হয়। আমলাতন্ত্র আর অদক্ষতা সমার্থে ব্যবহার করা যায়।
উপসংহার : উপর্যুক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে, ম্যাক্স ওয়েবারের আমলাতন্ত্রকে দক্ষতাভিত্তিক প্রশাসন উল্লেখ করলেও বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে আমলাদের ভূমিকা জাতীয় উন্নয়নে ইতিবাচক ভূমিকা পালন করেও এর নেতিবাচক ভূমিকা ছিল। আমলারা কারণে ও অকারণে ক্ষমতা প্রয়োগ করে দেশের আর্থসামাজিক উন্নয়নকে বাধা গ্রস্ত করে। এককথায় আমলা সর্বক্ষেত্রে তাদের কর্তৃত্ব প্রয়োগ করে থাকে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!