ডিগ্রী তৃতীয় বর্ষ বিষয় ভূগোল ও পরিবেশ পঞ্চম পত্র রকেট স্পেশাল সাজেশন ৯০% কমন ইনশাল্লাহ

ক-বিভাগ (অতিসংক্ষিপ্ত প্রশ্ন)

১। পূর্ণরূপ লিখ, EIA, SAFTA, SDF, SADF, SAARC.

২। ভারতের সাথে বাংলাদেশের আন্তর্জাতিক সীমানার দৈর্ঘ্য লিখ।

উত্তর : প্রায় ৩২৪০ কিলােমিটার।

৩। দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ দেশ কোনটি? 

উত্তর : দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ দেশ হলাে ভারত।

৪। ডুরান্ড লাইন কোন কোন দেশের মধ্যে অবস্থিত? 

উত্তর : পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে ডুরান্ড লাইন অবস্থিত। এটি এই দুই দেশের মধ্যে সীমানা চিহ্নিতকরণ রেখা।

৫। দক্ষিণ এশিয়াকে পূর্ব-পশ্চিমে সমভাবে বিভক্তকারী রেখার নাম লিখ।

উত্তর : ৮১° পূর্ব দ্রাঘিমা রেখা।

৬। দক্ষিণ এশিয়ার ধান উৎপাদনে সর্বপ্রধান দেশ কোনটি?

উত্তর : দক্ষিণ এশিয়ার ধান উৎপাদনে সর্বপ্রধান দেশ ভারত।

৭। দক্ষিণ এশিয়ায় কোন মরুভূমি অবস্থিত? 

উত্তর : থর মরুভূমি।

৮। সার্কের সর্বশেষ সদস্য রাষ্ট্র কোনটি? 

উত্তর : সার্কের সর্বশেষ সদস্য রাষ্ট্র আফগানিস্তান।

৯। দক্ষিণ এশিয়ার কোন দেশে রেলপথ নেই? 

উত্তর : মালদ্বীপে।

১০। আফগানিস্তানের প্রধান রপ্তানি দ্রব্যের নাম লিখ। 

উত্তর : আফগানিস্তানের প্রধান রপ্তানি দ্রব্যের নাম হলাে। আফিম, ফল, বাদাম ও হাতোেেনা কার্পেট।

১১। আদমশুমারি কী? 

উত্তর : কোনাে ঘটনা বা বিষয় সম্পর্কে উপলব্ধি করার জন্য সমগ্রকের সব একক থেকে তথ্য সংগ্রহের প্রক্রিয়াকে আদমশুমারি বলে। আদমশুমারি অর্থ হলাে মানব গণনাকারী প্রক্রিয়া।

১২। যৌথ নদী কমিশন কবে গঠিত হয়? 

উত্তর : যৌথ নদী কমিশন ১৯৭২ সালে গঠিত হয়।

১৩। ছিটমহল কি? 

উত্তর : ছিটমহল দ্বারা এমন একটি অঞ্চল বা ভূখণ্ডকে বােঝায় যা একটি স্বাধীন রাষ্ট্রের মূল ভূখণ্ডের মধ্যে বিচ্ছিন্নভাবে অবস্থিত অপর একটি স্বাধীন দেশের নির্দিষ্ট এলাকা।

১৪। সার্ক কী ?

উঃ সার্ক হলো— দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা ।

১৫। দক্ষিণ – পূর্ব দিক থেকে দক্ষিণ এশিয়ার প্রবেশের জলপথের নাম কি ?

উঃ সুলাইমান পর্বতের গিরিপথ।

১৬। সার্কভুক্ত কোন দেশে কোনো নদী নেই ?

উঃ মালদ্বীপ ।

১৭। শিক্ষার হারে শীর্ষস্থানীয় দক্ষিণ এশিয়ার দুটো দেশের নাম লিখ । 

উঃ মালদ্বীপ ও শ্রীলংকা । 

১৮। পামীর গ্রন্থি থেকে দক্ষিণ পশ্চিমে প্রলম্বিত পর্বত শ্রেণিদ্বয়ের নাম কি ?

উঃ সুলাইমান ক্ষীরথর পর্বত শ্রেণি ।

১৯। চিপকো আন্দোলন কি ?

