ডিগ্রী প্রথম বর্ষ পরীক্ষা ২০২০ অনুষ্ঠিত ২০২২ মনোবিজ্ঞান দ্বিতীয় পত্র (পরীক্ষণ মনোবিজ্ঞান: ১১৩৪০৩) রকেট স্পেশাল সাজেশন ৯৯% কমন ইনশাল্লাহ।

ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)

১। মনোবিজ্ঞানের ইংরেজি প্রতিশব্দ কি?
উঃ ‘Psychology’।
২। প্রকল্প কী ?
উঃ সমাধানযোগ্য এবং প্রমাণিতব্য উক্তিকে প্রকল্প বলা হয়।
৩। চল কী ?
উঃ চল হচ্ছে এমন এক ধরনের মান , গুণ . অবস্থা , বৈশিষ্ট্য যা বৈজ্ঞানিক গবেষণায় কোনো নির্দিষ্ট উদ্দেশ্যে অনুসন্ধান করা হয় এবং যা প্রেক্ষাপট অনুযায়ী বিভিন্নভাবে প্রকাশ পায়।
৪। সমস্যা কী ?
উঃ সমস্যা সমধানের সাথে চিন্তন প্রক্রিয়ার গভীর সম্পর্ক রয়েছে । সমস্যামূলক পরিস্থিতিতে ব্যক্তি কতগুলো অভ্যন্তরীণ প্রক্রিয়ার মাধ্যমে অগ্রসর হয় । যেমন- এক স্থান থেকে অন্য আরেকটি স্থানে যাবার জন্য পথ বাছাই করা বা মূল পথ দিয়ে যেতে অসুবিধা হলে বিকল্প পথ নির্বাচন করা।
৫। প্রতিক্রিয়া কোন ধরনের চল?
উঃ প্রতিক্রিয়া হলো নির্ভরশীল চল।
৬। প্রতিক্রিয়া কাল কী ?
উঃ কোনো উদ্দীপকের উপস্থাপনায় আরম্ভ সময় থেকে ৭ ও আরম্ভ করে এর প্রতি প্রতিক্রিয়ায় যে সময় ব্যয় হয় তাকে প্রতিক্রিয়ার সময়কাল বা প্রতিক্রিয়া কাল বলে।
৭। নকশা কী?
উঃ নকশা হচ্ছে এক ধরনের পরিকল্পনা।
৮। উদ্দীপক কী ?
উঃ যে শক্তি জীবদেহ কে কোনো প্রকারে বা উহার কোনো স্থানে উত্তেজিত করে তাকে উদ্দীপক বলে৷
৯। প্রতিক্রিয়া কাল কি?
উঃ কোনো উদ্দীপকের উপস্থাপনায় আরম্ভ সময় থেকে আরম্ভ করে এর প্রতি প্রতিক্রিয়ায় যে সময় ব্যয় হয় তাকে । প্রতিক্রিয়ার সময়কাল বা প্রতিক্রিয়া কাল বলে।
১০। কে সর্বপ্রথম পূর্ণাঙ্গ মনোবিজ্ঞান গবেষণাগার স্থাপন করেন?
পরীক্ষণ মনোবিজ্ঞানের জনক বলা হয় কাকে ?
উঃ উইলহেম উন্ড।
১১। পরীক্ষণ কত প্রকার?
উঃ পরীক্ষণ প্রধানত দুই প্রকার । যথা- ১. অনুসন্ধানমূলক পরীক্ষণ , ২. নিশ্চিতমূলক পরীক্ষণ।
১২। বয়স কোন ধরনের চল?
উঃ বয়স হলো যোগ সাধনকারী বা মধ্যবর্তী চল।
১৩। বাহ্যিক চল কী?
উঃ বাহ্যিক পরিবেশ থেকে যে চলের উদ্ভব হয় তাকে বাহ্যিক চল বলে।
১৪। পরীক্ষণ পরিকল্পনার প্রথম ধাপের নাম কী ?
উঃ পরীক্ষণ পরিকল্পনার প্রথম ধাপের নাম হলো “ পরীক্ষণের নামকরণ ”।
১৫। কোন পদ্ধতিকে বৈজ্ঞানিক পদ্ধতি বলা হয় ?
উঃ পরীক্ষণ পদ্ধতিকে বৈজ্ঞানিক পদ্ধতি বলা হয়।
১৬। পরীক্ষণ মনোবিজ্ঞান চর্চা সর্বপ্রথম কোন দেশে শুরু হয়েছিল ?
উঃ পরীক্ষণ মনোবিজ্ঞান চর্চা সর্বপ্রথম জার্মানীতে শুরু হয়েছিল।
১৭। পরীক্ষণ পদ্ধতি কি ?
উঃ কোনো বিশেষ উদ্দেশ্যে পরিচালিত হয়ে নিয়ন্ত্রণাধীন তিন অবস্থায় কোনো মানসিক প্রক্রিয়াকে নিরীক্ষণ করার যে প্রণালি তাকে পরীক্ষণ পদ্ধতি বলে।
