ডিগ্রী ৩য় বর্ষ পরীক্ষা ২০১৯ অনুষ্ঠিত ২০২১ সমাজবিজ্ঞান পঞ্চম পত্র (পরিবেশ সমাজবিজ্ঞান: ১৩২০০১) স্পেশাল শর্ট সাজেশন
#ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)
১। ‘Ecology’ শব্দের প্রবক্তা কে?
উঃ জার্মান বিজ্ঞানী আর্নেস্ট হেকেল।
২। বাস্তুতন্ত্র কোন দুটো উপাদানের সমন্বয়ে গড়ে উঠে ?
উঃআজিব উপাদান ও সজীব উপাদানের সমন্বয়ে গঠিত।
৩। সবুজ কর কি?
উঃ গ্রীন হাউজ গ্যাস উৎপাদনকারী দেশগুলোর উপর যে কর ধার্য করা হয়।
৪। CFC গ্যাসের দুটি উৎসের নাম লেখ
উঃ ক্লোরিন, ফ্লোরিন।
৫। আর্সেনিক কি?
উঃ স্বাদহীন গন্ধহীন এক ধরনের বিষাক্ত মৌলিক পদার্থ।
৬। পানিতে আর্সেনিকের সহনীয় মাত্রা কত?
উঃ ০.০৫ মি . গ্রা . / লি . বা ০.০১ পিপিএম ।
৭। কিয়োটো প্রটোকল কি?
উঃ কিয়োটো প্রোটোকল একটি বহুরাষ্ট্রীয় আন্তর্জাতিক চুক্তি যা এই চুক্তিতে স্বাক্ষরকারী রাষ্ট্রগুলিকে গ্রীনহাউজ গ্যাস নির্গমন হ্রাসের জন্য দায়বদ্ধ করে। ১৯৯৭ খ্রিষ্টাব্দের ১১ই ডিসেম্বর জাপানের কিয়োটো শহরে এই চুক্তি প্রথম গৃহীত হয় এবং ২০০৫ খ্রিষ্টাব্দের ১৬ই ফেব্রুয়ারি প্রথম কার্যকরী হয়।
৮। বায়ু দূষণ কি?
উঃবিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) মতে বায়ুমন্ডলে কোনো পদার্থ যখন এমন মাত্রায় অবস্থান করে যা মানুষ ও তার পরিবেশের জন্য ক্ষতিকর তখন সেই অবস্থাকে বায়ুদূষণ বলে।
৯। বিশ্ব ধরিত্রী সম্মেলন প্রথম কত সালে অনুষ্ঠিত হয়?
উঃ ১৯৯২ সালে।
১০। বাংলাদেশের পানি দূষণ অধ্যাদেশ কবে জারি হয়?
উঃ ১৯৭৩ সালে।
১১। পরিবেশ আদালত কি?
উঃ
১২। Eco Feminism প্রত্যয়ের ব্যবহার প্রথম কখন শুরু হয়?
উঃ ১৯৪৭ খ্রিস্টাব্দে |
১৩। প্রথম নারী সম্মেলন কোথায় এবং কখন হয়েছিল?
উঃ ১৯৭৫ সালে মেক্সিকো সিটিতে।
১৪। শিল্প বিপ্লব সর্বপ্রথম কোথায় শুরু হয়?
উঃ ইংল্যান্ডে।
১৫। ভৌত পরিবেশ কি ?
উঃ ভৌত পরিবেশ বলতে বায়ুমণ্ডল , অশ্মমণ্ডল নিয়ে গঠিত পরিবেশকে বোঝায় ।
১৬। শূন্য জনসংখ্যা বৃদ্ধি কি?
উঃ যখন কোনো দেশে জন্মহার , মৃত্যুহার ও স্থানান্তরের হার এমন পর্যায়ে থাকে যা দেশের জনসংখ্যাকে অপরিবর্তিত রাখে । এমন অবস্থাকে শূন্য জনসংখ্যা বৃদ্ধি বলা হয় ।
১৭। কোন তারিখে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় ?
উঃ ৫ জুন ৷
১৮। ইকোস্ফিয়ার কি ?
উঃ পৃথিবীতে জীব প্রতিপালনের উপযোগী যেসব অঞ্চল বিদ্যমান সেই অঞ্চলসমূহকে ইকোস্ফিয়ার একত্রে বলে ।
১৯। নির্বনায়ন কি ?
উঃ কৃত্রিম বা প্রাকৃতিক দুর্যোগ , পরিবেশ দূষণ বা যেকোনো কারণে কোনো বনভূমির বৃক্ষরাজি ধ্বংস হয়ে বৃক্ষহীন অঞ্চলে পরিণত হওয়া বা বৃক্ষরাজি হ্রাস পাওয়াকে নির্বনায়ন বলে ।
২০। বাস্তুসংস্থান কি ?
উঃ জীব ও তার পরিবেশের পারস্পরিক সম্পর্ক ও প্রভাব বিজ্ঞানের যে শাখায় আলোচনা করা হয় তাকে বাস্তুসংস্থান বলে ।
#খ_বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)
১। পরিবেশ সমাজবিজ্ঞানের সংজ্ঞা দাও। ১০০%
২। পরিবেশ কেন্দ্রীকতা বলতে কী বুঝ । ১০০%
৩। খাদ্য চক্রের বর্ণনা দাও। ১০০%
৪। জীববৈচিত্র্য ধ্বংসের কারণ লেখ। ১০০%
৫। ওজোন স্তর ক্ষয়ের প্রভাব লিখ। ১০০%
৬। নবায়নযোগ্য জ্বালানি সম্পদের উৎস সমূহ লিখ। ১০০%
৭। লিঙ্গ ও পরিবেশের সম্পর্ক সংক্ষেপে বর্ণনা কর। ১০০%
৮। নবায়ন বলতে কী বুঝ। ১০০%
৯। খাদ্য শৃঙ্খল বলতে কি বোঝায়? ৯৯%
১০। পরিবেশগত অবক্ষয় ও পরিকল্পনা কি? ৯৯%
গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)
১। পরিবেশ সমাজবিজ্ঞানের পরিধি আলোচনা কর। ১০০%
২। পরিবেশের উপাদান সমূহ আলোচনা কর। ১০০%
৩। পরিবেশের উপর জনসংখ্যার প্রভাব সম্পর্কে আলোচনা কর। ১০০%
৪। পরিবেশের উপর উন্নয়নের নৈতিক প্রভাব আলোচনা কর। ১০০%
৫। পরিবেশ সংরক্ষণে শিক্ষা ও সচেতনতার গুরুত্ব লিখ। ১০০%
৬। বাংলাদেশের প্রেক্ষিতে সামাজিক বনায়ন্নয়নে গুরুত্ব আলোচনা কর। ১০০%
৭। “বিশ্ব উষ্ণায়নের ফলে বাংলাদেশ ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্যে আছে” – যুক্তিসহ ব্যাখ্যা কর। ১০০%
৮। পরিবেশ রক্ষায় সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সরকারের গৃহীত পদক্ষেপ আলোচনা কর। ১০০%
৯। সামাজিক বনায়ন কি? বাংলাদেশে সামাজিক বনায়নের গুরুত্ব আলোচনা কর। ৯৯%
১০। “নারী ও শিশু” পরিবেশ দূষণের প্রধান শিকার” – আলোচনা কর। ৯৯%