উঃ গাছ রক্ষা ও বন সৃজন এবং পরিবেশকে নিরাপদ রাখা ও রক্ষা করা।

২০। ভারতের কার্পাস বয়ন শিল্পের সর্বাপেক্ষা প্রসিদ্ধ কেন্দ্র কোনটি ?

উঃ মহারাষ্ট্র ।

২১। পাকিস্তানের গ্রান্ড ট্রাংক রোডের দুই শেষ প্রান্তের স্থান দুটির নাম কি ?

উঃ ওয়াগা ও খাইবার ।

২২। সার্ক কখন , কোথায় গঠিত হয়েছিল ? 

উঃ সার্ক ১৯৮৫ সালের ৮ ডিসেম্বর ঢাকায় গঠিত হয় ।

২৩। দক্ষিণ এশিয়ার কোন দেশে সবচেয়ে বেশির ভাগ লোক কৃষির উপর নির্ভরশীল ?

উঃ ভারত।

২৪। দক্ষিণ এশিয়ার সবচেয়ে ছোট দেশ কোনটি ? 

উঃ মালদ্বীপ ।

২৫। কর্কটক্রান্তি রেখা দক্ষিণ এশিয়ার কোন দেশগুলোর উপর দিয়ে গেছে ?

উঃ বাংলাদেশ ভারত মায়ানমার ও চীন

২৬। ভারতের সাত বোনের রাজ্য গুলোর নাম কি ?

উঃ আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম, অরুণাচল, কেরেলা ও  হিমাচল।

২৭। কাশ্মীর কোন কোন দেশের দ্বারা শাসিত ?

উঃ ভারত ও পাকিস্তান।

২৮। দক্ষিণ এশিয়া নিরক্ষরেখার কোনদিকে অবস্থিত ?

উঃ দক্ষিণ এশিয়া নিরক্ষরেখার উত্তর দিকে অবস্থিত ।

২৯। ইলোরা অজন্তা পাহাড় অবস্থান কোথায় ?

উঃ ভারত ও পাকিস্তানের।

৩০। জনসংখ্যা কি ?

উঃ একটি নির্দিষ্ট ভূখণ্ডে বসবাস করে মানব গোষ্ঠী।

৩১। জৈন ধর্মের অনুসারীদের প্রধান অবস্থান কোথায় ?

উঃ ভারত

৩২। সার্ক দেশগুলোর নাম লিখ ।

উঃ বাংলাদেশ , ভারত , পাকিস্তান , নেপাল , ভুটান , শ্রীলংকা , মালদ্বীপ এবং আফগানিস্তান ।

৩৩। প্রতিষ্ঠাকালীন সময়ে SAARC সদস্য দেশ ছিল কতটি ?

উঃ ৭টি।

৩৪। দক্ষিণ এশিয়ার দু’টি আন্তর্জাতিক নদীর নাম লিখ ।

উঃ ১. গঙ্গা নদী ও ২. সিন্ধু নদী । 

৩৫। পুশব্যাক কি ? 

উঃ পুশব্যাক বলতে বোঝায় কোনো দেশের স্বরণার্থী যদি অন্য একটি পাশ্ববর্তী আশ্রয়ের জন্য আসে সেক্ষেত্রে তাদের আশ্রয় না দিয়ে নিজ দেশে ফেরত পাঠানোকে পুশব্যাক বলে ।

৩৬। এ্যাডমস হিল কোন দেশে অবস্থিত ?

উঃ ভারত।

৩৮। ট্রানজিট কি ?

উঃ সাধারণভাবে ট্রানজিট বলতে বোঝায় পারাপার সুবিধা।

৩৯। দক্ষিণ এশিয়াকে কয়টি প্রধান প্রাকৃতিক অঞ্চলে বিভক্ত করা যায় ?

উঃ ৫টি। 

৪০। দক্ষিণ এশিয়ার কোন কোন দেশের উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেছে ? 

