ডিগ্রী প্রথম বর্ষ পরীক্ষা ২০২০ অনুষ্ঠিত ২০২২ মনোবিজ্ঞান প্রথম পত্র (সাধারণ মনোবিজ্ঞান:১১৩৪০১) স্পেশাল রকেট সাজেশন ৯৯% কমন ইনশাল্লাহ।
ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)
১। পূর্ণরূপ লিখ-WAIS, QI, TAT, MMPI, SQ3R, VMH, AVL.
২। শিক্ষন – বিস্তৃতি = ?
উঃ শিক্ষণ – বিস্মৃতি = স্মৃতি৷
৩। ‘ Psychology ‘ শব্দটি কোন শব্দ থেকে এসেছে ?
উঃ ‘Psychology’ যা দু’টি গ্রিক শব্দ ‘Psyche’ যার অর্থ মন বা আত্মা এবং logos অর্থ বিজ্ঞান থেকে উৎপত্তি হয়েছে।
৪। মনোবিজ্ঞানের যে কোনো দুটি মৌলিক শাখার নাম লিখ ।
উঃ মনোবিজ্ঞানের যেকোন চারটি শাখার নাম হলো — শিক্ষা , মনোবিজ্ঞান , শিশু ও চিকিৎসা মনোবিজ্ঞান।
৫। কে প্রথম মনোবিজ্ঞানকে আচরণের বিজ্ঞান হিসেবে সংজ্ঞায়িত করেন?
উঃ জে . বি . ওয়াটসন , ১৯১৩ সালে।
৬। কোথায় প্রথম মনোবিজ্ঞানের গবেষণাগার স্থাপিত হয়?
উঃ মনোবিজ্ঞানের প্রথম গবেষণাগার উইলহেলম উন্ড দ্বারা জার্মানের লিপজিক শহরে ১৮৭৯ সালে স্থাপিত হয়।
৭। মূলার – লায়ার কি ধরনের অধ্যাস?
উঃ মুলার লায়ার হলো জ্যামিতিক অধ্যাস।
৮। থর্নডাইকের শিক্ষণ প্রক্রিয়ার নাম কী?
উঃ প্রচেষ্টা ও ভুল শিক্ষণ।
৯। আবেগের সময় কোন গ্রন্থি সক্রিয় ভূমিকা পালন করে?
উঃ আবেগের সময় প্রধান ভূমিকা পালন করে এড্রিনাল গ্রন্থি।
১০। দুটি জৈবিক প্রেষণার নাম লিখ।
উঃ দুটি জৈবিক প্রেষণার নাম হলো : ক্ষুধা ও বিশ্রাম।
১১। বুদ্ধ্যাংকের সূত্রটি লিখ ।
উঃ
১২। বিস্মৃতির অবদমন তত্ত্ব কে প্রবর্তন করেন? মনোঃসমীক্ষণ তত্ত্বের প্রতিষ্ঠাতা কে ?
উঃ ফ্রয়েড।
১৩। প্রাণীদের দলবদ্ধ হয়ে থাকার ইচ্ছাকে কী বলে?
উঃ প্রাণীদের দলবদ্ধ হয়ে থাকার ইচ্ছাকে জৈবিক প্রেষণা বলে।
১৪। ব্যক্তিত্ব পরিমাপে সাক্ষাৎকার কোন ধরনের অভীক্ষা?
উঃ ব্যক্তিত্ব পরিমাপে সাক্ষাৎকার হলো- অপেক্ষপণমূলক অভীক্ষা৷
১৫। প্রত্যক্ষণ সংগঠনের দুটি জৈবিক উপাদান লিখ।
উঃ চাহিদা ও আবেগ।
১৬। অলীকবীক্ষণ কী?
উঃ বাস্তবে কোনো উদ্দীপক নেই অথচ তাকে প্রত্যক্ষণ করা হয় , এরূপ প্রত্যক্ষণই অলীক প্রত্যক্ষণ বা অলীক বীক্ষণ।
১৭। সুপ্ত শিখন কি?
উঃ সুপ্ত শিক্ষণ হলো এমন একটি শিক্ষণ প্রক্রিয়া , যাতে প্রাণী একটি নতুন শিক্ষণ আয়ত্ত করে।
১৮। প্রেষণা কি ?
