ডিগ্রী দ্বিতীয় বর্ষ পরীক্ষা ২০২২ সমাজকর্ম তৃতীয় পত্র রকেট স্পেশাল সাজেশন ৯৯% কমন ইনশাল্লাহ।
ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)
১। পূর্ণরূপ লিখ- ECNEC, UNIEF, UNFPA, BRDB, UNDP, CARE, NGO, IMED, FAO, ICCDRB,
২। জাতীয় শিক্ষানীতি কত সালে প্রণীত হয়?
উঃ ২০১০ সালে।
৩। বাংলাদেশ ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাতা কে?
উঃ অধ্যাপক ড. মোঃ ইব্রাহীম।
৪। যে কোনাে নীতির চূড়ান্ত অনুমোদন কে করেন?
উঃ যে কোনাে নীতির চূড়ান্ত অনুমােদন করেন জাতীয় সংসদ।
৫। UNICEF-এর সদর দপ্তর কোথায়?
উঃ আমেরিকায় ।
৬। জাতীয় জনসংখ্যা নীতির লোগান কী?
উঃ “দুটি সন্তানের বেশি নয়, একটি হলে ভাল হয়।
৭। ILO-র সদর দপ্তর কোথায়।
উঃ ILO এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায়।
৮। BRACকখন প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৯৭৬ সালে।
৯। রেডক্রস সোসাইটি কে প্রতিষ্ঠা করেন ?
উঃ স্যার হেনরি ডুনান্ট।
১০। বাংলাদেশ কত সালে FAO-এর সদস্য হয়?
উঃ বাংলাদেশ FAO সদস্য পদ লাভ করে ১৯৭৪ সালের ১২ নভেম্বর।
১১। পঞ্চম পঞ্চবার্ষিক পরিকল্পনার মেয়াদকাল কত?
উঃ (১৯৯৭-২০০২)।
১২। জাতীয় যুব উন্নয়ন নীতি অনুসারে বাংলাদেশে যুবদের বয়স সীমা কত?
উঃ যুবনীতি অনুযায়ী ১৮-৩৫ বছর বয়স পর্যন্ত নারী পুরুষদের যুব বলে গণ্য করা হবে।
১৩। WHO-এর সদর দপ্তর কোথায়?
উঃ সুইজারল্যান্ডের জেনেভায়।
১৪। জাতীয় সমাজকল্যাণ পরিষদ কখন গঠিত হয়?
উঃ ১৯৫৬ সালে।
১৫। জাতীয় নারী উন্নয়ন নীতি কত সালে প্রণীত হয়?
উঃ ২০১১ সালে প্রণীত হয়।
১৬। শিশুকল্যাণ কি?
উঃ শিশুর কল্যাণসাধনের নিমিত্তে যেসব ব্যবস্থাবলি গৃহিত ও পরিচালিত হয় তাদের সমষ্টিকে শিশুকল্যাণ বলে।
১৭। বাংলাদেশে গ্রামীণ সমাজসেবা কর্মসূচি কবে চালু হয়?
উঃ ১৯৭৪ সালে চালু হয়।
১৮। বাংলাদেশে দুটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচির নাম লিখ
উঃ বাংলাদেশে দুটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচির নাম হলাে- ১. বয়স্কভাতা কর্মসূচি ও ২. মুক্তিযােদ্ধা সম্মানী ভাতা।
১৯। সর্বপ্রথম কোথায় পরিকল্পনা ধারণাটি পাওয়া যায়?
উঃ প্লেটোর ‘Republic’ গ্রন্থে পরিকল্পনা ধারণাটি পাওয়া যায়।
২০। ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনার মেয়াদকাল কত?
উঃ যষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনার মেয়াদকাল ২০১১ থেকে ২০১৫ সাল।
২১। কোন কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশে আধুনিক সমাজকল্যাণের সূত্রপাত ঘটে?
উঃ ঢাকা প্রজেক্ট কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশে আধুনিক সমাজকল্যাণের সূত্রপাত ঘটে।
২২। A memory of solferino গ্রন্থের লেখক কে?
উঃ “A Memory of Solferino”-গ্রন্থের লেখক হলেন হেনরী ডুনান্ট।
২৩। অবসর ভাতা কোন ধরনের কর্মসুচি?
উঃ অবসর ভাতা সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি।
২৪। জাতীয় শিশু নীতি সর্বশেষ কত সালে প্রণীত হয়?
উঃ জাতীয় শিশু নীতি সর্বশেষ ২০১১ সালে প্রণীত হয়।
২৫। বর্তমানে জাতীয় শিক্ষানীতি অনুযায়ী প্রাথমিক শিক্ষার মেয়াদ হবে কত বছর?
উঃ বর্তমানে জাতীয় শিক্ষানীতি অনুযায়ী প্রাথমিক শিক্ষার মেয়াদ হবে ৮ বছর ১ম থেকে ৮ম শ্রেণি পর্যন্ত।
২৬। উন্নয়ন পরিকল্পনার উদ্ভাবক কোন দেশ?
উঃ বিংশ শতাব্দির প্রথমার্ধে সর্বপ্রথম রাশিয়াতে।
২৭। ব্র্যাকের প্রতিষ্ঠাতা কে?
উঃ ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ।
২৮। বাংলাদেশে হাসপাতাল সমাজসেবা কার্যক্রম কত সালে চালু হয়?
উঃ ১৯৫৪ সালে।
২৯। জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত?
উঃ জাতিসংঘের সদর দপ্তর আমেরিকার নিউইয়র্কে অবস্থিত।
৩০। কত সালে প্রবীণ হিতৈষী সংঘ প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৯৬০ সালে প্রবীণ হিতৈষী সংঘ প্রতিষ্ঠিত হয় ।
৩১। সামাজিক নিরাপত্তার রূপকার কে?
উঃ সামাজিক নিরাপত্তার রূপকার জার্মানির চ্যান্সেলর বিসমার্ক।
৩২। কয়েকটি সামাজিক নীতির নাম লেখ ।
উঃ নীতিগুলো হলো- শিক্ষা নীতি , জনসংখ্যা নীতি , শিশুকল্যাণ নীতি , স্বাস্থ্য নীতি , যুব উন্নয়ন নীতি , নারী উন্নয়ন নীতি ইত্যাদি ।
৩৩। পরিবার পরিকল্পনার নতুন নাম কী রাখা হয় ?
উঃ বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি।
৩৪। সরকারি অনুদান কি ?
উঃ সরকারি কোন প্রতিষ্ঠান কর্তৃক অন্য কোন দেশ বা দেশের অভ্যন্তরে বিভিন্ন সংস্থা বা বিশেষ ব্যক্তি পর্যায়ে যে আর্থিক সাহায্য প্রদান করা হয় তাকে সরকারি অনুদান বলা হয়।
৩৫। বারডেমের প্রতিষ্ঠাকাল কত ?
উঃ ১৯৮৯ সালে।
৩৬। আন্তর্জাতিক প্রবীণ দিবস কোন তারিখে পালিত হয় ?
উঃ ১ অক্টোবর।
৩৭। দুটি আন্তর্জাতিক পর্যায়ের স্বেচ্ছাসেবী সংস্থার নাম লিখ ।
উঃ বাংলাদেশ স্কাউটস এবং বাংলাদেশ রেডক্রস।
৩৮। সমন্বয় কাকে বলে ?
উঃ সমাজকল্যাণ প্রশাসনের দৃষ্টিতে সম্পদের অপচয় রোধ , সেবার পুনরাবৃত্তি রোধ প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের মধ্যে সুসম্পর্ক স্থাপন এবং অন্যান্য প্রতিষ্ঠানের সাথে সহযোগিতা সৃষ্টির এক অন্ধ সম্পর্ককে সমন্বয় বলে ।
৩৯। সমন্বয়ের মৌলিক উপাদান কয়টি ও কি কি ?
উঃ ৩ টি । যথা- দল , নেতৃত্ব , সম্পর্ক।
৪০। প্রশাসনিক কার্যকারিতা আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হাতিয়ার কোনটি ?
উঃ সমন্বয় সাধন।
খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)
১। সমন্বয় বলতে কী বােঝায়? ১০০%
২। সামাজিক নীতি বলতে কী বােঝ? এর বৈশিষ্ট্যগুলো লিখ। ১০০%
৩। কার্যকর পরিকল্পনার পূর্বশর্ত কী? ১০০%
৪। পরিকল্পনা কী? পরিকল্পনার প্রকারভেদ উল্লেখ কর। ১০০%
৫। হাসপাতাল ও গ্রামীণ সমাজসেবা বলতে কী বােঝায়? ১০০%
৬। সরকারি ও স্বেচ্ছামূলক সমাজকল্যাণ বলতে কী বােঝ? ১০০%
৭। বাংলাদেশে UNFPA-র কার্যক্রম কী কী? ১০০%
৮। বাংলাদেশ বহুমূত্র সমিতির উদ্দেশ্য কি? ১০০%
৯। বাংলাদেশের নারী উন্নয়ন নীতির লক্ষ্যসমূহ কী? ১০০%
১০। সংশোধনমূলক কার্যক্রম কি? ১০০%
১১। প্রসাশন কি? প্রবেশনের শর্তগুলো উল্লেখ কর। ৯৯%
১২। রেডক্রস ও রেডক্রিসেন্টের মূল উদ্দেশ্য লিখ। ৯৯%
১৩। বাংলাদেশে প্রবীণ হিতৈষী সংঘের উদ্দেশ্যগুলো লিখ। ৯৯%
১৪। বাংলাদেশে UNICEF – এর ভূমিকা লিখ। ৯৯%
১৫। সামাজিক নিরাপত্তার প্রকারভেদ আলোচনা কর। ৯৯%
গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)
১। সামাজিক নীতি প্রণয়নে প্রভাব বিস্তারকারী উপাদানগুলাে বিবরণ দাও। ১০০%
২। জাতীয় স্বাস্থ্যনীতি-২০১১ এর কর্মকৌশল আলােচনা কর। ১০০%
৩। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সােসাইটির কার্যক্রম বর্ণনা কর। ১০০%
৪। পরিকল্পনার সংজ্ঞা দাও। বাংলাদেশে পরিকল্পনা প্রণয়নের সমস্যা চিহ্নিত কর। ১০০%
৫। গ্রামীণ সমাজসেবা কী? বাংলাদেশে গ্রামীণ সমাজসেবা কর্মসূচির বর্ণনা দাও। ১০০%
৬। সামাজিক নিরাপত্তা কি? বাংলাদেশে বিদ্যমান সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি সংক্ষেপে আলোচনা কর। ১০০%
৭। সামাজিক নীতি ববলতে কি বুঝ? সামাজিক নীতির লক্ষ্য ও উদ্দেশ্যসমূহ আলোচনা কর। ১০০%
৮। বাংলাদেশে বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্দেশ্য ও কার্যক্রম বর্ণনা কর। ১০০%
অথবা, কেয়ার কি? বাংলাদেশে কেয়ার এর কর্মসূচির বিবরণ দাও।
৯। যুবকল্যাণ ধারণাটি ব্যাখ্যা কর। যুবকল্যাণ ক্ষেত্রে বাংলাদেশ সরকার কর্তৃক গৃহীত কর্মসূচিসমূহের বিবরণ দাও। ১০০%
১০। সামাজিক নিরাপত্তা বলতে কী বােঝ? বাংলাদেশে বিদ্যমান সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচিগুলাে সংক্ষেপে আলােচনা কর। ১০০%
১১। সমন্বয় কি? বাংলাদেশে সমাজকল্যাণ কর্মসূচিসমূহের/কার্যাবলির সমন্বয় ব্যবস্থার সংক্ষিপ্ত বিবরণ দাও। ১০০%
১২। সংশােধনমূলক কার্যক্রম কি? বাংলাদেশে সংশােধনমূলক কার্যক্রমসমূহের বিবরণ দাও। ৯৯%
১৩। সমাজকল্যাণ প্রশাসন কী? সমাজকল্যাণ প্রশাসনের কার্যাবলি বর্ণনা কর। ৯৯%
১৪। শিশু কল্যাণ কী? বাংলাদেশে শিশু কল্যাণ কর্মসূচির বিবরণ দাও। ৯৯%
১৫। বাংলাদেশে ইউনিসেফের/রেডক্রিসেন্ট সোসাইটির ভূমিকা/কার্যক্রম আলােচনা কর। ৯৯%