চার্বাক নীতিতত্ত্ব সংক্ষেপে লেখ।
অথবা, চার্বাক নীতিতত্ত্ব বলতে কী বুঝ?
অথবা চার্বাক নীতিতত্ত্ব কাকে বলে?
অথবা, চার্বাক নীতিতত্ত্ব কী?
অথবা, চার্বাক নীতিতত্ত্বের সংজ্ঞা দাও ।
উত্তর৷ ভূমিকা : চার্বাক দর্শন বিশুদ্ধ জড়বাদী দর্শন। চার্বাক দর্শন মতে, অচেতন জড়পদার্থই একমাত্র সত্তা। চার্বাক দর্শন নিছক জড়বাদী বলে তা আত্মা এবং ঈশ্বরে বিশ্বাস করে না। জড়বাদী দার্শনিক চিন্তার উপরই চার্বাক
নীতিতত্ত্বের ভিত্তি । চার্বাকরা কাম এবং অর্থকে একমাত্র পুরুষার্থ মনে করেন। চার্বাকদের নীতিতত্ত্বকে সুখবাদ বলা হয়।
চার্বাক নীতিতত্ত্ব : চার্বাক নীতিতত্ত্ব সম্পর্কে নিম্নে আলোচনা করা হলো :
১. ইন্দ্রিয় সুখ ভোগই জীবনের উদ্দেশ্য : চার্বাকদের মতে, সুখ ভোগই জীবনের পরম কাম্যবস্তু বা পুরুষার্থ। তারা আরো বলেছেন, ইন্দ্রিয় সুখই জীবনে পরম কল্যাণ বা পুরুষার্থ, জগতের যত রকম সুখ আছে, তন্মধ্যে ইন্দ্রিয় সুখই শ্রেষ্ঠ সুখ এবং ধ্রুব।
২. মোক্ষ মানুষের পরম পুরুষার্থ নয় : ভারতীয় দার্শনিকদের অনেকেই মোক্ষ বা মুক্তিকে মানুষের পরম পুরুষার্থ বলেছেন, কেউ কেউ বলেছেন, শুধু মৃত্যুর পর আত্মা দেহ মুক্ত হলেই মোক্ষ লাভ হতে পারে। আবার কেউ কেউ বলেছেন, জীবিতাবস্থায়ও মোক্ষ লাভ সম্ভব।
৩. অবিমিশ্র সুখ ভোগ সম্ভব নয় : চার্বাকদের মতে, এ জগতের অবিমিশ্র সুখ ভোগ সম্ভব নয় সত্য, কিন্তু জাগতিক সুখের সাথে দুঃখ মিশে আছে বলে সুখ অন্বেষণ থেকে বিরত হওয়া মূর্খতারই সামিল।
৪. স্বর্গ, আত্মা, পারলৌলিক এসব সত্য নয় : চার্বাকগণ বলেছেন, পরলোক বা মুক্তাবস্থা স্বর্গ এসব ধূর্ত ব্রাহ্মণগণের অলীক কল্পনা ছাড়া আর কিছুই নয়। সাধারণ মানুষকে প্রতারিত করে নিজেদের জীবিকা অর্জনের জন্য ব্রাহ্মণগণ মানুষকে দান ধর্ম, যাগযজ্ঞ প্রভৃতি অনুষ্ঠান করতে উপদেশ দিয়েছেন।
৫. অর্থ ও কামই পুরুষার্থ : কোন কোন ভারতীয় দার্শনিক অর্থ কাম, ধর্ম ও মোক্ষ এ চারটিকে জীবনের একমাত্র কাম্যবস্তু বা পুরুষার্থ বলে অভিহিত করেছেন।
উপসংহার : পরিশেষে বলা যায় যে, চার্বাক দর্শন চরম প্রত্যক্ষবাদী ও সংশয়বাদী। চার্বাক দর্শন একটু বেশি উত্তেজনা প্রবণ এবং অসংযত ছিল বলে প্রচলিত মূল্যবোধ এবং পুরোহিত শ্রেণীকে মারাত্মকভাবে আঘাত করে বলেই সম্ভবত এ দর্শন বেশি অনাদৃত হয়েছে।