উঃ বাংলাদেশ , ভারত ও মায়ানমার ।

খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)

১। দক্ষিণ এশিয়ার ম্যানগ্রোভ বনভূমির বর্ণনা দাও। ১০০%

২। উদাহরণসহ পুশইন-পুশব্যাক ব্যাখ্যা কর। ১০০%

৩। দক্ষিণ এশিয়ার ভৌগোলিক গুরুত্ব লিখ। দক্ষিণ এশিয়ার জনমিতিক বৈশিষ্ট্য লিখ। ১০০%

৪। সার্ক গঠনের লক্ষ্য-উদ্দেশ্য বর্ণনা কর। সার্কের দুর্বলতা মূল্যায়ন কর। ১০০%

৫। ভারতের আন্ত:নদীসংযোগ বর্ণনা কর। ১০০%

৬। বাণিজ্যের ভারসাম্য বলতে কী বুঝ? সার্ক গঠনের উদ্দেশ্যসমূহ লিখ। ১০০%

৭। দক্ষিণ এশিয়ার দেশসমূহের জনসংখ্যা বৃদ্ধিহারের বিবরণ দাও। ১০০%

৮। দক্ষিণ এশিয়ার প্রধান খনিজ সম্পদের সংক্ষিপ্ত বিবরণ দাও। ১০০%

৯। দক্ষিণ এশিয়ার চারটি প্রধান গিরিখাতের নাম ও দৈর্ঘ্য লিখ। দক্ষিণ এশিয়ার চা উৎপাদনের বিবরণ দাও। ১০০%

১০। সার্কভুক্ত দেশসমূহের মাঝে বিরাজিত সমস্যাসমূহের তালিকা তৈরি করে। ১০০%

১১। দক্ষিণ এশিয়ার প্রাকৃতিক উদ্ভিজ্জের ধরনসমূহের বিবরণ বিবরণ দাও। ৯৯%

১২। দক্ষিণ এশিয়ার পরম ও আপেক্ষিক অবস্থান লিখ। ৯৯%

১৩। সার্কের মূলনীতিসমূহ বর্ণনা কর। সার্ক বাণিজ্য বৃদ্ধির অন্তরায়গুলো উল্লেখ কর। ৯৯%

১৪। দক্ষিণ এশিয়ার তৈল সম্পদের বিবরণ দাও। দক্ষিণ এশিয়ার জাতিগত সমস্যা সংক্ষেপে লিখ। ৯৯%

১৫। অবাধ বাণিজ্য বলতে কী বুঝ? দক্ষিণ এশিয়ার অবাধ বাণিজ্যের বাধাসমূহ আলোচনা কর। ৯৯%

গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)

১। দক্ষিণ এশিয়ার ঐতিহাসিক পটভূমি বর্ণনা কর। ১০০%

২। দক্ষিণ এশিয়ার জলবায়ুর বর্ণনা দাও। ১০০%

৩। দক্ষিণ এশিয়ার যেকোনো একটি দেশের কার্পাস বয়ন শিল্পের বিবরণ দাও। ১০০%

৪। দক্ষিণ এশিয়ার প্রধান প্রধান নদ-নদীর বর্ণনা দাও। ১০০%

৫। দক্ষিণ এশিয়ার বৈদেশিক বাণিজ্যের বিবরণ দাও। ১০০%

৬। সার্কের সমস্যা ও সম্ভাবনা বিশ্লেষণ কর। ১০০%

৭। দক্ষিণ এশিয়ার কৃষি পদ্ধতি বর্ণনা কর। ১০০%

৮। দক্ষিণ এশিয়ার দেশসমূহের যোগাযোগ উন্নয়নের ক্ষেত্রে এশিয়ান হাইওয়ের গুরুত্ব বর্ণনা কর। ১০০%

৯। দক্ষিণ এশিয়ার অর্থনীতির বৈশিষ্ট্য ও প্রকারভেদ বর্ণনা কর। ১০০%

১০। দক্ষিণ এশিয়ার সমভূমিসমূহের বিবরণ দাও। ১০০%

১১। দক্ষিণ এশিয়ার শক্তি সম্পদের উৎপাদন ও বণ্টন আলোচনা কর। ৯৯%

১২। দক্ষিণ এশিয়ার দেশসমূহের আমদানি ও রপ্তানি বাণিজ্যের বিবরণ দাও। ৯৯%

১৩। আঞ্চলিক সহযোগিতা সম্প্রসারণে সার্কের ভূমিকা মূল্যায়ন কর। ৯৯%

১৪। দক্ষিণ এশিয়ার বিমানপথের বিবরণ দাও। দক্ষিণ এশিয়ার সড়ক অথবা রেলপথের বিবরণ দাও। ৯৯%

১৫। দক্ষিণ এশিয়ার চা উৎপাদনের ভৌগলিক নিয়ামক লিখ এবং এর উৎপাদন ও বণ্টন আলোচনা কর। ৯৯%