ডিগ্রী দ্বিতীয় বর্ষ পরীক্ষা ২০১৯ অনুষ্ঠিত ২০২১ বিষয় ইতিহাস চতুর্থ পত্র (বিষয় কোড : ১২৩০০৩) স্পেশাল শর্ট সাজেশন
ক-বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)
১। কত সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি লাভ করে ?
উঃ ১৭৬৫ সালে।
২। দ্বৈত শাসন কে প্রবর্তন করেন ?
উঃ রবার্ট ক্লাইভ।
৩। চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন ?
উঃ কর্ণওয়ালিশ।
৪। লর্ড ওয়েলেসলি কে ছিলেন?
উঃ ব্রিটিশ ভারতের প্রথম সাম্রাজ্যবাদী গভর্নর জেনারেল।
৫। দ্বৈত শাসনের অবসান ঘটে কখন ?
উঃ ১৭৭২ সালে।
৬। কখন সতীদাহ প্রথা রহিত করা হয় ?
উঃ ১৮২৯সালে।
৭। আলীগড় আন্দোলন কে শুরু করেছিলেন ?
উঃ স্যার সৈয়দ আহমেদ।
৮। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ?
উঃ উমেশ চন্দ্র চট্টোপাধ্যায়
৯। বঙ্গভঙ্গ হয় কখন
উঃ১৯০৫ সালে।
১০। মুসলিম লীগ কখন প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৯০৬ সালে।
১১। রেগুলেটিং অ্যাক্ট কবে প্রণীত হয় ?
উঃ ১৮৮৪।
১২। দ্বিতীয় বাহাদুর শাহকে কোথায় সমাহিত করা হয়েছিল ?
উঃ ইয়াংগুনে।
১৩। হাজী শরীয়তুল্লাহ কে ছিলেন ?
ফরাজি আন্দোলনের প্রবর্তক ছিলেন
১৪। তিতুমীরের বাঁশের কেল্লা কোথায় অবস্থিত ছিল?
উঃ কলকাতার নিকটবর্তী নারকেলবাড়িয়া নামক স্থানে।
১৫। কার প্রচেষ্টায় বিধবা বিবাহ আইন চালু হয় ?
উঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
১৬। মোহামেডান লিটারেরি সোসাইটি কে প্রতিষ্ঠা করেন ?
উঃ নওয়াব আব্দুল লতিফ।
১৭। ব্রাহ্মসমাজের প্রতিষ্ঠাতা কে ?
উঃ রাজা রামমোহন রায়।
১৮।বঙ্গভঙ্গের সময় ভারতের গভর্নর কে ছিলেন ?
উঃ লর্ড কার্জন।
১৯। কোন আইনের মাধ্যমে ভারতে ব্রিটিশ শাসনের অবসান ঘটে ?
উঃ ১৯৪৭ সালের আইনের মাদ্ধমে।
২০। ছিয়াত্তরের মন্বন্তর ইংরেজি কত সালে সংঘটিত হয় ?
উঃ ১৯৭০ সালে।
২১।ভারতের প্রথম গভর্নর কে ছিলেন ?
উঃ ওয়ারেন হেস্টিংস
২২। টিপু সুলতান কে ছিলেন ?
উঃ মহীশুরের রাজা ছিলেন।
২৩। কখন কোম্পানি শাসনের অবসান হয় ?
উঃ ১৯৪৭সালে।
২৪। সিপাহী বিদ্রোহের সময় দিল্লির সম্রাট কে ছিলেন?
উঃ দ্বিতীয় বাহাদুর শাহ।
২৫। সেফটি ভাল্ব তত্ত্ব কে প্রবর্তন করেন ?
উঃ অ্যালান অক্টোভিয়ান হিউম।
২৬। অসহযোগ আন্দোলন কে শুরু করেছিলেন
উঃ মহাত্মা গান্ধী।
২৭। কে চোদ্দ দফা পেশ করেন ?
উঃ মোহাম্মদ আলী জিন্নাহ।
২৮।মন্ত্রীমিশন পরিকল্পনার প্রধান কে ছিলেন?
উঃ স্যার স্টাফোর্ড ক্রিপস।
২৯। লক্ষৌ অ্যাক্ট কবে স্বাক্ষরিত হয়?
