
ডিগ্রী অনার্স মাস্টার্স পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে পেতে Whatsapp এ ম্যাসেজ করুন। Whatsapp 01979786079
জেন্ডার প্রেক্ষিতে অর্থনেতিক ব্যবস্থায় নারীর অবস্থান কেমন?
admin
- 0
অথবা, জেন্ডার বিবেচনায় অর্থনৈতিক ক্ষেত্রে নারীর ভূমিকা বর্ণনা কর।
অথবা, অর্থনৈতিক ক্ষেত্রে নারীর অবস্থান তুলে ধর।
অথবা, অর্থনৈতিক ক্ষেত্রে নারীর ভূমিকা উপস্থাপন কর।
অথবা, অর্থনৈতিক ক্ষেত্রে নারীর অবস্থান বর্ণনা কর।
উত্তর৷ ভূমিকা : ভারত ও বাংলাদেশে অন্যান্য সরকার কাঠামোর চেয়ে স্থানীয় সরকারে বিপুলসংখ্যক নারীর উজ্জ্বল উপস্থিতি নজর কাড়ে। কিন্তু তবুও সামগ্রিক বিচারে এ অঞ্চলে সরকারের সর্বস্তরে জেন্ডার বৈষম্যের সর্বগ্রাসী বিস্তার লক্ষণীয়, যা এখানকার নারী সংকটের অন্যতম কারণ রূপে বিবেচিত হতে পারে। বিশেষ করে অর্থনেতিক ক্ষেত্রে, জেন্ডার
চাহিদা লক্ষণীয়।
অর্থনৈতিক ব্যবস্থায় নারী : নারী স্বাক্ষরতার হার বৃদ্ধি অর্থনেতিক উন্নয়নের সাথে সম্পর্কিত। নারী স্বাক্ষরতার হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধির সাথে সাথে বিগত দশকগুলোর তুলনায় বর্তমানে অর্থনীতিতে নারীরা সক্রিয়ভাবে বেশিমাত্রায় অংশগ্রহণ করেছে ! তবে প্রাথমিক পর্যায়ে নারী শিক্ষার হার যতটা বৃদ্ধি পেয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে সে মাত্রায় বৃদ্ধি না পাওয়ায় তা অর্থনৈতিক ক্ষেত্রে নারীর গুণগত অংশগ্রহণকে বাধাগ্রস্ত করেছে। এ অঞ্চলের অধিকাংশ নারী শ্রমিক মূলত অপ্রাতিষ্ঠানিক বা অসংগঠিত খাতের সাথে যুক্ত। শিক্ষিত নারীরা আবার স্বাস্থ্যকর্মী বা শিক্ষাগত পেশার দিকে বেশি ঝোঁকে। এ কাজগুলো সাধারণত মেয়েলি কাজ বলে বিবেচিত হয়। রাষ্ট্রীয় ব্যক্তিগত উভয় খাতের অর্থনেতিক ব্যবস্থাপনার উচ্চ পর্যায়ে নারীর অবস্থান একেবারেই নগণ্য। সুশাসনকে এ ব্যবস্থা অত্যন্ত বাধাগ্রস্ত করছে।
উপসংহার : উপর্যুক্ত আলোচনা শেষে আমরা বলতে পারি, সুশাসন কাঠামোর সকল স্তরে নারীর সংখ্যা ও গুণগত অংশগ্রহণ নারীর ক্ষমতায়নের একটি আবশ্যিক পূর্বশর্ত, যা টেকসই উন্নয়নের পথকে সুগম করে। উল্লেখযোগ্য সংখ্যক নারীদেরকে তাই রাজনৈতিক ও অর্থনেতিক পদ্ধতিতে যুক্ত হওয়ার সুযোগ দিতে হবে। এক্ষেত্রে প্রশাসনিক ও নীতিনির্ধারণী উভয় পর্যায়েই নারীকে সংযুক্ত করতে হবে।