উঃ প্রেষণা হচ্ছে এমন একটি প্রছন্ন মনস্তাত্ত্বিক অবস্থা । যা প্রাণী বা জীবকে কোনো নির্ধারিত লক্ষ্যে উপনীত হওয়ার জন্য উৎসাহিত ও প্ররোচিত করে ।
১৯। দুটি জৈবিক প্রেষণার উদাহরণ লেখ ।
উঃ ক্ষুধা , তৃষ্ণা , নিদ্রা , কাম , মাতৃত্ব , বিশ্রাম ইত্যাদি।
২০। স্বল্পস্থায়ী স্মৃতির স্থায়িত্বকাল কত ?
উঃ ২০ সেকেন্ড।
২১। মনোবিজ্ঞানের কোন পদ্ধতি বৈজ্ঞানিক নিয়মনীতি অনুসরণ করে ?
উঃ বৈজ্ঞানিক পদ্ধতি।
২২। প্রত্যক্ষণের পূর্বশর্ত কী ?
উঃ প্রত্যক্ষণের পূর্বশর্ত দুটি। যথা -১ . উদ্দীপক উপাদান অর্থাৎ নৈকট্য , সাদৃশ্য , ধারাবাহিকতা ইত্যাদি এবং ২. জৈবিক উপাদান অর্থাৎ ঝোঁক বা প্রবণতা , চাহিদা , আবেগ ইত্যাদি।
২৩। বাস্তব উদ্দীপককে ভ্রান্তভাবে প্রত্যক্ষণ করাকে কী বলে ?
উঃ কোনো বাস্তব উদ্দীপককে ভ্রান্তভাবে প্রত্যক্ষণ করার নামই হচ্ছে অধ্যাস বা ভ্রান্ত প্রত্যক্ষণ।
২৪। প্রত্যক্ষণের তৃতীয় মাত্রাকে কী বলে?
উঃ প্রত্যক্ষণের তৃতীয়মাত্রাকে ‘ বেধ ’ বলে।
২৫। কোন ধরনের প্রেষণা শিক্ষণ ছাড়া উৎপন্ন হয় ?
উঃ জৈবিক প্রেষণা।
২৬। মনোবিজ্ঞানের প্রথম গবেষণাগার কখন এবং কোথায় স্থাপিত হয় ?
উঃ জার্মানীর লিপ জিগ বিশ্ববিদ্যালয়ে । ১৮৭৯ সালে।
২৭। প্রত্যক্ষণ সংগঠনের উপাদানগুলো কি ?
উঃ ১. উদ্দীপক উপাদান এবং ২. জৈবিক উপাদান৷
২৮। প্রেষণা চক্র সর্বশেষ ধাপ কোনটি ?
উঃ সন্তুষ্টি অর্জন।
২৯। ব্যক্তিত্ব পরিমাপে সাক্ষাৎকার কোন ধরনের অভীক্ষা ?
উঃ ব্যক্তিত্ব পরিমাপের সাক্ষাতকার হলো অপ্রেক্ষপনমূলক অভীক্ষা।
৩০। মানসিক প্রক্রিয়া কি ?
উঃ যে ক্রিয়া চিন্তন , স্মৃতি , আবেগ , স্বপ্ন , প্রত্যক্ষণ বিষয়ে আলোচনা করে তাকে মানসিক প্রক্রিয়া বলে।
৩১। মনোবিজ্ঞান কোন ধরনের বিজ্ঞান ?
উঃ মনোবিজ্ঞান প্রাণীর আচবণ সম্বন্ধীয় বিজ্ঞান।
৩২। জ্যামিতিক অধ্যাসের একটি উদাহরণ দাও ৷
উঃ মুলার- লায়ার অধ্যাস।
৩৩। প্রত্যক্ষণের তৃতীয় মাত্রাকে কি বলে ?
উঃ অনুষঙ্গ৷
৩৪। প্যাভলভের পরীক্ষণের সাপেক্ষ উদ্দীপক কোনটি ?