১৮। চলের প্রকারভেদগুলো উল্লেখ কর ।
উঃ চল প্রধানত চার প্রকার । যথা ১. নিরপেক্ষ বা অনির্ভরশীল চল , ২. সাপেক্ষ চল বা নির্ভরশীল , ৩. মধ্যবর্তী চল ও ৪. বাহ্যিক চল।
১৯। বৈজ্ঞানিক পদ্ধতি কোনটি ?
উঃ পরীক্ষণ পদ্ধতিকে বৈজ্ঞানিক পদ্ধতি বলে মনে করা হয়।
২০। সমস্যার দুটি উৎসের নাম লিখ?
উঃ ১. পূর্ববর্তী গবেষণা , ২. সাহিত্য পর্যালোচনা।
২১। বাহ্যিক চল নিয়ন্ত্রণের দুটি কৌশলের নাম লিখ ।
উঃ ১. পরীক্ষণ দল , ২. নিয়ন্ত্রিত দল।
২২। কোথায় প্রথম পূর্ণাঙ্গ মনোবিজ্ঞান গবেষণাগার প্রতিষ্ঠিত হয় ?
উঃ উইলহেলম উন্ড জার্মানির লিপজিগ ( Leipzig ) বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগে সর্বপ্রথম একটি পরীক্ষাগার স্থাপন করেন।
২৩। দ্বৈচয়িত দুই দলীয় নকশার ফলাফল ব্যাখ্যায় কোন
পরিসংখ্যানিক অভীক্ষা ব্যবহৃত হয় ?
উঃ
২৪। পরীক্ষণ মনোবিজ্ঞান কোন পদ্ধতিতে উপাত্ত সংগ্রহ করে?
উঃ পরীক্ষণ মনোবিজ্ঞান পরীক্ষণ পদ্ধতিতে উপাত্ত সংগ্রহ করে।
২৫। প্রেষণা কোন ধরনের চল ?
উঃ
২৬। প্রতিক্রিয়া স্থায়িত্বকাল কি ?
উঃ উদ্দীপকের উপস্থাপনের সময় থেকে শুরু করে প্রতিক্রিয়ার যে সময় ব্যয় হয় তাকে প্রতিক্রিয়ার স্থায়িত্বকাল বলে।
২৭। পরীক্ষণ কাকে বলে?
উঃ পরিকল্পিত ভাবে এবং নিয়ন্ত্রিত পরিব েশে উদ্দীপক উপস্থাপন করে প্রতিক্রিয়া পরিমাপ বা উপাত্ত সংগ্রহ করাকে পরীক্ষণ বলে।
২৮। বস্তুনিষ্ঠতা কোন পদ্ধতির বৈশিষ্ট্য ?
উঃ পরীক্ষণ পদ্ধতির।
২৯। পরীক্ষণমূলক দলের উপর কোন চল প্রয়োগ করা হয় ?
উঃ নির্ভরশীল চল।
৩০। সমতা নির্ধারক চল বলতে কি বোঝায় ?
উঃ যে নির্ধারক চল সমানভাবে পরিচালিত হয় তাকে সমতা নির্ধারক চল বলে।
৩১। প্রকল্পের নির্ণায়কগুলো কি ?
উঃ প্রকল্পের নির্ণায়কগুলো হলো – ১. নকশাগত নির্ণায়ক , ২. বিষয়বস্তু নির্ণায়ক , ৩. উদ্দেশ্যমূলক নির্ণায়ক ও ৪. ফলাফলগত নির্ণায়ক।
৩২। সমস্যা সমাধানের জন্য কি প্রয়োজন ?
উঃ সমস্যা সমাধানের জন্য গবেষণা প্রয়োজন।
৩৩। উদ্দীপক কোন ধরনের চল ?
উঃ উদ্দীপক হলো জৈবিক চল।
৩৪। অন্তর্বর্তী চল কী ?
উঃ যেসব চলক অনির্ভরশীল ও নির্ভরশীল চলকের মধ্যে সংযোগ স্থাপন করে সেসব চলককে অন্তর্বর্তী চল বলে।
৩৫। বৈজ্ঞানিক পদ্ধতি কী ?
উঃ বৈজ্ঞানিক পদ্ধতি হল দৃষ্ট ঘটনায় মতামত , অভিব্যক্তি বা অনুমান যাচাইকরণের একটি সুশৃঙ্খল প্রক্রিয়া।
৩৬। ২ × ২ উপাদানভিত্তিক নক্‌শা কী ?
উঃ যে নকশায় অনির্ভরশীল চল থাকে এবং প্রতিটি চলের দুটি মাত্রা থাকে এবং এতে চারটি পরীক্ষণের শর্ত থাকে তাকে ২ × ২ উপাদানভিত্তিক নক্শা বলে।
৩৭। কোন পদ্ধতির মাধ্যমে কার্য – কারণ সম্পর্ক নির্ণয় করা যায় ?
উঃ পরীক্ষণ পদ্ধতির মাধ্যমে কার্য – কারণ সম্পর্ক নির্ণয় করা যায়।

