• March 21, 2023

চতুর্থ অধ্যায়, পাকিস্তান : রাষ্ট্রীয় কাঠামো ও বৈষম্য

ক-বিভাগ

পাকিস্তান সৃষ্টির পর রিফিউজিদের কী বিষয় নিয়ে সমস্যা দেখা দেয়?
উত্তর: পুনর্বাসন নিয়ে ।
পাকিস্তানের প্রশাসনিক মূল্যবান কাগজপত্র কিভাবে বিনষ্ট হয়?
উত্তর: দেশ ভাগের পর অনেকগুলো হারিয়ে যায় আর কিছু পাকিস্তানে আনয়নের সময় দাঙ্গাকারীদের হাতে নষ্ট হয়।
পাকিস্তানের কোন অঞ্চলে রিফিউজিদের সংখ্যা বেশি ছিল?
উত্তর: পশ্চিম পাকিস্তান।
পশ্চিম পাকিস্তানের মোট জনসংখ্যার কতজন রিফিউজি ছিল?
উত্তর: প্রতি ৫ জনে ১ জন রিফিউজি । প্রায় ৬৫ লক্ষ।
দেশ ভাগ করা হয় কিসের ভিত্তিতে?
উত্তর: ধর্মের ভিত্তিতে।
দেশ ভাগ হওয়ার পর সংখ্যালঘু ধর্মের মানুষরা কেন নিজ দেশ ত্যাগ করতে বাধ্য হয়?
উত্তর: সাম্প্রদায়িক দাঙ্গার কারণে।
হিসাব অনুযায়ী পাকিস্তানে কতসংখ্যক রিফুজি আসে?
উত্তর: প্রায় ৭২ লক্ষ মুসলমান।
১৯৪৭ সালে কত সংখ্যক লোক পাকিস্তান ত্যাগ করে ভারতে যায়?
উত্তর: প্রায় ৩৫ লক্ষ হিন্দু ।
পাকিস্তানের এলিট শ্রেণি কী?
মন্ত্রীদের পরই ক্ষমতাধর শাসকগোষ্ঠী।
উত্তর: এলিট শ্রেণির সিংহভাগে কারা ছিল?
পাঞ্জাবিরা।
পাকিস্তান ও ভারতের কাশ্মীর নিয়ে কত সালে প্রথম সংঘর্ষ হয়?
উত্তর: ১৯৪৭ সালে।
কাশ্মীর সংঘর্ষের সূত্র ধরে ভারত পাকিস্তানকে পূর্বপ্রতিশ্রুতি অনুযায়ী কত টাকা দিতে অস্বীকৃতি জানায়?
উত্তর: এক হাজার কোটি টাকা।
পাকিস্তানের সিভিল সার্ভিস ও অন্যান্য উচ্চপদে কাদের প্রভাব বেশি ছিল?
উত্তর: অবাঙালিদের।
অবাঙালিদের ক্ষেত্রে কারা চাকরিবাকরির ক্ষেত্রে বেশি সুযোগ সুবিধা পেত?
উত্তর: পাঞ্জাবিরা।
১৯৪৭ সালে পশ্চিম পাকিস্তানে কয়টি প্রদেশ ছিল?
উত্তর: ৪টি।
পশ্চিম পাকিস্তানের ৪টি প্রদেশের নাম কী?
উত্তর: পাঞ্জাব, সিন্ধু, বেলুচিস্তান, উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশ।
১৯৪৭ সালে পশ্চিম পাকিস্তানের কয়টি দেশীয় রাজ্য ছিল?
উত্তর: ৫টি!
পশ্চিম পাকিস্তানে ৫টি দেশীয় রাজ্যের নাম কী?
উত্তর: বেলুচিস্তান, ভাওয়ালপুর, উত্তর-পশ্চিম সীমান্ত, খায়েরপুর, জুনাগড় রাজ্য।
কত সালে পাকিস্তানের ৫টি দেশীয় রাজ্য ও ৪টি প্রদেশ একত্র করে একটি ইউনিট করা হয়?
উত্তর: ১৯৫৫ সালে।
কত সালে পূর্ব বাংলার নাম পূর্ব পাকিস্তান করা হয়?
উত্তর: ১৯৫৬ সালে।
পাকিস্তানের মোট আয়তনের শতকরা কত ভাগ পশ্চিমে ছিল?
উত্তর: ৮৪.৩ ভাগ (প্রায়)।
পাকিস্তানের মোট আয়তনের শতকরা কত ভাগ পূর্ব পাকিস্তানের ছিল?
উত্তর: ১৫.৭ ভাগ (প্রায়)।
পাকিস্তানের জনসংখ্যার কত % পূর্ব পাকিস্তানে বসবাস করতো?
উত্তর: ৫৬.৩%।
পাকিস্তানের জনসংখ্যার প্রায় কত শতাংশ পশ্চিমে বসবাস করতো?
উত্তর:৪৩.৭%।
পূর্ব বাংলায় ১৯৪৭ সালের পর কোন শ্রেণির অস্তিত্ব ছিল না বললে চলে?
উত্তর: উচ্চবিত্ত শ্রেণি।
১৯৪৭ সালের পূর্বে পূর্ব বাংলার জমিদার শ্রেণি কারা ছিলেন?
উত্তর: হিন্দুরা।
কত সালে জমিদারি প্রথা বিলুপ্ত করা হয়?
উত্তর: ১৯৫০ সালে।
১৯৪৭ সালের পর থেকে পূর্ব বাংলার রাজনীতিতে নেতৃত্ব দেন কোন শ্রেণির মানুষ?
উত্তর: মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত শ্রেণি।
পূর্ব বাংলার প্রশাসনের শূন্যস্থান দখল করে কারা?
উত্তর: অবাঙালি রিফিউজি এবং পাঞ্জাবি আমলাবৃন্দ ।
