General Knowledge

ঘটনা অনুধ্যানের সীমাবদ্ধতাগুলো কী?

অথবা, ঘটনা অনুধ্যানের সমস্যাসমূহ উল্লেখ কর।
অথবা, ঘটনা অনুধ্যানের নেতিবাচক দিকসমূহ লিখ।
অথবা, ঘটনা অনুধ্যানের সীমাবদ্ধতাগুলো উল্লেখ কর।
অথবা, ঘটনা অনুধ্যানের কী কী সমস্যা রয়েছে?
উত্তর।৷ ভূমিকা :
ঘটনা অনুধ্যান পদ্ধতি সামাজিক গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান রাখে। তবে গুরুত্বপূর্ণ অবদান রাখা সত্ত্বেও এর ক্ষেত্রে ব্যাপক সীমাবদ্ধতা রয়েছে।
ঘটনা অনুধ্যানের সীমাবদ্ধতা/সমস্যা : নিম্নে ঘটনা অনুধ্যানের সমস্যা বা সীমাবদ্ধতা উল্লেখ করা হলো :
১. ঘটনা অনুধ্যান পদ্ধতিতে তথ্যসংগ্রহের ক্ষেত্রে ব্যক্তি রোজনামচা, দলিলপত্র ও অন্যান্য নথিপত্রের প্রয়োজন পড়ে। কিন্তু ব্যক্তির কাছ থেকে ব্যক্তিগত নথিপত্র, রোজনামচা ও দলিলপত্র পাওয়া খুব কষ্টসাধ্য। আবার পাওয়া গেলেও সেখানে অনেক কিছু অতিরঞ্জিত থাকে যা দ্বারা সঠিক সিদ্ধান্তে উপনীত হওয়া সম্ভব হয় না।
২. এ পদ্ধতিতে প্রাপ্ত তথ্যের সাধারণীকরণ ও তুলনামূলক তথ্য উপস্থাপনের সুযোগ অনেকটাই সীমিত।
৩. ঘটনা অনুধ্যান পদ্ধতির সব চেয়ে বড় সমস্যা হলো অতিমাত্রায় ব্যক্তিকেন্দ্রিকতা। যার ফলে এ পদ্ধতির ক্ষেত্রে ব্যক্তির মূল্যবোধ, চিন্তাচেতনা প্রভাব পড়ে।
৪. ঘটনা অনুধ্যান পদ্ধতিতে ঘটনার সামগ্রিকতা বজায় রাখা সম্ভব হয় না। তাছাড়া প্রাপ্ত তথ্যের কার্যকারণ সম্পর্ক নির্ণয়ের ক্ষেত্রে তেমন কোন সুযোগ নেই।
৫. এ পদ্ধতিতে পরিসংখ্যানিক পদ্ধতির প্রয়োগ সম্ভব হয় না। ফলে এটি অপেক্ষাকৃত কম বৈজ্ঞানিক পদ্ধতি।
৬. ঘটনা অনুধ্যান পদ্ধতিতে ব্যক্তির ব্যক্তিত্ব, আচার আচরণ, মূল্যবোধ ও তার পরিবেশ সম্পর্কে নিবিড়ভাবে জানার চেষ্টা করা হয় বলে এ পদ্ধতিতে বেশি সময়ের প্রয়োজন হয়।
৭. এ পদ্ধতি গভীর জ্ঞানসম্পন্ন দক্ষ গবেষকের প্রয়োজন হয় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দক্ষ গবেষক ও তথ্যসংগ্রহকারী পাওয়া সম্ভব হয় না। ফলে প্রাপ্ত তথ্যের নির্ভুলতা সম্পর্কে প্রশ্ন থেকেই যায়।
৮. এ পদ্ধতিতে স্বল্পসংখ্যক বিষয়ের উপর ভিত্তি করে কার্যক্রম পরিচালিত হয়। তাই এর সাধারণীকরণ করা বেশ কঠিন।
উপসংহার : উপর্যুক্ত সীমাবদ্ধতার আলোকে বলা যায়, গবেষণা কাজে গবেষক ছাড়া অন্য কেউ বিস্তারিতভাবে জানতে পারে না। এক্ষেত্রে তার মতামতকেই চূড়ান্ত বলে ধরে নেয়া হয়। ফলে এ পদ্ধতিতে প্রাপ্ত তথ্যের সঠিকতা যাচাই করা যায় না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!