খ_বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)

১। পরীক্ষণ মনোবিজ্ঞানের সংজ্ঞা দাও। ১০০%
২। প্রকল্পের প্রকারভেদ/ধরন বর্ণনা কর। ১০০%
অথবা, চলের প্রকারভেদ সংক্ষেপে বর্ণনা কর।
৩। প্রকল্প কী? প্রকল্পের উতসসমূহ লিখ। ১০০%
৪। এক‌টি উত্তম নকশার বৈশিষ্ট্য লিখ। ১০০%
৫। সরল দৈবচয়ত নকশা ব্যাখ্যা কর। ১০০%
৬। উপাদানভিত্তিক নকশা বলতে কি বুঝায়? ১০০%
৭। পরীক্ষণমূলক দল ও নিয়ন্ত্রণমূলক দল ব্যাখ্যা কর। ১০০%
অথবা, পরীক্ষণ দল ও নিয়ন্ত্রিত দল বলতে কি বুঝায়?
৮। চলের বা বাহ্যিক চলের নিয়ন্ত্রণ বলতে কি বুঝ? ১০০%
৯। গবেষণা সমস্যা কি? গবেষণা সমস্যার ক্ষেত্র নির্বাচনের ধাপ চারটি উল্লেখ কর। ১০০%
অথবা, সমস্যা নির্বাচনে বিবেচ্য বিষয়গুলি কি?
১০। অনির্ভরশীল চল বলতে কী বুঝায়? ১০০%
১১। বিভিন্ন প্রকার পরীক্ষণ বর্ণনা কর। ৯৯%
১২। পরীক্ষণ নকশার গুরুত্ব উল্লেখ কর। ৯৯%
১৩। নাস্তি প্রকল্প কী? ব্যাখ্যা কর। ৯৯%
১৪। দৈব চয়িত দুই দলীয় নকশা এবং তুল্য দুই দলীয় নকশার পার্থক্য কর। ৯৯%
১৫। বৈজ্ঞানিক পদ্ধতির বৈশিষ্ট্য লিখ। ৯৯%

গ_বিভাগ (রচনামূলক প্রশ্ন)

১। পরীক্ষণ মনোবিজ্ঞান কি? পরীক্ষণ মনোবিজ্ঞানের পরিসর আলোচনা কর। ১০০%
অথবা, পরিক্ষণ মনোবিজ্ঞানের পরিধি ও বিষয়বস্তু আলোচনা কর।
২। প্রকল্প কী? এক‌টি ভালো প্রকল্পের বৈশিষ্ট্যসমূহ বর্ণনা কর। ১০০%
৩। নকশা কী? এক‌টি ভালো/উত্তম পরীক্ষণ নকশার বৈশিষ্ট্যগুলো বর্ণনা কর। ১০০%
৪। প্রতিবেদন কী? এক‌টি পরীক্ষণ প্রতিবেদন লেখার ধাপসমূহ বর্ণনা কর। ১০০%
৫। সমস্যার সংজ্ঞা দাও। সমস্যার সংজ্ঞায়নের কৌশলগুলো বর্ণনা কর। ১০০%
৬। পরীক্ষণ পদ্ধতি কী? পরীক্ষণ পদ্ধতির বৈশিষ্ট্যগুলো আলোচনা কর। ১০০%
৭। চল নিয়ন্ত্রণ কি? বাহ্যিক চল নিয়ন্ত্রণের কৌশলসমূহ আলোচনা কর। ১০০%
৮। তুল্য দুই দলীয় নকশা বর্ণনা কর। রকেট সাজেশন।। ১০০%
৯। দৈবচয়ত দুইদলীয় নকশা উদাহরণসহ আলোচনা কর। ১০০%
১০। সুবিধা – অসুবিধাসহ বহুদলীয় নকশা আলোচনা কর। ৯৯%
অথবা, সুবিধা – অসুবিধাসহ পরীক্ষণ পদ্ধতি আলোচনা কর।
১১। উদাহরণসহ উপাদানভিত্তিক নকশা আলোচনা কর। ১০০%
১২। সমস্যা কী? সমস্যার উতসসমূহ আলোচনা কর। ৯৯%
অথবা, প্রকল্প কী? প্রকল্পের উতসসমূহ আলোচনা কর। ৯৯%
১৩। এক‌টি পরীক্ষণ পরিকল্পনার বিভিন্ন ধাপ আলোচনা কর। ৯৯%
১৪। গবেষণা কী? গবেষণা প্রতিবেদনের প্রয়োজনীয়তা আলোচনা কর। ৯৯%