ভারত থেকে আগত নেতৃবৃন্দকে পাকিস্তানের গণপরিষদে আসন কোথা থেকে দেওয়া হয়?
উত্তর: পূর্ব বাংলার কোটা থেকে।
১৯৪৭-৭০ পর্যন্ত বাঙালিরা কয় বার রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পায়?
উত্তর: মাত্র ১ বার (১৯৪৭-৫১ সাল)।
পাকিস্তানে বাঙালি একমাত্র রাষ্ট্রপ্রধানের নাম-
= খাজা নাজিমউদ্দীন।
১৯৪৭ থেকে ১৯৫৮ পর্যন্ত পাকিস্তানে কয়জন প্রধানমন্ত্রী ছিল?
উত্তর: ৭ জন।
১৯৪৭-৫৮ পর্যন্ত ৭ জন প্রধানমন্ত্রীর মধ্যে বাঙালি কয়জন?
উত্তর: ৩ জন।
পাকিস্তানের ৩ জন বাঙালি প্রধানমন্ত্রীর নাম কী কী?
উত্তর: হোসেন শহীদ সোহরাওয়ার্দী, খাজা নাজিমউদ্দীন, মোহাম্মদ আলী।
শহীদ সোহরাওয়ার্দী কত দিন প্রধানমন্ত্রীর পদে ছিলেন?
উত্তর: মাত্র ১৩ মাস।
কে হোসেন শহীদ সোহরাওয়ার্দীকে বরখাস্ত করে?
উত্তর: প্রেসিডেন্ট ইসকান্দার মীর্জা।
আইয়ুব খানের আমলে ১৯৬২ সালে কতজন মন্ত্রী ছিলেন?
উত্তর: ৬২ জন।
আইয়ুবের আমলে বাঙালি মন্ত্রীর সংখ্যা কত?
উত্তর: ২২ জন।
হোসেন শহীদ সোহরাওয়ার্দী কোথায় বসবাস করতেন?
উত্তর: করাচিতে।
পাকিস্তানের প্রথম রাজধানী কি ছিল?
উত্তর: করাচি।
কখন পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়?
উত্তর: ১৯৪৭ সালের ১৪ আগস্ট পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়।
প্রতিষ্ঠাকালীন পাকিস্তানের কয়টি প্রদেশ ছিল?
উত্তর: প্রতিষ্ঠাকালীন পাকিস্তানের ৫টি প্রদেশ ছিল যথা : পূর্ব পাকিস্তান, পাঞ্জাব, সিন্ধু, বেলুচিস্তান ও উত্তর-পশ্চিম সীমান্ত
প্রদেশ।
পাকিস্তানের মোট জনসংখ্যার কতজন বাঙালি ছিল?
উত্তর: পাকিস্তানের মোট জনসংখ্যার শতকরা প্রায় ৫৬ জন বাঙালি ছিল ।
পূর্ব বাংলাকে পূর্ব পাকিস্তান নামকরণ করা হয় কবে?
উত্তর: পূর্ব বাংলাকে পূর্ব পাকিস্তান নামকরণ করা হয় ১৯৫৬ সালে।
পাকিস্তান কত বছর একই রাষ্ট্রীয় কাঠামোয় বিদ্যমান ছিল?
উত্তর: পাকিস্তান ২৪ বছর একই রাষ্ট্রীয় কাঠামোয় বিদ্যমান ছিল।
পাকিস্তানের প্রথম সংবিধান রচিত হয় কখন?
উত্তর: পাকিস্তানের প্রথম সংবিধান রচিত হয় ১৯৫৬ সালে।
পাকিস্তানের প্রথম সংবিধান কবে কার্যকর হয়?
উত্তর: পাকিস্তানের প্রথম সংবিধান ২৩ মার্চ ১৯৫৬ সাল থেকে কার্যকর হয়।
পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন?
উত্তর: পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন লিয়াকত আলী খান।
পাকিস্তানের প্রথম রাজধানী কোথায় ছিল?
উত্তর: পাকিস্তানের প্রথম রাজধানী ছিল করাচি।
পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন?
উত্তর: পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল ছিলেন কয়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ।
পাকিস্তান আমলে একমাত্র বাঙালি গভর্নর কে ছিলেন?
উত্তর: পাকিস্তান আমলে একমাত্র বাঙালি গভর্নর ছিলেন খাজা নাজিমউদ্দীন।
পূর্ব বাংলার প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন?
উত্তর: পূর্ব বাংলার প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন খাজা নাজিমউদ্দীন।
পূর্ব বাংলার প্রথম গভর্নর কে ছিলেন?
উত্তর: পূর্ব বাংলার প্রথম গভর্নর ছিলেন স্যার ফ্রেডারিক চামারস বোর্ন।
১৯৫৬ সালের সংবিধানটি পাকিস্তানের কততম সংবিধান?
উত্তর: ১৯৫৬ সালের সংবিধানটি পাকিস্তানের প্রথম সংবিধান।