উঃ ১৯১৬ সালে।
খ – বিভাগ ( সংক্ষিপ্ত প্রশ্ন )
১। স্বত্ববিলােপ নীতি কি ? লর্ড ডালহৌসির ” স্বত্ববিলােপ নীতি ” আলােচনা কর । ১০০ %
২। লক্ষৌ চুক্তি কি ? লক্ষ্ণৌ চুক্তি সম্পর্কে কি জান ? ১০০ %
৩। ইলবার্ট বিল বলতে কী বুঝ ? ১০০ % ৪া মাউন্টব্যাটেন পরিকল্পনা কী ? ১০০ %
৫। খিলাফত আন্দোলন সম্পর্কে সংক্ষেপে লেখ । ১০০ %
অথবা , খিলাফত আন্দোলনের ব্যর্থতার কারণ আলােচনা কর ।
৬। সূর্যাস্ত আইন কি ? এর সুফল ও কুফল লিখ । ৯৯ %
৭। চিরস্থায়ী বন্দোবস্ত কি ? এর গুণাবলী আলােচনা কর । ৯৯ %
৮। লাহাের প্রস্তাব কি ? লাহাের প্রস্তাবের মূল বক্তব্য কি ছিল ? ৯৯ %
৯। মুসলিম লীগ সম্পর্কে একটি টীকা লিখ । ৯৯ %
১০। ছিয়াত্তরের মন্বন্তরের উপর টীকা লিখ । ৯৯ %
১১। ফরায়েজি আন্দোলনে দুদুমিয়ায় ভূমিকা লিখ । ৯৮ %
১২। অধীনরামূলক মিত্রতা নীতি কি ? ৯৯ %
১৩। প্রাথমিক পর্যায়ে মুসলিম লীগের লক্ষ্য ও উদ্দেশ্য কি ছিল ? ৯৮ % #
গ – বিভাগ ( রচনামূলক প্রশ্ন )
১। উইলিয়াম বেন্টিঙ্ক – এর সংস্কারসমূহের বিবরণ দাও । ১০০ %
২। ওয়ারেন হােস্টিং – এর সংস্কারসমূহ আলােচনা কর । ১০০%
৩। ব্রিটিশ সাম্রাজ্য বিস্তারের ক্ষেত্রে লর্ড ওয়েলসলির ” অধীরতামূলক মিত্রতা নীতি ” ব্যাখ্যা কর । ১০০%
অথবা , রাজ্যবিস্তারের কৌশল হিসেবে ওয়েলসলির অধীরতামূলক মিত্রতা নীতি বিশ্লেষণ কর । ১০০ %
৪। ১৮৫৭ সালের মহাবিদ্রোহের কারণ ও ফলাফল আলােচনা কর । ১০০ %
৫। ভারতীয় মুসলমানদের পুনর্জাগরণে স্যার সৈয়দ আহমদ খানের ভূমিকা মূল্যায়ন কর । ১০০ % অথবা , বাংলার মুসলমানদের পুনর্জাগরণে সৈয়দ আমীর আলীর অবদান মূল্যায়ন কর । ১০০ %
৬া ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতার পটভূমি আলােচনা কর । ভারতের রাজনীতিতে এর প্রভাব কি ছিল ? ১০০ % ৭। খিলাফত ও অসহযােগ আন্দোলন কি ? খিলাফত ও অসহযােগ আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও । ৯৯ %
৮। মন্ত্রীমিশন পরিকল্পনা কি ? মন্ত্রীমিশন পরিকল্পনার ( ১৯৪৬ ) প্রস্তাবসমূহ পর্যালােচনা কর । এই পরিকল্পনা ব্যর্থ হয় কেন ? ৯৯ %
৯। ক্রিপস মিশন পরিকল্পনা কি ? ক্রীপস মিশন পরিকল্পনার প্রস্তাবসমূহ আলােচনা কর । ৯৯ %
১০। দেওয়ানী বলতে কি বুঝ ? কোম্পানি শাসন প্রতিষ্ঠায় দেওয়ানীর গুরুত্ব বর্ণনা কর । ৯৯ %
১১। দ্বৈতশাসন ব্যবস্থা কী ? বাংলার উপর দ্বৈতশাসন ব্যবস্থার প্রভাব আলােচনা কর । ৯৮ %
১২। লাহাের প্রস্তাব কি ? লাহাের প্রস্তাবের মূল বৈশিষ্ট্যসমূহ আলােচনা কর । ৯৯ %
১৩ লক্ষৌ চুক্তি কি ? ১৯১৬ সালের লক্ষৌ চুক্তি আলােচনা কর । এই চুক্তির তাত্পর্য কি ছিল ? ৯৯ %