উঃ কুকুর ।
৩৫। সামাজিক প্রেষণার দুটি উদাহরণ দাও।
উঃ সামাজিক প্রেষণার দুটি উদাহরণ হলো- ১. নিরাপত্তা ও ২. খ্যাতি ।
৩৬। ওয়েসলারের বুদ্ধি অভীক্ষার উপ – অভীক্ষা কয়টি ?
উঃ ওয়েসলারের বুদ্ধি অভীক্ষার উপ – অভীক্ষা ১১ টি।
৩৭। স্বল্পস্থায়ী স্মৃতির স্থায়িত্বকাল কত?
উঃ ২০ সেকেন্ড।
৩৮। ‘Persona’ শব্দের অর্থ কি ?
উঃ ‘Persona’ শব্দের অর্থ ব্যক্তি।
খ_বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)
১। মনোবিজ্ঞানের আধুনিক সংজ্ঞা ব্যাখ্যা কর। ১০০%
২। মনোবিজ্ঞানের শাখাসমূহের নাম লিখ। ১০০%
৩। শিক্ষণ কি? শিক্ষণের উপাদান বা শর্তসমূহ কি? ১০০%
৪। গভীর প্রত্যক্ষণ কি? ব্যাখ্যা কর। ১০০%
৫। স্মৃতি কি? স্মৃতির প্রকারভেদ সংক্ষেপে বর্ণনা কর। ১০০%
৬। অন্তঃমুখী ও বহিঃমুখী ব্যক্তিত্বের বর্ণনা দাও। ১০০%
৭। প্রেষিত আচরণের বৈশিষ্ট্যগুলো বর্ণনা কর। ১০০%
৮। পরীক্ষণ পদ্ধতির সুবিধা ও অসুবিধা বর্ণনা কর। ১০০%
৯। স্বল্পস্থায়ী স্মৃতি ও দীর্ঘস্থায়ী স্মৃতির পার্থক্য দেখাও। ৯৯%
১০। প্রত্যক্ষণে প্রতীক – পটভূমি ব্যাখ্যা কর। ৯৯%
১১। অন্তর্দৃষ্টিমূলক শিক্ষণ কি? ৯৯%
১২। ব্যক্তিত্ব কি? ব্যক্তিত্বের নির্ধারকগুলো কি কি? ৯৯%
গ_বিভাগ (রচনামূলক প্রশ্ন)
১। বিজ্ঞান হিসাবে মনোবিজ্ঞানের স্থান মূল্যায়ন কর। ১০০%
২। প্রত্যক্ষণ সংগঠনের উদ্দীপক উপাদানসমূহ উদাহরণসহ আলোচনা কর। ১০০%
৩। প্যাভলভের পরীক্ষণ উল্লেখপূর্বক চিরায়ত সাপেক্ষীকরণের বর্ণনা দাও। ১০০%
৪। স্মৃতি কি? স্মৃতি পরিমাপের পদ্ধতিগুলো বর্ণনা কর। ১০০%
৫। শিক্ষণে বলবৃদ্ধির অনুসূচিসমূহ আলোচনা কর। ১০০%
৬। ব্যক্তিত্ব পরিমাপে দুটি প্রক্ষেপণমূলক অভীক্ষা বর্ণনা কর। ১০০%
৭। তৃঞ্চার বা ক্ষুদার শারীরবৃত্তীয় ভিত্তি বর্ণনা কর। ১০০%
৮। ওয়েসলারের বয়স্ক বুদ্ধি অভীক্ষা বর্ণনা কর। ১০০%
৯। ব্যক্তিভিত্তিক ও দলগত বুদ্ধি অভীক্ষার মধ্যে পার্থক্য বর্ণনা কর। ৯৯%
১০। প্রেষণা চক্র বর্ণনা কর এবং প্রেষিত আচরণের বৈশিষ্ট্যগুলো আলোচনা কর। ৯৯%
১১। ব্যক্তিত্ব কি? ব্যক্তিত্ব পরিমাপে সাক্ষাৎকার পদ্ধতি আলোচনা কর। ১০০%
১২। মনোভাবের সংজ্ঞা দাও। মনোভাবের ব্যক্তিনিষ্ঠ শর্তাবলি আলোচনা কর। ৯৯%