খ-বিভাগ

প্রশ্ন॥১॥পাকিস্তান রাষ্ট্রের প্রকৃতি সংক্ষেপে আলোচনা কর।
প্রশ্ন॥২॥পাকিস্তানের কেন্দ্রীয় সরকার কাঠামো উল্লেখ কর।
প্রশ্ন।৩।সংক্ষেপে পাকিস্তানের প্রাদেশিক সরকার কাঠামো বর্ণনা কর।
প্রশ্ন॥৪॥মোহাম্মদ আলী ফরমুলা কী?
প্রশ্ন॥৫॥পাকিস্তানের শাসনব্যবস্থায় সামরিক আমলাদের তিনটি ভূমিকা উল্লেখ কর।
প্রশ্ন॥৬॥মারি চুক্তি কী?
প্রশ্ন॥৭॥মারি চুক্তি বৈশিষ্ট্য লিখ।
প্রশ্ন॥৮॥পাকিস্তানি গণতন্ত্রের প্রকৃতি সংক্ষেপে আলোচনা কর।
প্রশ্ন॥৯॥১৯৫৬ সালের সংবিধান প্রণয়নের পটভূমি সংক্ষেপে আলোচনা কর।
প্ৰশ্ন৷১০৷সংক্ষেপে ১৯৫৬ সালের সংবিধানের প্রধান বৈশিষ্ট্যগুলো আলোচনা কর।
প্রশ্ন৷১১৷১৯৫৬ সালের সংবিধানের আলোকে প্রেসিডেন্টের ক্ষমতা সংক্ষেপে আলোচনা কর।
প্রশ্ন৷১২।পাকিস্তানের প্রশাসনিক কাজে বাঙালিদের অবস্থান কেমন ছিল?
প্রশ্ন।১৩।পূর্ব ও পশ্চিম পাকিস্তানিদের মধ্যে অর্থনৈতিক বৈষম্যের বিবরণ দাও।
প্রশ্ন॥১৪৷সাংস্কৃতিক নিবর্তন কাকে বলে? পশ্চিম পাকিস্তানের সাংস্কৃতিক নিবর্তনের কারণগুলো কী ছিল?
প্রশ্ন॥১৫৷৷পশ্চিম পাকিস্তানি শাসকগণ বাঙালি ভাষার প্রতি কী ধরনের অবজ্ঞা ও অবহেলা করে?

গ-বিভাগ

প্রশ্ন॥১॥পাকিস্তানের রাষ্ট্রীয় কাঠামোয় কেন্দ্র ও প্রদেশের মধ্যকার সম্পর্ক উল্লেখ কর।
প্রশ্ন॥২॥পাকিস্তানের প্রাদেশিক কাঠামো ও কার্যাবলি বর্ণনা কর।
প্রশ্ন।৩।১৯৫৬ সালের সংবিধানের অধীনে প্রাদেশিক স্বায়ত্তশাসন কেমন ছিল বর্ণনা কর।
প্রশ্ন॥৪॥পূর্ব পাকিস্তান ছিল অভ্যন্তরীণ ঔপনিবেশিক একটি অঞ্চল ব্যাখ্যা কর।
প্রশ্ন॥৫॥পাকিস্তানের কেন্দ্রীয় শাসন কাঠামোর মূলনীতিগুলো আলোচনা কর।
প্রশ্ন॥৬॥পাকিস্তানের রাষ্ট্রীয় শাসনব্যবস্থায় সামরিক আমলাদের ভূমিকা উল্লেখ কর।
প্রশ্ন॥৭॥পাকিস্তানের শাসনব্যবস্থায় বেসামরিক আমলাদের প্রভাব উল্লেখ কর।
প্রশ্ন॥৮॥পশ্চিম পাকিস্তানি শাসকচক্র পূর্ব বাংলাকে নিয়ন্ত্রণ করার জন্য কী কী কৌশল অবলম্বন করেছিল? আলোচনা কর।
প্রশ্ন॥৯॥১৯৪৭ সালে পাকিস্তানের দুই অংশের মধ্যে আর্থসামাজিক কাঠামো কেমন ছিল?
প্রশ্ন॥১০৷পাকিস্তানের শাসনতান্ত্রিক ইতিহাসে সামরিক ও বেসামরিক আমলাদের প্রভাব বর্ণনা কর।
প্রশ্ন॥১১৷৷১৯৫৬ সালের পাকিস্তান সংবিধানের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।
প্রশ্ন॥১২৷৷পাকিস্তানে ১৯৫৬ সালের সংবিধানের অধীনে প্রবর্তিত পার্লামেন্টারি শাসনব্যবস্থার স্বরূপ আলোচনা কর।
প্রশ্ন॥১৩৷৷১৯৪৭ সালে পাকিস্তান সৃষ্টি হওয়ার পরে পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে সামাজিক ও সাংস্কৃতিক বৈষম্যগুলো কী ছিল? আলোচনা কর।
প্রশ্ন৷ ১৪৷৷পূর্ব বাংলায় অভ্যন্তরীণ উপনিবেশবাদ সৃষ্টিতে অর্থনৈতিক বৈষম্যের ভূমিকা আলোচনা কর ।
প্রশ্ন॥১৫৷১৯৪৭ সালে পাকিস্তান সৃষ্টির পরবর্তীতে পাকিস্তানে কী ধরনের প্রশাসনিক সমস্যা বা জটিলতা দেখা দেয় আলোচনা কর।
প্রশ্ন॥১৬৷বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে অর্থনৈতিক বৈষম্যের ভূমিকা আলোচনা কর।
প্ৰশ্ন৷১৭৷৷পূর্ব পাকিস্তানিদের প্রতি পশ্চিম পাকিস্তানিদের বৈষম্যমূলক নীতিসমূহ আলোচনা কর।
প্রশ্ন৷১৮।পূর্ব ও পশ্চিম পাকিস্তানের রাজনৈতিক ও সামরিক বৈষম্যগুলো আলোচনা কর ।
প্রশ্ন৷১৯।শিক্ষা ও সামাজিক ক্ষেত্রে পূর্ব পাকিস্তানের বৈষম্যসমূহ লিখ।
প্রশ্ন৷৷২০৷ দূর্ব পাকিস্তানের প্রতি পশ্চিম পাকিস্তানের রাজনৈতিক ও প্রশাসনিক বৈষম্যসমূহ আলোচনা কর।
প্ৰশ্ন৷২১।পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠীর বৈষম্যের বিরুদ্ধে পূর্ব বাংলার জনগণ যেসব আন্দোলন ও প্রতিক্রিয়া ব্যক্ত করেছিল তা বর্ণনা কর।
প্রশ্ন৷২২।পাকিস্তানের শাসনামলে পূর্ব বাংলার প্রতি অর্থনৈতিক বৈষম্যের দিকগুলো আলোচনা কর ।
প্রশ্ন৷২৩৷পূর্ব পাকিস্তানের প্রতি পশ্চিম পাকিস্তানের সাংস্কৃতিক বৈষম্য ও এর প্রতিক্রিয়াগুলো আলোচনা কর ।

পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!