ডিগ্রী ৩য় বর্ষ পরীক্ষা ২০১৯ অনুষ্ঠিত ২০২১ বিষয় ইসলামের ইতিহাস পঞ্চম পত্র (আধুনিক ইউরোপের ইতিহাস: ১৩১৬০১) স্পেশাল শর্ট সাজেশন
ক-বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)
১। ফরাসি বিপ্লব কত খ্রিস্টাব্দে সংঘটিত হয় ?
উঃ ১৭৮৯ খ্রিস্টাব্দে।
২। ফরাসি আইনসভাকে কী বলা হতাে ?
উঃ স্টেটস জেনারেল ।
৩। রেনেসাঁ প্রথম কোন দেশে শুরু হয় ?
উঃ ইতালিতে।
৪। জুলাই বিপ্লব কত খ্রিস্টাব্দে সংঘটিত হয় ?
উঃ ১৮৩০ সালে ।
৫। উড্রো উইলসন কে ছিলেন ?
উঃ আমেরিকার ২৮তম রাষ্ট্রপতি ।
৬। দুই জার্মানি একত্রিকরণ করেন কে ?
উঃ বিসমার্ক ।
৭। নেপােলিয়নকে কোন দ্বীপে নির্বাসন দেয়া হয় ?
উঃ নেপােলিয়নকে সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসন দেয়া হয় ।
৮। টেইলি কি ?
উঃ সম্পত্তির উপর ধার্যকৃত কর ।
৯। ভার্সাই নগরী কোথায় ?
উঃ ফ্রান্সে অবস্থিত ।
১০। কূটনৈতিক জাদুকর ’ কাকে বলা হয় ?
উঃ বিসমার্ককে ।
১১। ডুমা কী ?
উঃ রাশিয়ার জাতীয় পার্লামেন্ট ।
১২। কোন দেশকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বাফার স্টেট বলা হয় ?
উঃ বেলজিয়ামকে ।
১৩। ফরাসি বিপ্লবের মূলমন্ত্র কী ?
উঃ স্বাধীনতা , সাম্য ও ভ্রাতৃত্ব ।
১৪। দি স্পিরিট অব দি লজ ’ গ্রন্থের লেখক কে ?
উঃ ফরাসি দার্শনিক মন্টেস্কু ।
১৫। ওয়াটারলু যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংঘটিত হয় ?
উঃ ওয়াটারলু যুদ্ধ ১৮১৫ খ্রি : সংঘটিত হয় ।
১৬। নেপােলিয়ন কোড কি ?
উঃ বইয়ে দেখে নিও.
১৭। ইয়াং ইতালি আন্দোলনের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?
উঃ জোসেফ ম্যাজিনি।
১৮। কাকে ইউরােপের রুগ্নব্যক্তি বলা হয় ?
উঃ তুরস্ককে ইউরােপের রুগ্ন ব্যক্তি বলা হয় ।
১৯। বার্লিন চুক্তি কখন স্বাক্ষরিত হয় ?
উঃ বার্লিন কংগ্রেস অনুষ্ঠিত হয় ১৮৭৮ সালে ।
২০। বলশেভিক বিপ্লব কত সালে সংঘটিত হয় ?
উঃ বলশেভিক বিপ্লব ১৯১৭ সালে হয়েছিল ।
২১। বল্কান অঞ্চলভুক্ত দুইটি দেশের নাম লিখ ।
উঃ গ্রীস ও সার্বিয়া ।
২২। কাকে আধুনিক রাশিয়ার জনক বলা হয় ?
উঃ পিটার দ্যা গ্রেটকে ।
২৩। নাতসিবাদের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?
উঃ এডলফ হিটলার ।
২৪। “ ভেটো ‘ শব্দের অর্থ কি ?
উঃ আমি ইহা মানিনা ।
২৫। ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা কে ছিলেন ?
উঃ ঘােড়শ লুই ।
২৬। কোন সময়কালকে “মেটারনিকযুগ” বলা হয়
উঃ বইয়ের নাও।
২৭। ফেব্রুয়ারি বিপ্লব কখন সংঘটিত হয় ?
উঃ ১৮৪৮ খ্রিস্টাব্দে ।
২৮। বিসমার্ক কে ছিলেন ?
উঃ জার্মানির চ্যান্সেলর ।
২৯। গ্রিক স্বাধীনতা যুদ্ধ কখন সংঘঠিত হয় ?
উঃ ১৮২১সালে।
৩০। বার্লিন শহরটি কোথায় অবস্থিত ?
উঃ জার্মানিতে।
৩১। বলকান লীগ কখন গঠিত হয় ?
উঃ বলকান লীগ গঠিত হয় ১৯১২ সালে ।
৩২। প্রথম বিশ্বযুদ্ধ কত সালে সংঘটিত হয় ?
উঃ ১৯১৪ সালের ২৮ জুলাই ।
৩৩। মুসোলিনি কে ছিলেন ?
উঃ ইতালির ফ্যাসিস্ট দলের নেতা।
৩৪। হিটলার কে ছিলেন ?
উঃ জার্মানির চ্যান্সেলর ও নাৎসিবাহিনীর প্রতিষ্ঠাতা।
৩৫। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় কত সালে ?
উঃ ১৯৩৯ সালের ১এ সেপ্টেম্বর।
৩৬। উইনস্টাইন চার্চিল কে ছিলেন
উঃ দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন বৃটেনের প্রধানমন্ত্রী।
৩৭। UNO কী ?
উঃ United Nations Organization.
৩৮। ‘The Social Contract’ গ্রন্থের লেখক কে ?
উঃ জ্যা জ্যাক রুশাে ।
৩৯। মেটারনিক কে ছিলেন?
উঃ অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী।
৪০। গবেলা কোন ধরনের কর ?
উঃ লবণ কর।