ডিগ্রী দ্বিতীয় বর্ষ পরীক্ষা ২০১৯ অনুষ্ঠিত ২০২১ পদার্থবিজ্ঞান ৪র্থ পত্র (সমাজ মনোবিজ্ঞান ১২৩৪০৩) স্পেশাল শর্ট সাজেশন
খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)
১। স্থির তড়িৎ ক্ষেত্রে গসের সূত হতে কুলম্বের সূত্র প্রতিপাদন কর। ১০০%
২। দেখাও যে, ধারকের ক্ষেত্রে একক আয়তনের সঞ্চিত শক্তি ½Kē°E². ১০০%
৩। অ্যাম্পিয়ারের সূত্র বিবৃত ও ব্যাখ্যা কর। ১০০%
৪। জংশন ডায়োড কী? এটি কীভাবে রেকটিফায়ার হিসেবে ব্যবহৃত হয়? ১০০%
৫। একটি ট্রানজিস্টরের গঠন ও কার্যপ্রণালী বর্ণনা কর। ১০০%
৬। তাড়ন বেগ কি? এর জন্য একটি রাশিমালা নির্ণয় কর। ১০০%
৭। একটি পূর্ণ তরঙ্গ রেকটিফায়ারের গঠন ও কার্যপ্রণালী বর্ণনা কর। ৯৯%
৮। দেখাও যে, E = – ΠV, যেখানে প্রতিকগুলো প্রচলিত অর্থ বহন করে? ৯৯%
৯। দেখাও যে, চৌম্বকক্ষেত্রে সঞ্চিত শক্তির পরিমাণ, Vb = ½Li². ৯৯%
১০। প্রমাণ কর যে, কোনো তাপযুগলে উতপন্ন তড়িচ্চালক বল সংযোস্থলদ্বয়ের তাপমাত্রার পার্থক্যের সমানুপাতিক। ৯৯%
১১। অ্যাম্পিয়ারের সূত্র প্রয়োগ করে একটি তড়িৎবাহী লম্বা তারের নিকটে চৌম্বকক্ষেত্রের রাশিমালা নির্ণয় কর। ৯৯%
১২। পরাবৈদ্যতিক মাধ্যমে গসের সূত্র প্রতিপাদন কর। ৯৯%
গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)
১।
ক) শক্তির নিত্যতার নীতির সাহায্যে LC বর্তনীর জন্য ব্যবকলনীয় সমীকরণ প্রতিষ্ঠা কর। ১০০%
খ) দেখাও যে, Irms = 0.707I°; যেখানে প্রতীকগুলো প্রচলিত অর্থ বহন করে। ১০০%
২।
ক) একটি সাধারণ ইমিটার বিবর্ধক বর্তনী অঙ্কন কর এবং সংক্ষেপে এর কার্যপ্রণালী বর্ণনা কর। ১০০%
খ) একটি ট্রায়োড ভালভ এবং ট্রানজিস্টরের মধ্যে তুলনা কর। ১০০%
৩।
ক) প্রমাণ কর যে, D = €°Ē +P; এখানে প্রতীকগুলো প্রচলিত অর্থ বহন করে। ১০০%
খ) রোধক এবং আবেশের মধ্য দিয়ে একটি ধারকের চার্জ ক্ষরণ আলোচনা কর। ১০০%
৪।
ক) তড়িতাহিত একটি বলয় এর অক্ষের উপরিস্থিত যেকোনো বিন্দুতে তড়িৎক্ষেত্র প্রাবল্য নির্ণয় কর। ১০০%
খ) সুষমভাবে চার্জিত সরু বৃত্তাকার চাকতির অক্ষের উপর যেকোনো বিন্দুতে তড়িৎ বিভব নির্ণয় কর। ১০০%
৫।
ক) দেখাও যে, চৌম্বকক্ষেত্রে স্থাপিত একটি তড়িৎবাহী আয়তাকার কুণ্ডলীর উপর ক্রিয়াশীল টর্ক হলো t = ū × B ; যেখানে প্রতীকগুলো প্রচলিত অর্থ বহন করে। ১০০%
খ) একটি সমান্তরাল LCR বর্তনীর অনুনাদ কম্পাংকের রাশিমালা নির্ণয় কর। ৯৯%
৬।
ক) বায়োট – স্যার্ভাট সূত্রের সাহায্যে তড়িৎবাহী দীর্ঘ সরল তারের লম্বদ্বিখণ্ডক্বর উপর অবস্থিত কোনো বিন্দুতে চৌম্বকক্ষেত্র নির্ণয় কর। ১০০%
খ) 0.1M ব্যাসার্ধবিশিষ্ট কোনো বৃত্তাকার কুণ্ডলীতে 20 mili – amp তড়িৎপ্রবাহ প্রবাহিত হলে এর কেন্দ্রে চৌম্বক ফ্লাক্স ঘনত্ব কত? (যেখানে n=2000). ১০০%
৭।
ক) একটি লম্বা সরলরৈখিক তারের ভেতর দিয়ে অবিচল তড়িৎ প্রবাহের ক্ষেত্রে কোনো বিন্দুতে চৌম্বক আবেশের রাশিমালা নির্ণয় কর। ৯৯%
খ) দেখাও যে, পরিবাহী গোলকের তলমাত্রিক আধান ঘনত্ব সিগমা (), গোলকের ব্যাসার্ধের ব্যস্তানুপাতিক। ৯৯%
৮।
ক) ফেরোচৌম্বক পদার্থ কি? ফেরোচৌম্বক পদার্থের জন্য হিসটেরেসিস ঘটনা ব্যাখ্যা কর।
খ) তড়িৎ চুম্বকীয় আবেশ কি? দুটি সলিনয়েডের পারস্পরিক আবেশ গুণাঙ্কের রাশিমালা নির্ণয় কর। ৯৯%
৯।
ক) সত্যতা সারণিসহ একটি DTL NOG-gate বর্তনীর কার্যক্রম সচিত্র বর্ণনা কর। ৯৯%
খ) ফ্লিপ ফ্লপ কি? একটি JK ফ্লিপ – ফ্লপের বর্ণনা দাও। ৯৯%
১০।
ক) একটি হার্টল স্পন্দকের কার্যনীতি ব্যাখ্যা কর এবং এর কম্পাংকের রাশিমালা বের কর। ৯৯%
খ) লেনজ – এর সূত্র বিবৃতি ও ব্যাখ্যা কর। ৯৯%
১১।
ক) লজিক গেইট কি? মৌলিক গেইটসমূহ সত্যক সারণীসহ ব্যাখ্যা কর। ৯৯%
খ) একটি SR – ফ্লপের বর্ণনা দাও। রকেট সাজেশন ৯৯%
১২।
ক) নর্টনের উপপাদ্য বিবৃত ও প্রমাণ কর। ৯৯%
খ) কার্শফের সূত্রগুলো বিবৃত ও ব্যাখ্যা কর। ৯৯%
#গাণিতিক_সমস্যাবলি:
ডিগ্রী বোর্ড প্রশ্ন : ২০১৫, ২০১৭, ২০১৩, এবং ২০১৪ সালের গুলি পড়তে হবে।।]