প্রশ্নের উত্তর

চাকমা সমাজের আদাম বা পাড়া বলতে কী বুঝায়?

অথবা, আদাম বা পাড়া বলতে কী বুঝ?
অথবা, আদাম বা পাড়া কাকে বলে?
অথবা, চাকমা সমাজের আদাম বা পাড়ার পরিচয় দাও।
উত্তর৷ ভূমিকা :
পার্বত্য চট্টগ্রাম ও বান্দরবান জেলার মোট আয়তন প্রায় ৫,৩০০ বর্গমাইল। এ বিস্তৃত এলাকায় বসবাসরত উপজাতির সংখ্যা অনেক। এদের মধ্যে চাকমা উপজাতি প্রধান। এখানে প্রায় ৩৯ হাজার চাকমা পরিবার বসবাস করে।
আদাম বা পারা : চাকমা পারিবারিক সংগঠনের চেয়ে বৃহৎ সংগঠন হলো পাড়া বা আদাম। বস্তুত কতকগুলো চাকমা পরিবার গুচ্ছ নিয়েই গঠিত হয় আদাম। আদাম আবার ক্ষুদ্রতম চাকমা প্রশাসনিক এককেরও নাম। আদামের প্রধানকে বলা হয় কারবারি। কারবারি নিয়োগ করেন চাকমা রাজা। তবে চাকমা রাজা মৌজা প্রধান (কতিপয় আদাম নিয়ে মৌজা বা গ্রাম) এর সঙ্গে আলাপ-আলোচনা করেই কারবারিকে নিয়োগ করেন। কারবারির ছেলে কারবারি হবার নিয়ম নেই। তবে কারবারির উপযুক্ত ছেলেকে প্রায়ই কারবারি হিসেবে নিয়োগ করা হয়। কারবারির কাজ হলো আদামের শান্তিশৃঙ্খলা রক্ষা এবং সালিশ বিচার কাজে মৌজা প্রধানকে সাহায্য করা। মৌজা প্রধানের খাজনা আদায় কাজেও কারবারি মৌজা প্রধানকে সাহায্য করেন। আদামের সবাই মিলে ধর্মীয় ও বৈবাহিক উৎসব অনুষ্ঠান পালন করে যা যৌথভাবে কৃষিকাজে অংশ নেয়। কারবারির কোনো বেতন-ভাতা নেই। তিনি আদামের সদস্যদের সম্মান পান এই যা।
উপসংহার : উপর্যুক্ত আলোচনা শেষে বলা যায় যে, কারবারির মাধ্যমে চাকমা সমাজের অনেক দাবিদাওয়া আদায় করা হয়।

হ্যান্ডনোট থেকে সংগ্রহীত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!