ছ. আত্মজা ও একটি করবী গাছ : হাসান আজিজুল হক
ক-বিভাগ / অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
১. হাসান আজিজুল হক কখন জন্মগ্রহণ করেন?
উত্তর : ১৯৩৬ সালে।
২. হাসান আজিজুল হক কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তর : ভারতের পশ্চিবঙ্গের বর্ধমান জেলার যবগ্রামে।
৩. হাসান আজিজুল হক পেশাগত জীবনে কী ছিলেন?
উত্তর : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দর্শন বিভাগে অধ্যাপন করতেন।
৪. তাঁর সাহিত্যের প্রধান বিষয় কী?
উত্তর : উত্তরবঙ্গের জীবনধারা রূপায়ণে তিনি তৎপর।
৫. তাঁর উল্লেখযোগ্য গল্পগ্রন্থগুলো কী?
উত্তর : ‘সমুদ্রের স্বাদ’, ‘শীতের অরণ্য’, ‘আত্মজা ও একটি করবী গাছ’, ‘জীবন ঘষে আগুন’, ‘নামহীন গোত্রহীন’, ‘পাতালে
হাসপাতালে’, ‘আমরা অপেক্ষা করছি’, ‘রোদে যাবো’, ‘মা-মেয়ের সংসার’ এবং ‘রাঢ়বঙ্গের গল্প’ উল্লেখযোগ্য।
৬. হাসান আজিজুল হকের উল্লখযোগ্য উপন্যাসসমুহেরবহ নাম কী?
উত্তর : ‘বৃত্তায়ন’, ‘শিউলী’, ‘আগুনপাখি’, ‘লাল ঘোড়া আমি’ ।
৭. ‘আত্মজা ও একটি করবী গাছ’ গল্পটি কোন গ্রন্থের অন্তর্গত?
উত্তর: “আত্মজা ও একটি করবী গাছ”।
৮. ‘আত্মজা ও একটি করবী গাছ’ গল্পটি তিনি কোন সময়ে রচনা করেন?
ঈত্তর : ১৯৬৬ সালে।
৯. ‘আত্মজা ও একটি করবী গাছ’ গল্পের প্রধান প্রধান চরিত্রের নাম লেখ।
উত্তর : রে: রুকু, ফেকু, ইনাম, সুহাস, বৃদ্ধ ডাক্তার বাবু।
১০. ‘আত্মজা ও একটি করবী গাছ’ গল্পটিতে কোন ঋতুর কথা বলা হয়েছে?
উত্তর : শীতকাল।
১১. ‘আত্মজা ও একটি করবী গাছ’ গল্পটিতে চাঁদ ফুটে আছে কোথায়?
উত্তর : নারকেল গাছের মাথায়।
১২. গঞ্জের মোড়ে কার বাড়ির টিনের চাল হিমে ঝকঝক করে?
উত্তর : রাহাত খানের।
১৩. ‘আত্মজা ও একটি করবী গাছ’ গল্পে কোথায় শিয়াল ডেকে ওঠে?
উত্তর : কানুর মায়ের কুঁড়ে ঘরের পৈঠার সামনে।
১৪. ‘আত্মজা ও একটি করবী গাছ’ গল্পে কোন দিক থেকে ‘ধর ধর লে লে’ শব্দ আসে?
উত্তর : ঈশেন কোণ থেকে।
১৫. ‘আত্মজা ও একটি করবী গাছ’ গল্পটিতে কোথায় লাঠি হাতে শিয়াল মারার জন্য লোকে হল্লা করে?
উত্তর : চাঁদমণির বাড়ির উঠোনে।
১৬. ‘আত্মজা ও একটি করবী গাছ’ গল্পটিতে ছোট তরফের বড় ছেলে কে?
উত্তর : ইনাম।
১৭. ইনাম পুল পেরিয়ে কোথায় গিয়ে দাঁড়ায়?
উত্তর : শুকনো বিলের ধারে।
১৮. ‘আত্মজা ও একটি করবী গাছ’ গল্পটিতে কে ছোট মামার বিয়ের গল্প করে?
উত্তর : সুহাস।
১৯. ‘আত্মজা ও একটি করবী গাছ’ গল্পটিতে কার বগলে ট্র্যানজিস্টার বেজে উঠে?
উত্তর : ফেকুর।
২০. কাদের পুকুরে মাছ লাফিয়ে উঠে?
উত্তর : কাজীদের।
২১. কাদের বাড়িতে ধান সিদ্ধ করার দৃশ্য চোখে পড়ে?
উত্তর : খাদের।
২২. নদী থেকে মানুষেরা বালি আনছিলো কীসে করে?
উত্তর : গরুর গাড়ি করে।
২৩. ‘আত্মজা ও একটি করবী গাছ’ গল্পটিতে কোন মাস্টারের নাম আছে?
উত্তর : তারাপদ মাস্টারের।
২৪. ‘আত্মজা ও একটি করবী গাছ’ গল্পটিতে কোন নদীর নাম আছে?
উত্তর : মধুমতী।
২৫. কার গল্পটি গতকাল থেকে আগামিকাল পর্যন্ত চলবে বলে ইনাম মনে করে?
উত্তর : সুহাসের।
২৬. ‘আত্মজা ও একটি করবী গাছ’ গল্পটিতে কার মামা ধোপাবাড়ি থেকে সিল্কের পাঞ্জাবি ধার করেনিয়ে আসে?
উত্তর : সুহাসের।
২৭. ‘আত্মজা ও একটি করবী গাছ’ গল্পটিতে কে কাদার পড়ে যায়?
উত্তর : সুহাসের জ্যাঠামশায়।
২৮. কে মাসে পাঁচবার করে মামা বাড়ি যায়?
উত্তর : সুহাস।
২৯. ফেকু কত মাইল বেগে বাস চলার কথা বলেছিলো?
উত্তর : চল্লিশ-পঞ্চাশ মাইল।
৩০. ‘আত্মজা ও একটি করবী গাছ’ গল্পটিতে ডাইনে কাদের বাড়ির কথা বলা হয়েছে?
উত্তর : পালদের, কিন্তু বাড়িটি আসলে সেনদের।
৩১. ‘আত্মজা ও একটি করবী গাছ’ গল্পটিতে বাঁশের গেট কী দিয়ে ঝোলানো থাকে?
উত্তর : দড়ি দিয়ে।
৩২. ‘আত্মজা ও একটি করবী গাছ’ গল্পটিতে কোন রবীন্দ্র সংগীত শিল্পীর নাম আছে?
উত্তর : রবীন্দ্রসংগীত শিল্পী কনিকা বন্দ্যোপাধ্যায়।