গল্পকার শামসুদ্দীন আবুল কালাম সম্পর্কে তোমার অভিমত ব্যক্ত কর।

উত্তর : আবুল কালাম শামসুদ্দীন ১৯২৬ সালে বরিশালের কামদেবপুর গ্রামে জন্মগ্রহণ করেন। বরিশাল বি.এম.কলেজ থেকে বি.এ.পাস করে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এম.এ পাস করেন। ছোটবেলা থেকেই তাঁর সাহিত্য ও সংস্কৃতির প্রতি ঝোঁক ছিল। কর্মজীবনে তিনি সাংবাদিকতা, অধ্যাপনা, রেডিওর অনুষ্ঠান পরিচালনা, চলচ্চিত্র সম্পাদনা প্রভৃতি কর্মের সাথে যুক্ত হয়ে তাঁর জীবনকে গতিময় ও অভিজ্ঞতাসমৃদ্ধ করে তোলেন। সাহিত্যিক জীবনে লেখালেখির সময় তিনি নাম পরিবর্তন করে শামসুদ্দীন আবুল কালাম নাম ধারণ করেন। স্বনামধন্য কথাসাহিত্যিক শামসুদ্দিন আবুল কালাম তাঁর গল্প-উপন্যাসের ভিত্তিভূমি হিসেবে গ্রামবাংলাকে বেছে নিয়েছিলেন। ‘অনেক দিনের আশা’, ‘ঢেউ’, ‘পথ জানা নাই’, ‘দুই হৃদয়ের তীর’, ‘শাহেরবানু’ প্রভৃতি গল্পগ্রন্থ এবং ‘কাশবনের কন্যা’, ‘জীবন কাব্য’, ‘কাঞ্চনমালা’, ‘আলমনগরের উপকথা’, ‘দুই মহল’, ‘জায়জঙ্গল’ প্রভৃতি উপন্যাস রচনা করে তিনি খ্যাতি অর্জন করেছেন। উপন্যাস রচনার ক্ষেত্রে কৃতিত্বের জন্য তিনি ১৯৬৪ সালে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন।