ডিগ্রী দ্বিতীয় বর্ষ পরীক্ষা ২০২২ রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় পত্র রকেট স্পেশাল সাজেশন ৯৯% কমন ইনশাল্লাহ।
ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)
১। বেঙ্গল প্যাক্ট কখন স্বাক্ষরিত হয় ?
উঃ ১৯২৩ সালে ।
২। দ্বি – জাতি তত্ত্বের মূল কথা কী ?
উঃ ভারতবর্ষে দুটি জাতির ভিত্তিতে দুটি আলাদা রাষ্ট্র গঠন ।
৩। কত সালে পাকিস্তানের প্রথম সংবিধান প্রণয়ন করা হয় ।
উঃ ১৯৫৬ সালে ।
৪। ১৯৭১ সালের ৭ ই মার্চ বঙ্গবন্ধু কোথায় ভাষণ দেন ?
উঃ ঢাকার রেসকোর্স ময়দানে বর্তমানে যা সোহরাওয়ার্দী উদ্যান নামে পরিচিত ।
৫। মুজিব নগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন ?
উঃ তাজউদ্দিন আহমেদ।
৬। বাংলাদেশের সংবিধানের সর্বশেষ সংশোধনী কততম ?
উঃ সতেরোতম সংশোধনী ।
৭। বাংলাদেশের সাংবিধানিক নাম কি ?
উঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ ।
৮। কত সালে বঙ্গবঙ্গ রদ করা হয় ?
উঃ ১৯১১ সালের ১২ ডিসেম্বর।
৯। বাংলাদেশের জাতীয় সংসদের বর্তমান সদস্য সংখ্যা কত ?
উঃ বাংলাদেশের জাতীয় সংসদের বর্তমান সদস্য সংখ্যা ৩৫০ টি ( সাধারণ আসন ৩০০ টি এবং সংরক্ষিত নারী আসন ৫০ টি )
১০। রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কখন গঠিত হয় ?
উঃ ১৯৪৭ সালের ডিসেম্বর মাসে ।
১১। পাকিস্তানের প্রথম সামরিক শাসক কে ছিলেন ?
উঃ ইস্কান্দার মির্জা ।
১২। কখন আন্তর্জাতিক যুদ্ধ অপরাধ ট্রাইবুন্যাল গঠন করা হয় ?
উঃ আন্তর্জাতিক যুদ্ধ অপরাধ ট্রাইবুন্যাল গঠন করা হয় ২০১০ সালের ৫ মার্চ ।
১৩। কত সালে ‘ বঙ্গভঙ্গ ‘ করা হয় ?
উঃ বঙ্গভঙ্গ ১৯০৫ সালে করা হয় ।
১৪। ১৯৫৪ সালের প্রাদেশিক নির্বাচনে যুক্তফ্রন্ট কতটি আসন লাভ করে ?
উঃ ২২৩ টি ।
১৫। রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কখন গঠিত হয় ?
উঃ ১৯৪৮ সালে ।
১৬। ছয় – দফার প্রথম দফা কি ছিল ?
উঃ শাসনতান্ত্রিক কাঠামো ও রাষ্ট্রীয় প্রকৃতি ।
১৭। আগরতলা ষড়যন্ত্র মামলার প্রধান আসামি কে ছিলেন ?
উঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ।
১৮। মুজিবনগর সরকার গঠিত হয় কখন ?
উঃ ১৯৭১ সালের ১০ এপ্রিল ।
১৯। তমদ্দুন মজলিস কত সালে গঠিত হয় ?
উঃ ১৯৪৭ সালের ১ সেপ্টেম্বর ।
২০। কখন মুসলিম লীগের জন্ম হয় ?
উঃ ৩০ ডিসেম্বর ১৯০৬ সালে।
২১। মন্ত্রিমিশনের সদস্য সংখ্যা কত ছিল ?
উঃ তিন জন।
২২। ব্রিটিশ ভারতের কোন আইনে “ কেন্দ্রে ” দ্বৈতশাসন ব্যবস্থা চালু হয় ?
উঃ ১৯৩৫ সালে ভারত শাসন আইনে।
২৩। পাকিস্তানের প্রথম সামরিক শাসক কে ছিলেন ?
উঃ ইস্কান্দার মির্জা।
২৪। কত সালে খিলাফত ও অসহযোগ আন্দোলন শুরু হয় ?
উঃ খিলাফত আন্দোলন ১৯১৮ এবং অসহযোগ আন্দোলন ১৯২০ সালে শুরু হয় ।
২৫। দ্বি – জাতি তত্ত্বের প্রবক্তা কে ?
উঃ দ্বি – জাতি তত্ত্বের প্রবক্তা মোহাম্মদ আলী জিন্নাহ ।
২৬। বাংলা প্রেসিডেন্সি কোন কোন এলাকা নিয়ে গঠিত হয়েছিল ?
উঃ বাংলা , বিহার , ছোট নাগপুর ও উড়িষ্যা অঞ্চল নিয়ে ।
২৭। আগরতলা ষড়যন্ত্র মামলায় আসামি ছিলেন কতজন ?
উঃ ৩৫ জন ।
২৮। কত সালে বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয় ?
উঃ ১৯৫৬ সালে ।
২৯। পাকিস্তানের প্রথম গভর্নর – জেনারেল কে ছিলেন ?
উঃ মুহাম্মদ আলী জিন্নাহ ।
৩০। অবিভক্ত ভারতের শেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন ?
উঃ অবিভক্ত ভারতের শেষ মুখ্যমন্ত্রী ছিলেন হোসেন শহীদ সোহ্রাওয়ার্দী।
৩১। যুক্তফ্রন্ট কত সালে গঠিত হয়েছিল ?
উঃ ৪ ডিসেম্বর ১৯৫৩ সালে ।
৩২। ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ কতটি আসন লাভ করে ?
উঃ ১৬৭ টি ।
৩৩। মুজিবনগর সরকারের রাষ্ট্রপ্রধান কে ছিলেন ?
উঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ।
৩৪। জাতীয়তাবাদের জনক কে ?
উঃ জাতীয়তাবাদের জনক নিকোলো ম্যাকিয়াভেলি ।
৩৫। ‘ Natus ’ শব্দটির অর্থ কি ?
উঃ জন্ম বা বংশ।
৩৬। জাতীয়তার তিনটি উপাদানের নাম লিখ ।
উঃ ভৌগোলিক ঐক্য , বংশগত ঐক্য , ভাষা ও সাহিত্যের ঐক্য ।
৩৭। কবে , কেন মুসলিম লীগ গঠিত হয় ?
উঃ ব্রিটিশ ভারতের মুসলমানদের রাজনৈতিক অধিকার ও অনগ্রসর মুসলমানদের অগ্রগতিকে সহায়তা করার উদ্দেশ্যে ১৯০৬ সালের ৩০ ডিসেম্বর মুসলিম লীগ গঠিত হয় ।
৩৮। কোন আইনে সর্বপ্রথম পৃথক নির্বাচনের ব্যবস্থা চালু হয় ।
উঃ ১৯০৯ সালের মার্লি – মিন্টো সংস্কার আইনে ।
৩৯। বৃটিশ ভারতে কোন আইনে ‘ কেন্দ্ৰে দ্বৈতশাসন ব্যবস্থা চালু হয় ?
উঃ : ১৯৩৫ সালের ভারত শাসন আইনে।
৪০। “ মাউন্টব্যাটেন পরিকল্পনা ” কে কি নামে ডাকা হয় ?
উঃ “ মাউন্টব্যাটেন পরিকল্পনা ” কে “ ৩ রা জুনের পরিকল্পনা ” নামে ডাকা হয় ।
খ_বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)
১। অপারেশন সার্চলাইট বলতে কি বুঝ? ১০০%
২। বেসামরিকীকরণ বলতে কি বুঝ? ১০০%
৩। ছয়দফা কর্মসূচি কী? ব্যাখ্যা কর। ১০০%
অথবা, ছয়দফা কর্মসূচিকে কেন ”ম্যাগনাকার্টা” বলা হয়? ১০০%
৪। বঙ্গভঙ্গ কী? বঙ্গভঙ্গ কেন রদ করা হয়েছিল? ১০০%
অথবা, বঙ্গভঙ্গের ফলাফল কি ছিল? ১০০%
৫। যুক্তফ্রন্ট কী? যুক্তফ্রন্ট গঠনের পটভূমি লিখ। ১০০%
৬। জিন্নাহর “দ্বিজাতি তত্ত্ব” টি ব্যাখ্যা কর। ১০০%
৭। ১৯৭০ সালের সাধারণ নির্বাচনের তাত্পর্য আলোচনা কর। ১০০%
৮। মন্ত্রিমিশন/ক্যাবিনেটমিশন পরিকল্পনা কি? ১০০%
৯। বাংলাদেশের সংবিধানের মূলনীতিগুলো কি? ১০০%
অথবা, ১৯৫৬ সালের সংবিধানের মূল বৈশিষ্ট্য কী কী? ১০০%
১০। সংক্ষেপে ভাষা আন্দোলনের গুরুত্ব আলোচনা কর। ১০০%
১১। খিলাফত আন্দোলনের ব্যর্থতার কারণসমূহ লিখ। ৯৯%
১২। দ্বৈতশাসন ব্যবস্থা বলতে কি বুঝ? ৯৯%
১৩। ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের কারণ বর্ণনা কর। ৯৯%
১৪। লাহোর প্রস্তাবের বৈশিষ্ট্যগুলো কি কি? ৯৯%
গ_বিভাগ (রচনামূলক প্রশ্ন)
১। ১৯০৬ সালের মুসলিম লীগ গঠনের পটভূমি আলোচনা কর। ১০০%
২। ১৯০৯ সালের মর্লি – মিন্টো সংস্কার আইনের বৈশিষ্ট্যগুলো আলোচনা কর। ১০০%
৩। ১৯৫৪ সালের সাধারণ নির্বাচনের গুরুত্ব ও ফলাফল আলোচনা কর। ১০০%
অথবা, ১৯৫৪ সালের নির্বাচনের যুক্তফ্রন্টের বিজয়ের কারণসমূহ আলোচনা কর। ১০০%
৪। ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের কারণ, গুরুত্ব ও ফলাফল আলোচনা কর। ১০০%
৫। লাহোর প্রস্তাব কি? তুমি কি।মনে কর যে, লাহোর প্রস্তাবের মধ্যে বাংলাদেশের স্বাধীনতার বীজ নিহিত ছিল? ১০০%
অথবা, লাহোর প্রস্তাব কি? লাহোর প্রস্তাবের প্রধান বৈশিষ্ট্যগুলো আলোচনা কর। ১০০%
৬। ১৯৭১ সালের স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের কারণগুলো বর্ণনা কর। ১০০%
৭। বাংলাদেশের জাতীয় সংসদের গঠন, ক্ষমতা ও কার্যাবলি আলোচনা কর। ১০০%
৮। বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের সমস্যা ও সম্ভাবনা আলোচনা কর। ১০০%
৯। যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান মূল্যায়ন কর। ১০০%
১০। ভাষা আন্দোলন কি? বাঙালি জাতীয়তাবাদ বিকাশে ভাষা আন্দোলনের গুরুত্ব আলোচনা কর। ১০০%
১১। উন্নয়নশীল দেশে সামরিক বাহিনীর হস্তক্ষেপের কারণসমূহ বিশ্লেষণ কর। ৯৯%
১২। ১৯৪৭ সালের ভারত স্বাধীনতা আইনের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর। ৯৯%
১৩। বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের/মুজিবের/নারীর অবদান আলোচনা। ৯৯%
১৪। জেনারেল এরশাদের পতনের কারণসমূহ আলোচনা কর। ৯৯%